বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০১৭ সালে প্রচার হয়েছিল জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটক ‘বড় ছেলে’। প্রচারের পর ইউটিউবে আলোড়ন তোলে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটকটি। ভিউর সংখ্যা বিবেচনায় ১ নম্বরে উঠে আসে বড় ছেলে। ইউটিউবে এখন পর্যন্ত এই নাটকের ভিউ সংখ্যা ৫ কোটি ৪১ লাখের বেশি। এবার বড় ছেলের রেকর্ড ভেঙে দিল নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’।
মাত্র ১১ মাসেই ভিউয়ের দিক দিয়ে বড় ছেলেকে ছাড়িয়ে গেছে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি জুটির শ্বশুরবাড়িতে ঈদ। গত বছর প্রকাশ পাওয়া মহিন খান পরিচালিত নাটকটি এখন পর্যন্ত ইউটিউবে দেখা হয়েছে ৫ কোটি ৪৪ লাখের বেশি। এমন অর্জনে খুশি অভিনেতা নিলয় আলমগীর। তিনি বলেন, ‘আমরা তো কষ্ট করে কাজ করি, যাতে মানুষ দেখে। নাটক বেশি মানুষ দেখলে ভালো লাগে, ভিউজ বেশি হলে ভালো লাগে। অনেকের আবার ভিউজ নিয়ে সমস্যা। বলে, ভিউই সব না, ভিউ নাটকের মানদণ্ড না। কিন্তু তার নাটকের যখন ভিউজ হয় সে খুশি মনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। তবে এটা খুশির ব্যাপার যে, আমার নাটক এত মানুষ দেখেছে।’
শ্বশুরবাড়িতে ঈদ নাটকের এমন অর্জনের পর অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন নিলয়কে। অনেকেই বলছেন, অপূর্বকে ছাড়িয়ে গেলেন নিলয়। কিন্তু এমন মন্তব্য মানতে পারছেন না নিলয়, উল্টো বিব্রত হচ্ছেন বলে জানালেন। নিলয় বলেন, ‘আমি অপূর্ব ভাইয়ের অনেক বড় ভক্ত। অপূর্ব ভাইকে ছাড়িয়ে গেলেন নিলয়—এই কথাটা শুনতে ভালো লাগে না। কারণ অপূর্ব ভাইয়ের সঙ্গে কখনোই আমার তুলনা চলে না। উনি আমার অনেক সিনিয়র। আমার চেয়েও ভালো অভিনয় করেন। তাঁর অভিনীত বড় ছেলে খুব সুন্দর একটা নাটক। আমার মনে হয়েছে, অপূর্ব ভাইয়ের নাটকটা আমার নাটকের চেয়ে বেশি ভালো, বেশি সুন্দর।’
শ্বশুরবাড়িতে ঈদ উদ্যাপনকে ঘিরে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে নাটকটি। শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই। কৃপণ শ্বশুর জাকাত, ফিতরা দিতে না চাইলে এসব নিয়ে সোচ্চার হয়ে ওঠে জামাই। হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে নানা ধরনের বার্তা দেওয়া হয়েছে দর্শকদের।
২০১৭ সালে প্রচার হয়েছিল জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটক ‘বড় ছেলে’। প্রচারের পর ইউটিউবে আলোড়ন তোলে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নাটকটি। ভিউর সংখ্যা বিবেচনায় ১ নম্বরে উঠে আসে বড় ছেলে। ইউটিউবে এখন পর্যন্ত এই নাটকের ভিউ সংখ্যা ৫ কোটি ৪১ লাখের বেশি। এবার বড় ছেলের রেকর্ড ভেঙে দিল নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’।
মাত্র ১১ মাসেই ভিউয়ের দিক দিয়ে বড় ছেলেকে ছাড়িয়ে গেছে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি জুটির শ্বশুরবাড়িতে ঈদ। গত বছর প্রকাশ পাওয়া মহিন খান পরিচালিত নাটকটি এখন পর্যন্ত ইউটিউবে দেখা হয়েছে ৫ কোটি ৪৪ লাখের বেশি। এমন অর্জনে খুশি অভিনেতা নিলয় আলমগীর। তিনি বলেন, ‘আমরা তো কষ্ট করে কাজ করি, যাতে মানুষ দেখে। নাটক বেশি মানুষ দেখলে ভালো লাগে, ভিউজ বেশি হলে ভালো লাগে। অনেকের আবার ভিউজ নিয়ে সমস্যা। বলে, ভিউই সব না, ভিউ নাটকের মানদণ্ড না। কিন্তু তার নাটকের যখন ভিউজ হয় সে খুশি মনে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। তবে এটা খুশির ব্যাপার যে, আমার নাটক এত মানুষ দেখেছে।’
শ্বশুরবাড়িতে ঈদ নাটকের এমন অর্জনের পর অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন নিলয়কে। অনেকেই বলছেন, অপূর্বকে ছাড়িয়ে গেলেন নিলয়। কিন্তু এমন মন্তব্য মানতে পারছেন না নিলয়, উল্টো বিব্রত হচ্ছেন বলে জানালেন। নিলয় বলেন, ‘আমি অপূর্ব ভাইয়ের অনেক বড় ভক্ত। অপূর্ব ভাইকে ছাড়িয়ে গেলেন নিলয়—এই কথাটা শুনতে ভালো লাগে না। কারণ অপূর্ব ভাইয়ের সঙ্গে কখনোই আমার তুলনা চলে না। উনি আমার অনেক সিনিয়র। আমার চেয়েও ভালো অভিনয় করেন। তাঁর অভিনীত বড় ছেলে খুব সুন্দর একটা নাটক। আমার মনে হয়েছে, অপূর্ব ভাইয়ের নাটকটা আমার নাটকের চেয়ে বেশি ভালো, বেশি সুন্দর।’
শ্বশুরবাড়িতে ঈদ উদ্যাপনকে ঘিরে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে নাটকটি। শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই। কৃপণ শ্বশুর জাকাত, ফিতরা দিতে না চাইলে এসব নিয়ে সোচ্চার হয়ে ওঠে জামাই। হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে নানা ধরনের বার্তা দেওয়া হয়েছে দর্শকদের।
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
৩ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
৩ ঘণ্টা আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
৩ ঘণ্টা আগে