নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঈদ দরজায় কড়া নাড়ছে। প্রিয়জনদের নিয়ে ঈদ আনন্দঘন করে তুলতে অনেকেই ইতিমধ্যে গন্তব্যে যাওয়া শুরু করেছে। চাকরি বা ব্যবসার কারণে যারা এখনো যেতে পারেননি, তাঁদের হাতে আরও দুই দিন সময় রয়েছে। এ কারণে চট্টগ্রাম শহরও খালি হয়ে যাচ্ছে।
তবে ট্রেনে ঢাকা থেকে দেশের বিভিন্ন পথে যেখানে মানুষের উপচেপড়া ভিড়, সেখানে চট্টগ্রামে এখনো চিত্রটি উল্টো। কয়েকটি ট্রেন ছাড়া চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন আন্তনগর ট্রেনের চাপ ছিল সহনীয়। তবে বাসের ভোগান্তি ছিল বেশি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও বাস না পাওয়া ও ভাড়া বাড়তি নেওয়ার অভিযোগ আছে যাত্রীদের।
গতকাল শুক্রবার চট্টগ্রাম স্টেশনে গিয়ে দেখা যায়, সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাঁচটি আন্তনগর ও তিনটি লোকাল ট্রেন ছেড়ে গেছে। সকালের সুবর্ণ, বিজয়, পাহাড়িকা ও মহানগর এক্সপ্রেস ট্রেনের ভিড় ছিল তুলনামূলক কম। তবে বিকেলের মহানগর গোধূলি ও চাঁদপুর স্পেশাল ট্রেন এবং ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের ভিড় এসব ট্রেনের চেয়ে বেশি।
চট্টগ্রাম রেলওয়ের স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, প্রতিটি ট্রেন কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। সকালের ট্রেনগুলোতে ভিড় কম থাকলেও বিকেলের পরের ট্রেনগুলোতে ভিড় বেশি থাকছে। যাত্রীসেবা নিশ্চিত করতে সরাসরি তদারকি করা হচ্ছে। কালোবাজারি রোধে সিসিটিভি ফুটেজ মনিটরিং করা হচ্ছে।
কোনো ট্রেনেই ছাদে ভ্রমণ করতে দেয়নি রেলওয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একদিকে জীবনের জন্য হুমকি, অন্যদিকে রেলওয়ের আইনে ছাদে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। সেসব বিষয় মাথায় রেখে ছাদে ভ্রমণ কঠোরভাবে নিষেধ করা হচ্ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ড্যান্ট শফিকুল ইসলাম মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘ছাদে কোনোভাবেই ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না। তবে যাত্রীর চাপ বাড়লে বিষয়টি মনিটরিং করতে কষ্ট হবে। তবুও আমরা চেষ্টা করছি, যাত্রীদের বুঝিয়ে ভেতরে ভ্রমণ করানোর। কারণ এখনো যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে, ওই সব ট্রেনের ভেতরে মোটামুটি যাত্রীর চাপ কম থাকছে।’
এদিকে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বিভিন্ন বাসের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। বিশেষ করে লোকাল বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ বিষয়ে প্রশাসনেরও তেমন নজরদারি নেই। নতুন চান্দগাঁও থানা, কর্ণফুলীর নতুন ব্রিজ ঘুরে প্রশাসনের কাউকে নজরদারি করতে দেখা যায়নি।
নতুন ব্রিজে তিন ঘণ্টা দাঁড়িয়েও স্পেশাল সার্ভিসের বাসের কোনো টিকিট পাননি আবদুল কাইয়ুম। স্ত্রী-সন্তানদের নিয়ে চকরিয়া যাচ্ছিলেন তিনি। বাধ্য হয়ে লোকাল বাসে যেতে হচ্ছিল তাঁকে। ২২০ টাকার ভাড়া ২৫০ থেকে ২৮০ টাকা দাবি করছে লোকাল বাসগুলো।আবদুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, প্রতি বছর একই অবস্থা। বাড়তি ভাড়ার সঙ্গে ভোগান্তি। প্রশাসনের কঠোর নজরদারি থাকলে এগুলো হতো না।
এদিকে ঈদ করতে মানুষ শহর ছেড়ে যাওয়ায় নগরও আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। অনেকে শেষ মুহূর্তের শপিং সেরে নিচ্ছেন। আগামী সোমবার ঈদ হতে পারে, সে জন্য আজ শনিবার ও আগামীকাল রোববার বেশির ভাগ মানুষ শহর ছেড়ে যাবেন।

ঈদ দরজায় কড়া নাড়ছে। প্রিয়জনদের নিয়ে ঈদ আনন্দঘন করে তুলতে অনেকেই ইতিমধ্যে গন্তব্যে যাওয়া শুরু করেছে। চাকরি বা ব্যবসার কারণে যারা এখনো যেতে পারেননি, তাঁদের হাতে আরও দুই দিন সময় রয়েছে। এ কারণে চট্টগ্রাম শহরও খালি হয়ে যাচ্ছে।
তবে ট্রেনে ঢাকা থেকে দেশের বিভিন্ন পথে যেখানে মানুষের উপচেপড়া ভিড়, সেখানে চট্টগ্রামে এখনো চিত্রটি উল্টো। কয়েকটি ট্রেন ছাড়া চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন আন্তনগর ট্রেনের চাপ ছিল সহনীয়। তবে বাসের ভোগান্তি ছিল বেশি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও বাস না পাওয়া ও ভাড়া বাড়তি নেওয়ার অভিযোগ আছে যাত্রীদের।
গতকাল শুক্রবার চট্টগ্রাম স্টেশনে গিয়ে দেখা যায়, সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাঁচটি আন্তনগর ও তিনটি লোকাল ট্রেন ছেড়ে গেছে। সকালের সুবর্ণ, বিজয়, পাহাড়িকা ও মহানগর এক্সপ্রেস ট্রেনের ভিড় ছিল তুলনামূলক কম। তবে বিকেলের মহানগর গোধূলি ও চাঁদপুর স্পেশাল ট্রেন এবং ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের ভিড় এসব ট্রেনের চেয়ে বেশি।
চট্টগ্রাম রেলওয়ের স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, প্রতিটি ট্রেন কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। সকালের ট্রেনগুলোতে ভিড় কম থাকলেও বিকেলের পরের ট্রেনগুলোতে ভিড় বেশি থাকছে। যাত্রীসেবা নিশ্চিত করতে সরাসরি তদারকি করা হচ্ছে। কালোবাজারি রোধে সিসিটিভি ফুটেজ মনিটরিং করা হচ্ছে।
কোনো ট্রেনেই ছাদে ভ্রমণ করতে দেয়নি রেলওয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একদিকে জীবনের জন্য হুমকি, অন্যদিকে রেলওয়ের আইনে ছাদে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। সেসব বিষয় মাথায় রেখে ছাদে ভ্রমণ কঠোরভাবে নিষেধ করা হচ্ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ড্যান্ট শফিকুল ইসলাম মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘ছাদে কোনোভাবেই ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না। তবে যাত্রীর চাপ বাড়লে বিষয়টি মনিটরিং করতে কষ্ট হবে। তবুও আমরা চেষ্টা করছি, যাত্রীদের বুঝিয়ে ভেতরে ভ্রমণ করানোর। কারণ এখনো যেসব ট্রেন ছেড়ে যাচ্ছে, ওই সব ট্রেনের ভেতরে মোটামুটি যাত্রীর চাপ কম থাকছে।’
এদিকে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বিভিন্ন বাসের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। বিশেষ করে লোকাল বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ বিষয়ে প্রশাসনেরও তেমন নজরদারি নেই। নতুন চান্দগাঁও থানা, কর্ণফুলীর নতুন ব্রিজ ঘুরে প্রশাসনের কাউকে নজরদারি করতে দেখা যায়নি।
নতুন ব্রিজে তিন ঘণ্টা দাঁড়িয়েও স্পেশাল সার্ভিসের বাসের কোনো টিকিট পাননি আবদুল কাইয়ুম। স্ত্রী-সন্তানদের নিয়ে চকরিয়া যাচ্ছিলেন তিনি। বাধ্য হয়ে লোকাল বাসে যেতে হচ্ছিল তাঁকে। ২২০ টাকার ভাড়া ২৫০ থেকে ২৮০ টাকা দাবি করছে লোকাল বাসগুলো।আবদুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, প্রতি বছর একই অবস্থা। বাড়তি ভাড়ার সঙ্গে ভোগান্তি। প্রশাসনের কঠোর নজরদারি থাকলে এগুলো হতো না।
এদিকে ঈদ করতে মানুষ শহর ছেড়ে যাওয়ায় নগরও আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। অনেকে শেষ মুহূর্তের শপিং সেরে নিচ্ছেন। আগামী সোমবার ঈদ হতে পারে, সে জন্য আজ শনিবার ও আগামীকাল রোববার বেশির ভাগ মানুষ শহর ছেড়ে যাবেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫