কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

নৌকার মতো দেখতে ছোট নৌযান কায়াক। দেশের বেশ কিছু জায়গায় জনপ্রিয় হচ্ছে কায়াকিং বা কায়াক নৌকা চালানো। রাঙামাটিতে প্রথমবারের মতো কায়াকিং করার সুযোগ করে দিয়েছে ‘কাপ্তাই কায়াকিং ক্লাব’। উদ্বোধনের পর থেকে কায়াকিং করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা ভিড় করছেন এই কায়াকিং ক্লাবে।
কায়াকিং করতে আসা চট্টগ্রাম লালখান বাজারের বাসিন্দা ইমন, আকিব, সুজন জানান, কর্ণফুলী নদীর নীল জলরাশী এবং সীতা পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কায়াকিং করছেন তাঁরা। আনন্দে আপ্লুত তাঁরা সবাই। সত্যিই রোমাঞ্চকর অভিজ্ঞতা বলছেন তাঁরা।
কাপ্তাই উপজেলার বিনোদনকেন্দ্র প্যানারোমা জুম রেস্তোরাঁ থেকে মাত্র ১০০ মিটার সামনেই কাপ্তাই সড়কের পাশে কর্ণফুলী নদীর কোল ঘেঁষে কাপ্তাই কায়াকিং ক্লাবের অবস্থান। তৎকালীন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল আলম, সাবেক রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী মো. রুবাইয়েত আখতার চৌধুরী, বর্তমান জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীসহ কাপ্তাই উপজেলা গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি কাপ্তাই কায়াকিং ক্লাবের উদ্বোধন করেন। উদ্বোধনের পর কায়াকিং করতে দেশের বিভিন্ন অঞ্চল থেক পর্যটকেরা ভিড় করছেন এই কায়াকিং ক্লাবে। পর্যটকেরা কায়াক করতে করতে কর্ণফুলী নদীর কয়েক কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে।
কাপ্তাই কায়াকিং ক্লাবের অন্যতম উদ্যোক্তা মো. ওবাইদুল্লাহ জানান, কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর স্বচ্ছ জলে রোমাঞ্চকর কায়াকের সুযোগ করে দিচ্ছে কাপ্তাই কায়াকিং ক্লাব। বাংলাদেশে অ্যাডভেঞ্চারে ভিন্ন মাত্রা যোগ করেছে এই কায়াকিং। করোনাকালীন কিছুটা পর্যটক কম এলেও করোনার প্রভাব কমে আসায় এখন প্রতিদিন ভ্রমণপিপাসুরা এসে কর্ণফুলী নদীতে কায়াক করছেন।
কাপ্তাই ফোরামের এডমিন আলিব রেজা লিমন বলেন, ‘কাপ্তাই কায়াকিং ক্লাব কাপ্তাইয়ের পর্যটনশিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমরা চাই কাপ্তাইয়ের পর্যটনশিল্প আরও বিকশিত হোক।’
বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী পর্যটনকেন্দ্রের পরিচালক প্রকৌশলী মো. রুবাইয়াত আখতার চৌধুরী জানান, রূপসী কাপ্তাইয়ের পর্যটনশিল্পের ভিন্ন মাত্রা যোগ করেছে কাপ্তাই কায়াকিং ক্লাব।

নৌকার মতো দেখতে ছোট নৌযান কায়াক। দেশের বেশ কিছু জায়গায় জনপ্রিয় হচ্ছে কায়াকিং বা কায়াক নৌকা চালানো। রাঙামাটিতে প্রথমবারের মতো কায়াকিং করার সুযোগ করে দিয়েছে ‘কাপ্তাই কায়াকিং ক্লাব’। উদ্বোধনের পর থেকে কায়াকিং করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা ভিড় করছেন এই কায়াকিং ক্লাবে।
কায়াকিং করতে আসা চট্টগ্রাম লালখান বাজারের বাসিন্দা ইমন, আকিব, সুজন জানান, কর্ণফুলী নদীর নীল জলরাশী এবং সীতা পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে কায়াকিং করছেন তাঁরা। আনন্দে আপ্লুত তাঁরা সবাই। সত্যিই রোমাঞ্চকর অভিজ্ঞতা বলছেন তাঁরা।
কাপ্তাই উপজেলার বিনোদনকেন্দ্র প্যানারোমা জুম রেস্তোরাঁ থেকে মাত্র ১০০ মিটার সামনেই কাপ্তাই সড়কের পাশে কর্ণফুলী নদীর কোল ঘেঁষে কাপ্তাই কায়াকিং ক্লাবের অবস্থান। তৎকালীন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল আলম, সাবেক রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী মো. রুবাইয়েত আখতার চৌধুরী, বর্তমান জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীসহ কাপ্তাই উপজেলা গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি কাপ্তাই কায়াকিং ক্লাবের উদ্বোধন করেন। উদ্বোধনের পর কায়াকিং করতে দেশের বিভিন্ন অঞ্চল থেক পর্যটকেরা ভিড় করছেন এই কায়াকিং ক্লাবে। পর্যটকেরা কায়াক করতে করতে কর্ণফুলী নদীর কয়েক কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে।
কাপ্তাই কায়াকিং ক্লাবের অন্যতম উদ্যোক্তা মো. ওবাইদুল্লাহ জানান, কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর স্বচ্ছ জলে রোমাঞ্চকর কায়াকের সুযোগ করে দিচ্ছে কাপ্তাই কায়াকিং ক্লাব। বাংলাদেশে অ্যাডভেঞ্চারে ভিন্ন মাত্রা যোগ করেছে এই কায়াকিং। করোনাকালীন কিছুটা পর্যটক কম এলেও করোনার প্রভাব কমে আসায় এখন প্রতিদিন ভ্রমণপিপাসুরা এসে কর্ণফুলী নদীতে কায়াক করছেন।
কাপ্তাই ফোরামের এডমিন আলিব রেজা লিমন বলেন, ‘কাপ্তাই কায়াকিং ক্লাব কাপ্তাইয়ের পর্যটনশিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমরা চাই কাপ্তাইয়ের পর্যটনশিল্প আরও বিকশিত হোক।’
বেসরকারি পর্যটনকেন্দ্র বনশ্রী পর্যটনকেন্দ্রের পরিচালক প্রকৌশলী মো. রুবাইয়াত আখতার চৌধুরী জানান, রূপসী কাপ্তাইয়ের পর্যটনশিল্পের ভিন্ন মাত্রা যোগ করেছে কাপ্তাই কায়াকিং ক্লাব।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫