
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে তিনজন মোটরসাইকেল সংক্রান্ত দুর্ঘটনার শিকার হন।
সিরাজগঞ্জ: কামারখন্দের কোনাবাড়িতে বাস ও লরির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া যায়। তিনি হলেন রংপুর জেলার পীরগঞ্জের শাকিল হোসেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, রাতে ঢাকা থেকে আসা একটি বাস কোনাবাড়িতে পৌঁছালে ঢাকাগামী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
মোহনপুর (রাজশাহী): পানবাহী ট্রাকের চাপায় আব্দুর রহমান নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে মহবতপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং ধুরইল মাস্টারপাড়া গ্রামের রিপন আলীর ছেলে।
গতকাল শুক্রবার বেলা ২টার দিকে ত্রিমোহানী-কালিগঞ্জ সড়কের কালিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুর রহমান তার বাবার মোটরসাইকেল নিয়ে কালিগঞ্জ হাটে পৌঁছালে পানবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট: মোটরসাইকেলের ধাক্কায় দৌলত আলী দেলো (৫৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দৌলত আলী জিতারপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজু মিয়া নামের একজন মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট থেকে নওগাঁর ধামইরহাটে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে কৃষক দৌলত ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের চালক রাজুও গুরুতর আহত হন বলে সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন।
শিবগঞ্জ (বগুড়া): মোটরসাইকেল দুর্ঘটনায় গোলাম মোস্তফা (৫৭) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বিকেল ৪টার দিকে উপজেলার শ্যামপুর ব্রিজ এলাকায় তিনি আহত হন।
গোলাম মোস্তফা উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি সেনাবাহিনী থেকে অবসরের পর স্থানীয় পাকুরতলা বন্দরে রড সিমেন্টের ব্যবসা করতেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ আলমগীর জানান, গোলাম মোস্তফা বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার পাশের গর্তে চাকা আটকে গেলে তিনি ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেলে থাকা মোহাম্মদ আলী নামের একজন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত মোস্তফাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে তিনজন মোটরসাইকেল সংক্রান্ত দুর্ঘটনার শিকার হন।
সিরাজগঞ্জ: কামারখন্দের কোনাবাড়িতে বাস ও লরির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া যায়। তিনি হলেন রংপুর জেলার পীরগঞ্জের শাকিল হোসেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, রাতে ঢাকা থেকে আসা একটি বাস কোনাবাড়িতে পৌঁছালে ঢাকাগামী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
মোহনপুর (রাজশাহী): পানবাহী ট্রাকের চাপায় আব্দুর রহমান নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে মহবতপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং ধুরইল মাস্টারপাড়া গ্রামের রিপন আলীর ছেলে।
গতকাল শুক্রবার বেলা ২টার দিকে ত্রিমোহানী-কালিগঞ্জ সড়কের কালিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুর রহমান তার বাবার মোটরসাইকেল নিয়ে কালিগঞ্জ হাটে পৌঁছালে পানবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট: মোটরসাইকেলের ধাক্কায় দৌলত আলী দেলো (৫৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের জিতারপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দৌলত আলী জিতারপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজু মিয়া নামের একজন মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট থেকে নওগাঁর ধামইরহাটে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে কৃষক দৌলত ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের চালক রাজুও গুরুতর আহত হন বলে সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন।
শিবগঞ্জ (বগুড়া): মোটরসাইকেল দুর্ঘটনায় গোলাম মোস্তফা (৫৭) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বিকেল ৪টার দিকে উপজেলার শ্যামপুর ব্রিজ এলাকায় তিনি আহত হন।
গোলাম মোস্তফা উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি সেনাবাহিনী থেকে অবসরের পর স্থানীয় পাকুরতলা বন্দরে রড সিমেন্টের ব্যবসা করতেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ আলমগীর জানান, গোলাম মোস্তফা বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার পাশের গর্তে চাকা আটকে গেলে তিনি ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেলে থাকা মোহাম্মদ আলী নামের একজন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত মোস্তফাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫