বিনোদন প্রতিবেদক

ঢাকা: মফস্বল শহরের এক ক্রিকেটারের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ম্যাচ উইনার’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি উত্তরা, পুরান ঢাকা, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও এর আশপাশ এলাকায় ছবিটির শুটিং শেষ হয়েছে।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তাঁর বিপরীতে রয়েছেন নাজিবা বাশার ও নিশাত প্রিয়ম। একজন ক্রিকেটার গ্রাম থেকে ঢাকায় এসে তারকা হয়ে যায়। তারকা হওয়ার পথে তাকে যে বাধার পথ পাড়ি দিতে হয়, তা দেখানো হয়েছে সিরিজটিতে।
এতে অভিনয় প্রসঙ্গে নাজিবা বাশার বলেন, ‘এখানে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রেম দেখানো হয়। আমি তাকে প্রেমের ফাঁদে ফেলি। আশা করছি শহুরে প্রেমিকা ‘‘তানিয়া’’ চরিত্র দর্শকের পছন্দ হবে।’
নির্মাতা আবু হায়াত বলেন, নাটকটি ক্রিকেট খেলা নিয়ে তৈরি হয়েছে। এর সঙ্গে রয়েছে পারিবারিক, সামাজিক ও আনুষঙ্গিক বিষয়। ‘ম্যাচ উইনার’ ওয়েব সিরিজটি গতানুগতিক গল্প থেকে ভিন্ন স্বাদের। আর ঢাকার বাইরে মনোরম কিছু লোকেশনে শুটিং হয়েছে। প্রত্যেক অভিনয়শিল্পী তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। ক্রিকেট খেলার সঙ্গে জীবনকে সুন্দর করে ফুটিয়ে তুলতে গল্পে ও সংলাপে ভিন্নতা আনা হয়েছে। দর্শকদের ভালো লাগবে। এটি এনটিভি অনলাইন ওটিটির জন্য নির্মিত। এই ওয়েব সিরিজটি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা।
ইয়াশ রোহান বলেন, ভালো গল্পে ওয়েব সিরিজ আমাকে সবসময়ই টানে। এর গল্পটা তেমনই। এতে আমাকে দেখা যাবে রাকিবুল চরিত্রে। গল্প ও চরিত্র মিলে আশা করছি ওয়েব সিরিজটি দর্শকদের ভালো লাগবে।
এতে আরও অভিনয় করেছেন হিন্দোল রয়, সুজাত শিমুল, মিলি বাশার, নরেশ ভূঁইয়া।

ঢাকা: মফস্বল শহরের এক ক্রিকেটারের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ম্যাচ উইনার’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি উত্তরা, পুরান ঢাকা, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও এর আশপাশ এলাকায় ছবিটির শুটিং শেষ হয়েছে।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তাঁর বিপরীতে রয়েছেন নাজিবা বাশার ও নিশাত প্রিয়ম। একজন ক্রিকেটার গ্রাম থেকে ঢাকায় এসে তারকা হয়ে যায়। তারকা হওয়ার পথে তাকে যে বাধার পথ পাড়ি দিতে হয়, তা দেখানো হয়েছে সিরিজটিতে।
এতে অভিনয় প্রসঙ্গে নাজিবা বাশার বলেন, ‘এখানে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রেম দেখানো হয়। আমি তাকে প্রেমের ফাঁদে ফেলি। আশা করছি শহুরে প্রেমিকা ‘‘তানিয়া’’ চরিত্র দর্শকের পছন্দ হবে।’
নির্মাতা আবু হায়াত বলেন, নাটকটি ক্রিকেট খেলা নিয়ে তৈরি হয়েছে। এর সঙ্গে রয়েছে পারিবারিক, সামাজিক ও আনুষঙ্গিক বিষয়। ‘ম্যাচ উইনার’ ওয়েব সিরিজটি গতানুগতিক গল্প থেকে ভিন্ন স্বাদের। আর ঢাকার বাইরে মনোরম কিছু লোকেশনে শুটিং হয়েছে। প্রত্যেক অভিনয়শিল্পী তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। ক্রিকেট খেলার সঙ্গে জীবনকে সুন্দর করে ফুটিয়ে তুলতে গল্পে ও সংলাপে ভিন্নতা আনা হয়েছে। দর্শকদের ভালো লাগবে। এটি এনটিভি অনলাইন ওটিটির জন্য নির্মিত। এই ওয়েব সিরিজটি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা।
ইয়াশ রোহান বলেন, ভালো গল্পে ওয়েব সিরিজ আমাকে সবসময়ই টানে। এর গল্পটা তেমনই। এতে আমাকে দেখা যাবে রাকিবুল চরিত্রে। গল্প ও চরিত্র মিলে আশা করছি ওয়েব সিরিজটি দর্শকদের ভালো লাগবে।
এতে আরও অভিনয় করেছেন হিন্দোল রয়, সুজাত শিমুল, মিলি বাশার, নরেশ ভূঁইয়া।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৫ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে