জামালপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক নেতা। ১৬ বছর ধরে তাঁদের দখলে থাকা অধিকাংশেরই নিয়ন্ত্রণ নেন বিএনপির নেতারা। অন্য অনেক এলাকার মতো জামালপুরেও ঘটেছে এ ঘটনা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, হাসিনা সরকারের পতনের পর হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িয়ে পড়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দলটির জেলা শীর্ষ নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ বছর ধরে শহরের বাইপাস মোড় এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনালটির নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে। তাঁদের চাঁদাবাজি ও অত্যাচারে অতিষ্ঠ ছিলের বাসমালিক ও শ্রমিক ইউনিয়ন। আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ায় অনেকটাই স্বস্তি কাজ করে বাসমালিক ও সংশ্লিষ্টদের মধ্যে। ওই দিনই বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নেন বিএনপির নেতা-কর্মীরা। অভিযোগ উঠেছে, ৫ আগস্ট দুর্বৃত্তরা বাসস্ট্যান্ড এলাকার চারটি কাউন্টারে ভাঙচুর চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসমালিক জানান, সরকার পতন শেষে আবার বাস চলাচল শুরুর পর থেকেই আওয়ামী লীগের মতো চাঁদাবাজি শুরু করেন বিএনপির নেতারা। ১২ আগস্ট থেকে সব মিলিয়ে দৈনিক ১৫ হাজার টাকা চাঁদা তোলা হয় জিপির নামে।
নাম প্রকাশ না করার শর্তে এক বাসমালিক বলেন, ‘যে সরকারই আসুক বাসস্ট্যান্ডে সব সময় জিপির নামে চাঁদাবাজি করেন দলীয় নেতা-কর্মীরা। শেখ হাসিনার পতনের পর আমরা ভেবেছিলাম, এই জিপির হাত থেকে রক্ষা পাব। কিন্তু পরে দেখি যে, আওয়ামী লীগ যা করেছে, এখন বিএনপি তা-ই করছে। তাহলে পার্থক্য কী হলো? বিএনপিও চাঁদাবাজ—আওয়ামী লীগও চাঁদাবাজ।’
শুধু কেন্দ্রীয় বাস টার্মিনালই নয়, জামালপুর পৌর বাস টার্মিনাল নিয়ন্ত্রণে নিয়েছে জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সাদেকুর রহমান হীরার নেতৃত্বে একটি দল। তবে সেখানে কোনো চাঁদাবাজির খবর পাওয়া যায়নি। এ ছাড়া জামালপুর শহরসহ পুরো জেলায় সিএনজি স্ট্যান্ডগুলোর নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
সদরের শরিফপুর ইউনিয়নে বালুর ঘাট রয়েছে ৪টি। এখন প্রতিটি ঘাট থেকে দৈনিক ৫০ থেকে ৬০ হাজার টাকা টোল উত্তোলন করা হচ্ছে। অভিযোগ উঠেছে, এর অর্ধেক নিচ্ছেন দুই বিএনপির নেতা, বাকিটা ঘাটের ইজারাদার।
হাসিনার পদত্যাগের খবর শুনেই জামালপুরে মির্জা আজমসহ জেলার শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটপাট, হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া শহরের দেউড়পাড় এলাকায় মির্জা আজমের স্ত্রী আলেয়া আজমের নামে করা আলেয়া গার্ডেন লুটপাট ও ভাঙচুর করা হয়। অভিযোগ রয়েছে, এর নেতৃত্বে ছিলেন বিএনপির নেতারা। এ ছাড়া গরু, পুকুরের মাছ, অফিসের মালপত্র লুট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মীদের কোনো ধরনের হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ না করতে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ যাঁরা অমান্য করে এসব ঘটনায় জড়িত হয়েছেন, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
সার্বিক বিষয়ে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দখলের অভিযোগটি সঠিক নয়। যাঁরা টোল আদায়ের দায়িত্বে ছিলেন, তাঁদের সঙ্গে সমন্বয় করেই টোল আদায় করা হচ্ছে। আর আওয়ামী লীগের নেতারা পালিয়ে থাকায় টার্মিনাল পরিচালনা ব্যাহত হচ্ছে। তাই বিএনপির নেতারা টার্মিনালটি পরিচালনা করছেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক নেতা। ১৬ বছর ধরে তাঁদের দখলে থাকা অধিকাংশেরই নিয়ন্ত্রণ নেন বিএনপির নেতারা। অন্য অনেক এলাকার মতো জামালপুরেও ঘটেছে এ ঘটনা।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, হাসিনা সরকারের পতনের পর হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িয়ে পড়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দলটির জেলা শীর্ষ নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ বছর ধরে শহরের বাইপাস মোড় এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনালটির নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে। তাঁদের চাঁদাবাজি ও অত্যাচারে অতিষ্ঠ ছিলের বাসমালিক ও শ্রমিক ইউনিয়ন। আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ায় অনেকটাই স্বস্তি কাজ করে বাসমালিক ও সংশ্লিষ্টদের মধ্যে। ওই দিনই বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নেন বিএনপির নেতা-কর্মীরা। অভিযোগ উঠেছে, ৫ আগস্ট দুর্বৃত্তরা বাসস্ট্যান্ড এলাকার চারটি কাউন্টারে ভাঙচুর চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসমালিক জানান, সরকার পতন শেষে আবার বাস চলাচল শুরুর পর থেকেই আওয়ামী লীগের মতো চাঁদাবাজি শুরু করেন বিএনপির নেতারা। ১২ আগস্ট থেকে সব মিলিয়ে দৈনিক ১৫ হাজার টাকা চাঁদা তোলা হয় জিপির নামে।
নাম প্রকাশ না করার শর্তে এক বাসমালিক বলেন, ‘যে সরকারই আসুক বাসস্ট্যান্ডে সব সময় জিপির নামে চাঁদাবাজি করেন দলীয় নেতা-কর্মীরা। শেখ হাসিনার পতনের পর আমরা ভেবেছিলাম, এই জিপির হাত থেকে রক্ষা পাব। কিন্তু পরে দেখি যে, আওয়ামী লীগ যা করেছে, এখন বিএনপি তা-ই করছে। তাহলে পার্থক্য কী হলো? বিএনপিও চাঁদাবাজ—আওয়ামী লীগও চাঁদাবাজ।’
শুধু কেন্দ্রীয় বাস টার্মিনালই নয়, জামালপুর পৌর বাস টার্মিনাল নিয়ন্ত্রণে নিয়েছে জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সাদেকুর রহমান হীরার নেতৃত্বে একটি দল। তবে সেখানে কোনো চাঁদাবাজির খবর পাওয়া যায়নি। এ ছাড়া জামালপুর শহরসহ পুরো জেলায় সিএনজি স্ট্যান্ডগুলোর নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
সদরের শরিফপুর ইউনিয়নে বালুর ঘাট রয়েছে ৪টি। এখন প্রতিটি ঘাট থেকে দৈনিক ৫০ থেকে ৬০ হাজার টাকা টোল উত্তোলন করা হচ্ছে। অভিযোগ উঠেছে, এর অর্ধেক নিচ্ছেন দুই বিএনপির নেতা, বাকিটা ঘাটের ইজারাদার।
হাসিনার পদত্যাগের খবর শুনেই জামালপুরে মির্জা আজমসহ জেলার শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটপাট, হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া শহরের দেউড়পাড় এলাকায় মির্জা আজমের স্ত্রী আলেয়া আজমের নামে করা আলেয়া গার্ডেন লুটপাট ও ভাঙচুর করা হয়। অভিযোগ রয়েছে, এর নেতৃত্বে ছিলেন বিএনপির নেতারা। এ ছাড়া গরু, পুকুরের মাছ, অফিসের মালপত্র লুট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মীদের কোনো ধরনের হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ না করতে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ যাঁরা অমান্য করে এসব ঘটনায় জড়িত হয়েছেন, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
সার্বিক বিষয়ে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দখলের অভিযোগটি সঠিক নয়। যাঁরা টোল আদায়ের দায়িত্বে ছিলেন, তাঁদের সঙ্গে সমন্বয় করেই টোল আদায় করা হচ্ছে। আর আওয়ামী লীগের নেতারা পালিয়ে থাকায় টার্মিনাল পরিচালনা ব্যাহত হচ্ছে। তাই বিএনপির নেতারা টার্মিনালটি পরিচালনা করছেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫