বিনোদন প্রতিবেদক, ঢাকা

২৮ জুন সংগীতজ্ঞ ফেরদৌসী রহমানের ৮৪তম জন্মদিন। এ উপলক্ষে তাঁকে ঘিরে বিশেষ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই। দুপুর ১২টা ১০ মিনিটে বিশেষ ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফেরদৌসী রহমান। তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
তারকা কথন অনুষ্ঠানে শিল্পী ফেরদৌসী রহমান বলবেন তাঁর জীবনের বলা-না বলা অনেক কথা। বিটিভির প্রতিষ্ঠালগ্নে তাঁর হাত ধরেই শুরু হয় গানের অনুষ্ঠান ‘এসো গান শিখি’। ব্যাপক জনপ্রিয় হয়েছিল বিটিভির এই অনুষ্ঠান। শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তারকা কথনে উপস্থিত থাকবেন এসো গান শিখি অনুষ্ঠানের প্রিয় দুই পাপেট মুখ মিঠু ও মন্টি। সঙ্গে থাকবেন একদল নতুন প্রজন্মের শিশু। এ ছাড়া ফেরদৌসী রহমানকে শুভেচ্ছা জানাবেন ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের প্রযোজক মেনোকা হাসান এবং এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। বিশেষ তারকা কথন উপস্থাপনা করবেন সানজিদা। প্রযোজনা করবেন অনন্যা রুমা।
শিল্পী ফেরদৌসী রহমানের জন্ম ১৯৪১ সালের ২৮ জুন ভারতের কোচবিহারে।
সংগীতপরিবারে জন্ম তাঁর। কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীনের মেয় তিনি। ফেরদৌসী রহমানের বড় ভাই (সাবেক প্রধান বিচারপতি) মেস্তফা কামাল। আরেক ভাই খ্যাতিমান সংগীত ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। এই পরিবারের অন্য সদস্যরাও ধারাবাহিকভাবে বাংলাদেশের সংগীতকে ধারণ করেছেন। ছোটবেলায় বাবার কাছেই গানের হাতে খড়ি হয় ফেরদৌসী রহমানের। পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমুখ সংগীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন।

অল্প বয়স থেকেই তিনি মঞ্চে পারফরম্যান্স শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন। ১৯৪৮ সালে তিনি প্রথম রেডিওতে গান করেন। ১৯৫৬ সালে প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন। ১৯৫৭ সালে তিনি প্রথম গান রেকর্ড করেন এইচএমভি থেকে। ১৯৬০ সালে ‘আসিয়া’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন ফেরদৌসী রহমান। তার প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা প্রায় ২৫০। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি। ২৭ ডিসেম্বর গান শেখার অনুষ্ঠান ‘এসো গান শিখি’ শুরু করেন ফেরদৌসী রহমান।

২৮ জুন সংগীতজ্ঞ ফেরদৌসী রহমানের ৮৪তম জন্মদিন। এ উপলক্ষে তাঁকে ঘিরে বিশেষ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই। দুপুর ১২টা ১০ মিনিটে বিশেষ ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফেরদৌসী রহমান। তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
তারকা কথন অনুষ্ঠানে শিল্পী ফেরদৌসী রহমান বলবেন তাঁর জীবনের বলা-না বলা অনেক কথা। বিটিভির প্রতিষ্ঠালগ্নে তাঁর হাত ধরেই শুরু হয় গানের অনুষ্ঠান ‘এসো গান শিখি’। ব্যাপক জনপ্রিয় হয়েছিল বিটিভির এই অনুষ্ঠান। শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তারকা কথনে উপস্থিত থাকবেন এসো গান শিখি অনুষ্ঠানের প্রিয় দুই পাপেট মুখ মিঠু ও মন্টি। সঙ্গে থাকবেন একদল নতুন প্রজন্মের শিশু। এ ছাড়া ফেরদৌসী রহমানকে শুভেচ্ছা জানাবেন ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের প্রযোজক মেনোকা হাসান এবং এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। বিশেষ তারকা কথন উপস্থাপনা করবেন সানজিদা। প্রযোজনা করবেন অনন্যা রুমা।
শিল্পী ফেরদৌসী রহমানের জন্ম ১৯৪১ সালের ২৮ জুন ভারতের কোচবিহারে।
সংগীতপরিবারে জন্ম তাঁর। কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীনের মেয় তিনি। ফেরদৌসী রহমানের বড় ভাই (সাবেক প্রধান বিচারপতি) মেস্তফা কামাল। আরেক ভাই খ্যাতিমান সংগীত ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। এই পরিবারের অন্য সদস্যরাও ধারাবাহিকভাবে বাংলাদেশের সংগীতকে ধারণ করেছেন। ছোটবেলায় বাবার কাছেই গানের হাতে খড়ি হয় ফেরদৌসী রহমানের। পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমুখ সংগীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন।

অল্প বয়স থেকেই তিনি মঞ্চে পারফরম্যান্স শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন। ১৯৪৮ সালে তিনি প্রথম রেডিওতে গান করেন। ১৯৫৬ সালে প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন। ১৯৫৭ সালে তিনি প্রথম গান রেকর্ড করেন এইচএমভি থেকে। ১৯৬০ সালে ‘আসিয়া’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন ফেরদৌসী রহমান। তার প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা প্রায় ২৫০। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি। ২৭ ডিসেম্বর গান শেখার অনুষ্ঠান ‘এসো গান শিখি’ শুরু করেন ফেরদৌসী রহমান।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১৭ মিনিট আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
২১ মিনিট আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
২৩ মিনিট আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
২৬ মিনিট আগে