সম্পাদকীয়

সূর্যের চারপাশে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে এক বছর। কিন্তু গত বছরটি ভিন্ন ভিন্ন দেশের মানুষ সেই হিসাব ভিন্ন ভিন্নভাবে করবে। বিভিন্ন সমাজের মানুষের দেশ-কাল আজ মিলেমিশে একাকার হয়ে গেছে। কারণ খ্রিষ্টীয় বছরটাই সারা পৃথিবীর মানুষের কাজের বছর হয়ে দাঁড়িয়েছে। গত বছর গণতন্ত্রের বিশ্বব্যাপী সংকট, চ্যাটজিপিটির আবিষ্কার, বিভিন্ন দেশে দক্ষিণপন্থী রাজনৈতিক নেতার অভ্যুদয়, বৈশ্বিক যুদ্ধ এবং জলবায়ুর পরিবর্তন ইত্যাদি নানা বিষয়ে মুখরিত ছিল।
যদিও কালপ্রবাহ বছর হিসাব করে না, সে তার নিজের মতোই বয়ে চলে। তবু আমরা খণ্ডিতভাবে বছরওয়ারি ঘটনাগুলোকে সাজাই,
তাই নিয়ে কথা বলি।
২০২৩ সালে উল্লেখ করার মতো ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো, রাজধানীবাসীর কাছে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তবে মেট্রোরেলের উপকার নিম্ন আয়ের মানুষ কতটুকু পেয়েছে, তা নিয়ে সরকারকে ভাবতে হবে। এরপর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনও যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যেতে ট্রেনের যাত্রা শুরু হয়েছে। এগুলোকে আমরা সাফল্যের উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি।
২০২৩ সালটি দ্রব্যমূল্য নিয়ে, বিশেষ করে নিম্ন আয়ের ও দরিদ্র মানুষদের ভীষণভাবে ভুগিয়েছে। এর চোটে তাদের জীবন এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। ব্যবসায়িক সিন্ডিকেট তছনছ করে দিয়েছে গরিব মানুষের জীবন। সিন্ডিকেটকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে সরকার। এটা ছিল সরকারের একটা বড় ব্যর্থতা। নতুন বছরটিতে যেন সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, জনগণ সেটা চায় নতুন সরকারের কাছে।
গত বছরের পুরো সময় রাজনৈতিক অস্থিরতার মধ্যে গেছে। বিরোধী দলের সভা-সমাবেশ বছর শেষে এসে রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করে ফেলেছে। মানুষ রাজনীতির স্বাভাবিক পরিবেশ চায়। নতুন বছরের প্রথম দিকেই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। অনুষ্ঠেয় নির্বাচন অতীতের দুটি বিতর্কিত নির্বাচনের চেয়ে ভিন্ন হলেই ভালো। জনগণ তাঁদের ভোট পছন্দের প্রার্থীকে দিতে না পারলে গণতন্ত্রের প্রতি আস্থাহীনতা বাড়বে।
গত বছর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ ছিল। ডেঙ্গুতে প্রায় হাজারের ওপর শিশু থেকে নানা বয়সী মানুষ মারা গেছে। মূলত দুই সিটি করপোরেশনের ব্যর্থতা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
আন্তর্জাতিকভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বের অর্থনীতিকেই পর্যুদস্ত করে দিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সীমাহীন বোমা নিক্ষেপে হাজার হাজার শিশু-নারীসহ বেসামরিক মানুষ মৃত্যুবরণ করেছে। সেখানে এখন পর্যন্ত ধ্বংসলীলা চলছে।পশ্চিমা বিশ্বসহ জাতিসংঘ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এসব ব্যর্থতা যেন ২০২৩-এর সঙ্গেই চলে যায়, সফলতার দুয়ার যেন প্রশস্ত করে দেয় ২০২৪—আমরা এই প্রত্যাশা করি। নতুন বছরে যেন আমাদের দেশ রাজনৈতিক সহিংসতা থেকে মুক্তি পায়। মানুষের জীবন যেন স্বস্তি ও আনন্দময় হয়ে ওঠে। খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে।

সূর্যের চারপাশে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে এক বছর। কিন্তু গত বছরটি ভিন্ন ভিন্ন দেশের মানুষ সেই হিসাব ভিন্ন ভিন্নভাবে করবে। বিভিন্ন সমাজের মানুষের দেশ-কাল আজ মিলেমিশে একাকার হয়ে গেছে। কারণ খ্রিষ্টীয় বছরটাই সারা পৃথিবীর মানুষের কাজের বছর হয়ে দাঁড়িয়েছে। গত বছর গণতন্ত্রের বিশ্বব্যাপী সংকট, চ্যাটজিপিটির আবিষ্কার, বিভিন্ন দেশে দক্ষিণপন্থী রাজনৈতিক নেতার অভ্যুদয়, বৈশ্বিক যুদ্ধ এবং জলবায়ুর পরিবর্তন ইত্যাদি নানা বিষয়ে মুখরিত ছিল।
যদিও কালপ্রবাহ বছর হিসাব করে না, সে তার নিজের মতোই বয়ে চলে। তবু আমরা খণ্ডিতভাবে বছরওয়ারি ঘটনাগুলোকে সাজাই,
তাই নিয়ে কথা বলি।
২০২৩ সালে উল্লেখ করার মতো ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো, রাজধানীবাসীর কাছে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তবে মেট্রোরেলের উপকার নিম্ন আয়ের মানুষ কতটুকু পেয়েছে, তা নিয়ে সরকারকে ভাবতে হবে। এরপর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনও যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যেতে ট্রেনের যাত্রা শুরু হয়েছে। এগুলোকে আমরা সাফল্যের উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি।
২০২৩ সালটি দ্রব্যমূল্য নিয়ে, বিশেষ করে নিম্ন আয়ের ও দরিদ্র মানুষদের ভীষণভাবে ভুগিয়েছে। এর চোটে তাদের জীবন এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। ব্যবসায়িক সিন্ডিকেট তছনছ করে দিয়েছে গরিব মানুষের জীবন। সিন্ডিকেটকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে সরকার। এটা ছিল সরকারের একটা বড় ব্যর্থতা। নতুন বছরটিতে যেন সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, জনগণ সেটা চায় নতুন সরকারের কাছে।
গত বছরের পুরো সময় রাজনৈতিক অস্থিরতার মধ্যে গেছে। বিরোধী দলের সভা-সমাবেশ বছর শেষে এসে রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করে ফেলেছে। মানুষ রাজনীতির স্বাভাবিক পরিবেশ চায়। নতুন বছরের প্রথম দিকেই জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। অনুষ্ঠেয় নির্বাচন অতীতের দুটি বিতর্কিত নির্বাচনের চেয়ে ভিন্ন হলেই ভালো। জনগণ তাঁদের ভোট পছন্দের প্রার্থীকে দিতে না পারলে গণতন্ত্রের প্রতি আস্থাহীনতা বাড়বে।
গত বছর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ ছিল। ডেঙ্গুতে প্রায় হাজারের ওপর শিশু থেকে নানা বয়সী মানুষ মারা গেছে। মূলত দুই সিটি করপোরেশনের ব্যর্থতা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
আন্তর্জাতিকভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বের অর্থনীতিকেই পর্যুদস্ত করে দিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সীমাহীন বোমা নিক্ষেপে হাজার হাজার শিশু-নারীসহ বেসামরিক মানুষ মৃত্যুবরণ করেছে। সেখানে এখন পর্যন্ত ধ্বংসলীলা চলছে।পশ্চিমা বিশ্বসহ জাতিসংঘ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এসব ব্যর্থতা যেন ২০২৩-এর সঙ্গেই চলে যায়, সফলতার দুয়ার যেন প্রশস্ত করে দেয় ২০২৪—আমরা এই প্রত্যাশা করি। নতুন বছরে যেন আমাদের দেশ রাজনৈতিক সহিংসতা থেকে মুক্তি পায়। মানুষের জীবন যেন স্বস্তি ও আনন্দময় হয়ে ওঠে। খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫