বিনোদন প্রতিবেদক

ঢাকা: মফস্বল শহরের এক ক্রিকেটারের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ম্যাচ উইনার’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি উত্তরা, পুরান ঢাকা, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও এর আশপাশ এলাকায় ছবিটির শুটিং শেষ হয়েছে।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তাঁর বিপরীতে রয়েছেন নাজিবা বাশার ও নিশাত প্রিয়ম। একজন ক্রিকেটার গ্রাম থেকে ঢাকায় এসে তারকা হয়ে যায়। তারকা হওয়ার পথে তাকে যে বাধার পথ পাড়ি দিতে হয়, তা দেখানো হয়েছে সিরিজটিতে।
এতে অভিনয় প্রসঙ্গে নাজিবা বাশার বলেন, ‘এখানে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রেম দেখানো হয়। আমি তাকে প্রেমের ফাঁদে ফেলি। আশা করছি শহুরে প্রেমিকা ‘‘তানিয়া’’ চরিত্র দর্শকের পছন্দ হবে।’
নির্মাতা আবু হায়াত বলেন, নাটকটি ক্রিকেট খেলা নিয়ে তৈরি হয়েছে। এর সঙ্গে রয়েছে পারিবারিক, সামাজিক ও আনুষঙ্গিক বিষয়। ‘ম্যাচ উইনার’ ওয়েব সিরিজটি গতানুগতিক গল্প থেকে ভিন্ন স্বাদের। আর ঢাকার বাইরে মনোরম কিছু লোকেশনে শুটিং হয়েছে। প্রত্যেক অভিনয়শিল্পী তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। ক্রিকেট খেলার সঙ্গে জীবনকে সুন্দর করে ফুটিয়ে তুলতে গল্পে ও সংলাপে ভিন্নতা আনা হয়েছে। দর্শকদের ভালো লাগবে। এটি এনটিভি অনলাইন ওটিটির জন্য নির্মিত। এই ওয়েব সিরিজটি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা।
ইয়াশ রোহান বলেন, ভালো গল্পে ওয়েব সিরিজ আমাকে সবসময়ই টানে। এর গল্পটা তেমনই। এতে আমাকে দেখা যাবে রাকিবুল চরিত্রে। গল্প ও চরিত্র মিলে আশা করছি ওয়েব সিরিজটি দর্শকদের ভালো লাগবে।
এতে আরও অভিনয় করেছেন হিন্দোল রয়, সুজাত শিমুল, মিলি বাশার, নরেশ ভূঁইয়া।

ঢাকা: মফস্বল শহরের এক ক্রিকেটারের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ম্যাচ উইনার’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি উত্তরা, পুরান ঢাকা, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও এর আশপাশ এলাকায় ছবিটির শুটিং শেষ হয়েছে।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তাঁর বিপরীতে রয়েছেন নাজিবা বাশার ও নিশাত প্রিয়ম। একজন ক্রিকেটার গ্রাম থেকে ঢাকায় এসে তারকা হয়ে যায়। তারকা হওয়ার পথে তাকে যে বাধার পথ পাড়ি দিতে হয়, তা দেখানো হয়েছে সিরিজটিতে।
এতে অভিনয় প্রসঙ্গে নাজিবা বাশার বলেন, ‘এখানে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রেম দেখানো হয়। আমি তাকে প্রেমের ফাঁদে ফেলি। আশা করছি শহুরে প্রেমিকা ‘‘তানিয়া’’ চরিত্র দর্শকের পছন্দ হবে।’
নির্মাতা আবু হায়াত বলেন, নাটকটি ক্রিকেট খেলা নিয়ে তৈরি হয়েছে। এর সঙ্গে রয়েছে পারিবারিক, সামাজিক ও আনুষঙ্গিক বিষয়। ‘ম্যাচ উইনার’ ওয়েব সিরিজটি গতানুগতিক গল্প থেকে ভিন্ন স্বাদের। আর ঢাকার বাইরে মনোরম কিছু লোকেশনে শুটিং হয়েছে। প্রত্যেক অভিনয়শিল্পী তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। ক্রিকেট খেলার সঙ্গে জীবনকে সুন্দর করে ফুটিয়ে তুলতে গল্পে ও সংলাপে ভিন্নতা আনা হয়েছে। দর্শকদের ভালো লাগবে। এটি এনটিভি অনলাইন ওটিটির জন্য নির্মিত। এই ওয়েব সিরিজটি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা।
ইয়াশ রোহান বলেন, ভালো গল্পে ওয়েব সিরিজ আমাকে সবসময়ই টানে। এর গল্পটা তেমনই। এতে আমাকে দেখা যাবে রাকিবুল চরিত্রে। গল্প ও চরিত্র মিলে আশা করছি ওয়েব সিরিজটি দর্শকদের ভালো লাগবে।
এতে আরও অভিনয় করেছেন হিন্দোল রয়, সুজাত শিমুল, মিলি বাশার, নরেশ ভূঁইয়া।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৬ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৭ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৭ ঘণ্টা আগে