শাপলা খন্দকার, বগুড়া

শুধু শীতকালেই নয়, এখন থেকে সারা বছরই পাওয়া যাবে ধনেপাতা। খুব সহজে ধনে চাষ করে লাভবান হবেন কৃষকও। এমনটাই বলছেন বগুড়া মসলা গবেষণা কেন্দ্রের গবেষকেরা।
তাঁদের সাত বছরের গবেষণায় এসেছে সফলতা। এখন অল্প পরিশ্রমে, সামান্য যত্নেই উৎপাদন হবে খাবারে স্বাদবর্ধক মসলাজাতীয় এই ফসলটি। বাংলাদেশের ধনেপাতার চাহিদার কথা মাথায় রেখে ২০১৪ সালে কাজ শুরু করেন গবেষকেরা। কীভাবে দেশি এবং হাইব্রিডজাতের ধনে সারা বছর উৎপাদন করা সম্ভব, সেটা নিয়ে গবেষণা শুরু করেন তাঁরা। অনেক পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বছর তাঁরা শুনিয়েছেন সফলতার কথা।
গবেষকেরা উদ্ভাবন করেছেন বারি ধনে-৩ (প্রস্তাবিত) জাতের ধনেগাছ। এ বছর জুন নাগাদ বীজ প্রত্যয়ন সংস্থার অনুমোদন পেতে যাচ্ছে জাতটি। গবেষকেরা জানিয়েছেন, এই জাতের ধনে চাষে প্রতি শতকে এক মণ ধনেপাতা সংগ্রহ করা যাবে। ঋতুভেদে এক কেজি ধনেপাতার দাম হবে ২০-২৫০ টাকা পর্যন্ত। এই হিসাবে এক বিঘা জমি থেকে কৃষকের আয় হবে দেড় থেকে দুই লাখ টাকা।
গবেষকদের পরামর্শ, ফলন ভালো পেতে ধনেবীজ ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর ওই ভেজা ধনে কাপড় দিয়ে চেপে চার দিন রাখতে হবে। এতে ভেজা ধনে একই সঙ্গে কিছুটা তাপও পাবে। এরপর বীজের মুখ সামান্য ফেটে গেলে আগে থেকেই তৈরি করা জমিতে তিন সেন্টিমিটার গভীরে বীজ ছিটিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। ৪৫তম দিন থেকে সংগ্রহ করা যাবে ধনেপাতা। টানা ৬০ দিন পর্যন্ত পাতা পাওয়া যাবে। এরপর গাছে ফুল আসতে শুরু করবে। কৃষকেরা এই সময়ে ধনের বীজ সংগ্রহ করতে পারবেন। এরপর এই বীজ থেকে সারা বছরই চাষ করা যাবে ধনে। ধনেরগাছ অধিক তাপ ও জলাবদ্ধতা সহ্য করতে পারে না। তাই বর্ষা মৌসুমে পলিথিনের ছাউনি এবং গ্রীষ্মকালে নেটের শেড দিতে পারলেই গাছ নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে না।
সাধারণত ধনে উৎপাদন করতে প্রতি বিঘায় কৃষকের খরচ হবে ২০-২৫ হাজার টাকা। আর বর্ষাকালে পলিথিনের শেড এবং গ্রীষ্মকালে নেট দিতে গেলে খরচ হবে দ্বিগুণ। সেক্ষেত্রে প্রতি বিঘায় খরচ পড়বে ৪০-৪৫ হাজার টাকা।
শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সুজা বলেন, ‘দেশে ধনেপাতার ব্যাপক চাহিদা থাকায় আমরা সারা বছর ধনে উৎপাদনের বিষয়টি নিয়ে গবেষণা শুরু করি ২০১৪ সালে। সম্প্রতি গবেষণায় সফল হয়েছি। এখন আর হাইব্রিড জাতের ধনের ওপর নির্ভর করতে হবে না। দেশি জাতের ধনের উৎপাদন করা যাবে সারা বছর। আমরা ধনের একটা জাতও উদ্ভাবন করেছি। চলতি বছরের জুন মাসেই প্রস্তাবিত বারি ধনে-৩ জাতের অনুমোদন পাবে বলে আশা করছি।’
ইতিমধ্যে সারা বছর ধনে চাষের জন্য ভারত, ইতালি, অস্ট্রেলিয়া থেকে আসা হাইব্রিড জাতের বীজ সংগ্রহ করে চাষ করে আসছিলেন বগুড়া, নাটোর, পাবনা, যশোর অঞ্চলের কৃষক।
শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত দেশি ধনের জাতটি এখন কৃষকদের নতুন আশা দেখাচ্ছে।
বগুড়ার শাহজাহানপুর উপজেলার ধনেচাষি হাসমত উল্লাহ বলেন, ‘শীতকালের চাইতে অন্যান্য মৌসুমে ধনে চাষ করা বেশি লাভজনক। হাইব্রিড ধনেপাতা খুব বেশি পছন্দ করে না মানুষ। দেশি জাতের চাহিদা ব্যাপক। এই ধনে চাষে আমরা অনেক বেশি লাভবান হব।’

শুধু শীতকালেই নয়, এখন থেকে সারা বছরই পাওয়া যাবে ধনেপাতা। খুব সহজে ধনে চাষ করে লাভবান হবেন কৃষকও। এমনটাই বলছেন বগুড়া মসলা গবেষণা কেন্দ্রের গবেষকেরা।
তাঁদের সাত বছরের গবেষণায় এসেছে সফলতা। এখন অল্প পরিশ্রমে, সামান্য যত্নেই উৎপাদন হবে খাবারে স্বাদবর্ধক মসলাজাতীয় এই ফসলটি। বাংলাদেশের ধনেপাতার চাহিদার কথা মাথায় রেখে ২০১৪ সালে কাজ শুরু করেন গবেষকেরা। কীভাবে দেশি এবং হাইব্রিডজাতের ধনে সারা বছর উৎপাদন করা সম্ভব, সেটা নিয়ে গবেষণা শুরু করেন তাঁরা। অনেক পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বছর তাঁরা শুনিয়েছেন সফলতার কথা।
গবেষকেরা উদ্ভাবন করেছেন বারি ধনে-৩ (প্রস্তাবিত) জাতের ধনেগাছ। এ বছর জুন নাগাদ বীজ প্রত্যয়ন সংস্থার অনুমোদন পেতে যাচ্ছে জাতটি। গবেষকেরা জানিয়েছেন, এই জাতের ধনে চাষে প্রতি শতকে এক মণ ধনেপাতা সংগ্রহ করা যাবে। ঋতুভেদে এক কেজি ধনেপাতার দাম হবে ২০-২৫০ টাকা পর্যন্ত। এই হিসাবে এক বিঘা জমি থেকে কৃষকের আয় হবে দেড় থেকে দুই লাখ টাকা।
গবেষকদের পরামর্শ, ফলন ভালো পেতে ধনেবীজ ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর ওই ভেজা ধনে কাপড় দিয়ে চেপে চার দিন রাখতে হবে। এতে ভেজা ধনে একই সঙ্গে কিছুটা তাপও পাবে। এরপর বীজের মুখ সামান্য ফেটে গেলে আগে থেকেই তৈরি করা জমিতে তিন সেন্টিমিটার গভীরে বীজ ছিটিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। ৪৫তম দিন থেকে সংগ্রহ করা যাবে ধনেপাতা। টানা ৬০ দিন পর্যন্ত পাতা পাওয়া যাবে। এরপর গাছে ফুল আসতে শুরু করবে। কৃষকেরা এই সময়ে ধনের বীজ সংগ্রহ করতে পারবেন। এরপর এই বীজ থেকে সারা বছরই চাষ করা যাবে ধনে। ধনেরগাছ অধিক তাপ ও জলাবদ্ধতা সহ্য করতে পারে না। তাই বর্ষা মৌসুমে পলিথিনের ছাউনি এবং গ্রীষ্মকালে নেটের শেড দিতে পারলেই গাছ নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে না।
সাধারণত ধনে উৎপাদন করতে প্রতি বিঘায় কৃষকের খরচ হবে ২০-২৫ হাজার টাকা। আর বর্ষাকালে পলিথিনের শেড এবং গ্রীষ্মকালে নেট দিতে গেলে খরচ হবে দ্বিগুণ। সেক্ষেত্রে প্রতি বিঘায় খরচ পড়বে ৪০-৪৫ হাজার টাকা।
শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সুজা বলেন, ‘দেশে ধনেপাতার ব্যাপক চাহিদা থাকায় আমরা সারা বছর ধনে উৎপাদনের বিষয়টি নিয়ে গবেষণা শুরু করি ২০১৪ সালে। সম্প্রতি গবেষণায় সফল হয়েছি। এখন আর হাইব্রিড জাতের ধনের ওপর নির্ভর করতে হবে না। দেশি জাতের ধনের উৎপাদন করা যাবে সারা বছর। আমরা ধনের একটা জাতও উদ্ভাবন করেছি। চলতি বছরের জুন মাসেই প্রস্তাবিত বারি ধনে-৩ জাতের অনুমোদন পাবে বলে আশা করছি।’
ইতিমধ্যে সারা বছর ধনে চাষের জন্য ভারত, ইতালি, অস্ট্রেলিয়া থেকে আসা হাইব্রিড জাতের বীজ সংগ্রহ করে চাষ করে আসছিলেন বগুড়া, নাটোর, পাবনা, যশোর অঞ্চলের কৃষক।
শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত দেশি ধনের জাতটি এখন কৃষকদের নতুন আশা দেখাচ্ছে।
বগুড়ার শাহজাহানপুর উপজেলার ধনেচাষি হাসমত উল্লাহ বলেন, ‘শীতকালের চাইতে অন্যান্য মৌসুমে ধনে চাষ করা বেশি লাভজনক। হাইব্রিড ধনেপাতা খুব বেশি পছন্দ করে না মানুষ। দেশি জাতের চাহিদা ব্যাপক। এই ধনে চাষে আমরা অনেক বেশি লাভবান হব।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫