Ajker Patrika

সাতক্ষীরায় স্বাস্থ্যকর গ্রাম কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ০৫
সাতক্ষীরায় স্বাস্থ্যকর গ্রাম কর্মশালা

সাতক্ষীরায় টেকসই উন্নয়নে স্বাস্থ্যকর গ্রাম বিষয়ক কর্মশালা ও গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যাক্স ফাউন্ডেশনের আয়োজনে ও এস. কে. এসের সহযোগিতায় গত মঙ্গলবার লেকভিউ রিসোর্টে এ কর্মশালা ও স্বাস্থ্যকর গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে গ্রাম্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হ‌ুমায়ূন কবির। স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপসচিব (ডিডিএলজি) মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হ‌ুমায়ূন কবির। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত। কর্মশালা শেষে স্বাস্থ্যকর গ্রাম গড়ে তোলার জন্য সাতক্ষীরা ৪টি উপজেলার ১৩টি ইউনিয়নকে স্বাস্থ্যকর গ্রাম সনদপত্র দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ