নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করাই তাদের কাজ। যাঁরা অন্যের নিরাপত্তা নিয়ে কাজ করেন, সেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের কর্মকর্তারা কাজ করছেন জরাজীর্ণ পরিবেশে। প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে দেখা যায়, ভবনটির ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত প্রতিষ্ঠানটি ওই ভবন থেকে সরিয়ে না নিলে যেকোনো সময় ভেঙে পড়তে পারে ভবনটির ছাদের অংশবিশেষ।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ছাদ থেকে প্রায় সময় পলেস্তারা খসে পড়ে। তাই আমরা প্রতিনিয়ত ভয়ে থাকি, কখন ছাদ ভেঙে মাথায় পড়ে।’ তারা দ্রুত প্রতিষ্ঠানটির অফিস ওই ভবন থেকে সরিয়ে নেওয়া আরবান জানান।
শ্রম নীতি এবং শ্রম পরিদর্শন সম্পর্কিত ৮১ নম্বর আই এল ও কনভেনশন অনুযায়ী ১৯৭০ সালে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর নামে একটি স্বতন্ত্র পরিদপ্তর সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠার সময় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় বিভাগীয় শ্রম দপ্তরের অফিসে কার্যক্রম শুরু করে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর। এরপর ২০০৭ সাল পর্যন্ত ওই ভবনের তৃতীয় তলায় অফিস করতেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কিন্তু ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় ২০০৭ সালে ওই ভবনের পাশে শিপ ব্রেকিং ইয়ার্ড প্রজেক্টের জন্য তৈরি করা একটি ভবনে স্থানান্তরিত হন তারা। এরপর ২০১৪ সাল পর্যন্ত ওই ভবনে অফিস করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ২০১৬ সালে ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর এখন পুনরায় বিভাগীয় শ্রম দপ্তরের জরাজীর্ণ ওই ভবনে অফিস করা শুরু করেছেন প্রতিষ্ঠানটি কর্মকর্তারা।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে ছাদের নিচের অংশে তৈরি হয়েছে অসংখ্য ক্ষত। ওই ক্ষত দিয়ে ছাদের রড বেরিয়ে পড়েছে। দেয়ালগুলোর অবস্থাও নাজুক।
এ সম্পর্কে জানতে চাইলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত ঢাকায় আছেন জানিয়ে প্রতিষ্ঠানটির সহ-মহাপরিদর্শক শিপন চৌধুরীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানটি সহ-মহাপরিদর্শক শিপন চৌধুরী বলেন, ‘আমি ২০১৬ সালে এখানে আসি। আসার পর থেকে দেখছি শ্রম দপ্তরের এই ভবনেই আমাদের অফিস। ভবনটির এমন অবস্থা, দেখে মনে হয় এখনই ছাদ ধসে পড়বে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
শিপ ব্রেকিং ইয়ার্ড প্রজেক্টের ভবনটি পরিত্যক্ত ঘোষণা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভবনটি একটি প্রকল্পের অধীনে তৈরি করা হয়। বর্ষাকালে ওই ভবনটির নিচতলায় পানি উঠে যেতো। যে কারণে একপর্যায়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কর্মরত সহ-মহাপরিদর্শক (সেফটি) মিজানুর রহমান জনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন ভবন তৈরির একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ১৫ দিন আগে আমরা ভবন তৈরির জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করে এসেছি। এ সম্পর্কিত একটি প্রতিবেদন আমরা মন্ত্রণালয়ে দাখিল করেছি।’

কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করাই তাদের কাজ। যাঁরা অন্যের নিরাপত্তা নিয়ে কাজ করেন, সেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের কর্মকর্তারা কাজ করছেন জরাজীর্ণ পরিবেশে। প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে দেখা যায়, ভবনটির ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত প্রতিষ্ঠানটি ওই ভবন থেকে সরিয়ে না নিলে যেকোনো সময় ভেঙে পড়তে পারে ভবনটির ছাদের অংশবিশেষ।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ছাদ থেকে প্রায় সময় পলেস্তারা খসে পড়ে। তাই আমরা প্রতিনিয়ত ভয়ে থাকি, কখন ছাদ ভেঙে মাথায় পড়ে।’ তারা দ্রুত প্রতিষ্ঠানটির অফিস ওই ভবন থেকে সরিয়ে নেওয়া আরবান জানান।
শ্রম নীতি এবং শ্রম পরিদর্শন সম্পর্কিত ৮১ নম্বর আই এল ও কনভেনশন অনুযায়ী ১৯৭০ সালে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর নামে একটি স্বতন্ত্র পরিদপ্তর সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠার সময় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় বিভাগীয় শ্রম দপ্তরের অফিসে কার্যক্রম শুরু করে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর। এরপর ২০০৭ সাল পর্যন্ত ওই ভবনের তৃতীয় তলায় অফিস করতেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কিন্তু ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় ২০০৭ সালে ওই ভবনের পাশে শিপ ব্রেকিং ইয়ার্ড প্রজেক্টের জন্য তৈরি করা একটি ভবনে স্থানান্তরিত হন তারা। এরপর ২০১৪ সাল পর্যন্ত ওই ভবনে অফিস করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ২০১৬ সালে ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর এখন পুনরায় বিভাগীয় শ্রম দপ্তরের জরাজীর্ণ ওই ভবনে অফিস করা শুরু করেছেন প্রতিষ্ঠানটি কর্মকর্তারা।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে ছাদের নিচের অংশে তৈরি হয়েছে অসংখ্য ক্ষত। ওই ক্ষত দিয়ে ছাদের রড বেরিয়ে পড়েছে। দেয়ালগুলোর অবস্থাও নাজুক।
এ সম্পর্কে জানতে চাইলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত ঢাকায় আছেন জানিয়ে প্রতিষ্ঠানটির সহ-মহাপরিদর্শক শিপন চৌধুরীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানটি সহ-মহাপরিদর্শক শিপন চৌধুরী বলেন, ‘আমি ২০১৬ সালে এখানে আসি। আসার পর থেকে দেখছি শ্রম দপ্তরের এই ভবনেই আমাদের অফিস। ভবনটির এমন অবস্থা, দেখে মনে হয় এখনই ছাদ ধসে পড়বে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
শিপ ব্রেকিং ইয়ার্ড প্রজেক্টের ভবনটি পরিত্যক্ত ঘোষণা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভবনটি একটি প্রকল্পের অধীনে তৈরি করা হয়। বর্ষাকালে ওই ভবনটির নিচতলায় পানি উঠে যেতো। যে কারণে একপর্যায়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কর্মরত সহ-মহাপরিদর্শক (সেফটি) মিজানুর রহমান জনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন ভবন তৈরির একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ১৫ দিন আগে আমরা ভবন তৈরির জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করে এসেছি। এ সম্পর্কিত একটি প্রতিবেদন আমরা মন্ত্রণালয়ে দাখিল করেছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫