মীর রাকিব হাসান, ঢাকা

গত ঈদে করোনার কারণে ফারিণের কাজের সংখ্যা কম ছিল। এর মধ্যে লম্বা সময় ধরে শুটিং করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। প্রায় মাসখানেক হলো প্রচার শুরু হয়েছে সিরিজটির। এখনো প্রশংসা পাচ্ছেন। এর জন্য কষ্টটাও কম করতে হয়নি। সাবিলা চরিত্রটির জন্য যেমন ওজন বাড়াতে হয়েছে, চরিত্রটি নিজের মাঝে ধারণ করতে বেশ বেগ পেতে হয়েছে। কারণ, এই চরিত্রের কোনো কিছুই ফারিণের জীবনে ঘটেনি। ফারিণ বললেন, ‘শুটিং শুরুর ১০ দিন আগে বাসা থেকে প্রতিদিন লোকেশন ভিজিট করতে যেতাম। চরিত্রটা বোঝার জন্যই বাসে যাতায়াত করেছি। কবিতা পড়েছি, ছাদে হেঁটেছি। সিরিজটি করার সময় আমি পুরোপুরি সাবিলা হয়ে ওঠার চেষ্টা করেছি।’
শুটিং অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ফারিণ বলেন, ‘সত্যি বলতে, আমার কখনো মনে হয়নি যে আমি এত বড় একজন পরিচালকের সঙ্গে কাজ করছি। তবে একটা বিষয় খেয়াল করেছি, সরয়ার ভাই সব সময় অভিনয়শিল্পীর ভেতরটা দেখতে চান। মানে, চরিত্রটা বা দৃশ্যটা করার আগে তার ভেতরটা কতটা পরিবর্তন হয়েছে, তা তাঁর কাছে বেশ গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে, তিনি আমাকে একটা সাইকেলে উঠিয়ে পেছন থেকে ধাক্কা দিয়েছেন, গাইড করেছেন। একসময় উনি ধাক্কা বন্ধ করলেও আমি সাইকেল চালিয়েছি। ভরসার এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ।’
এখন খানিকটা অবসরে তাসনিয়া ফারিণের। ঈদের আমেজে নিজের অভিনীত নাটক দেখছেন। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এবার ঈদে ২১টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি। বেশির ভাগ নাটক প্রচার হয়ে গেছে। প্রশংসা পেয়ে খুদে বার্তাও পাচ্ছেন তিনি।
সব সময় তো রোমান্টিক কিংবা রোমান্টিক-কমেডি নাটক করা হয়। তবে এবার পারিবারিক আবহের গল্প রয়েছে, সে রকম কাজকেই প্রাধান্য দিয়েছেন ফারিণ। তিনি বলেন, ‘রোমান্টিক কিংবা কমেডি গল্পেও কিছু করেছি। চেষ্টা করেছি সব ধরনের কাজের সঙ্গে থাকতে।’
ক্যারিয়ারের বয়স বাড়ছে, সঙ্গে বাড়ছে অভিনয়ের ম্যাচিউরিটিও। এই সময়ে এসে আরও সচেতনভাবে কাজ করতে চান ফারিণ। অতি সাবধানী পয়ে এগোতে চান সামনে।

গত ঈদে করোনার কারণে ফারিণের কাজের সংখ্যা কম ছিল। এর মধ্যে লম্বা সময় ধরে শুটিং করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। প্রায় মাসখানেক হলো প্রচার শুরু হয়েছে সিরিজটির। এখনো প্রশংসা পাচ্ছেন। এর জন্য কষ্টটাও কম করতে হয়নি। সাবিলা চরিত্রটির জন্য যেমন ওজন বাড়াতে হয়েছে, চরিত্রটি নিজের মাঝে ধারণ করতে বেশ বেগ পেতে হয়েছে। কারণ, এই চরিত্রের কোনো কিছুই ফারিণের জীবনে ঘটেনি। ফারিণ বললেন, ‘শুটিং শুরুর ১০ দিন আগে বাসা থেকে প্রতিদিন লোকেশন ভিজিট করতে যেতাম। চরিত্রটা বোঝার জন্যই বাসে যাতায়াত করেছি। কবিতা পড়েছি, ছাদে হেঁটেছি। সিরিজটি করার সময় আমি পুরোপুরি সাবিলা হয়ে ওঠার চেষ্টা করেছি।’
শুটিং অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ফারিণ বলেন, ‘সত্যি বলতে, আমার কখনো মনে হয়নি যে আমি এত বড় একজন পরিচালকের সঙ্গে কাজ করছি। তবে একটা বিষয় খেয়াল করেছি, সরয়ার ভাই সব সময় অভিনয়শিল্পীর ভেতরটা দেখতে চান। মানে, চরিত্রটা বা দৃশ্যটা করার আগে তার ভেতরটা কতটা পরিবর্তন হয়েছে, তা তাঁর কাছে বেশ গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে, তিনি আমাকে একটা সাইকেলে উঠিয়ে পেছন থেকে ধাক্কা দিয়েছেন, গাইড করেছেন। একসময় উনি ধাক্কা বন্ধ করলেও আমি সাইকেল চালিয়েছি। ভরসার এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ।’
এখন খানিকটা অবসরে তাসনিয়া ফারিণের। ঈদের আমেজে নিজের অভিনীত নাটক দেখছেন। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এবার ঈদে ২১টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি। বেশির ভাগ নাটক প্রচার হয়ে গেছে। প্রশংসা পেয়ে খুদে বার্তাও পাচ্ছেন তিনি।
সব সময় তো রোমান্টিক কিংবা রোমান্টিক-কমেডি নাটক করা হয়। তবে এবার পারিবারিক আবহের গল্প রয়েছে, সে রকম কাজকেই প্রাধান্য দিয়েছেন ফারিণ। তিনি বলেন, ‘রোমান্টিক কিংবা কমেডি গল্পেও কিছু করেছি। চেষ্টা করেছি সব ধরনের কাজের সঙ্গে থাকতে।’
ক্যারিয়ারের বয়স বাড়ছে, সঙ্গে বাড়ছে অভিনয়ের ম্যাচিউরিটিও। এই সময়ে এসে আরও সচেতনভাবে কাজ করতে চান ফারিণ। অতি সাবধানী পয়ে এগোতে চান সামনে।

তিনি জানান, কান চলচ্চিত্র উৎসবে সমুদ্রসৈকতে দর্শকেরা চলচ্চিত্র উপভোগ করেন। এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকেরা। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
১২ ঘণ্টা আগে
বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়...
১ দিন আগে
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায়। নাম ‘শায়েস্তা খাঁর পরী’। এটি দলের ২১তম প্রযোজনা। ১৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
১ দিন আগে
বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
১ দিন আগে