Ajker Patrika

হরেক রঙের ঈদ

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৭ মে ২০২১, ১১: ৫৮
হরেক রঙের ঈদ

ঢাকা: ঈদ উপলক্ষে জমে উঠেছে নাটকপাড়া, চলছে নাটক কেনাবেচার হিড়িক। টিভি চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল– সবাই প্রতিযোগিতায় নেমে পড়েছে, অন্যদিকে লকডাউনের মধ্যেও নির্মাতা, অভিনয়শিল্পীরাও ব্যস্ত সময় পার করছেন। কারণ, এই ঈদের সময় তাঁদের কদর বেড়ে যায় বহুগুণ। বিভিন্নজন বিভিন্ন নামে নাটক বের করে আকৃষ্ট করার চেষ্টা করছেন, যার কারণে এবার কিছু উদ্ভট নাটকের নাম লক্ষ করা গেছে। নাটকের নাম নিয়ে ইতিমধ্যেই ঘটে গেছে এক আলোচিত ঘটনা। কারণ, নির্মাতা যে নামে নাটক বানিয়েছেন, টিভি চ্যানেল নাম বিকৃতি করে চালাচ্ছে। এতে মনঃক্ষুণ্ন হয়েছেন দর্শকেরা। পরিচালক অবশ্য তাঁর জবাব দিয়েছেন।

তিশা-অপূর্ব। ছবি: ফেসবুকবহু বছর পর একসঙ্গে কাজ করছেন শিহাব শাহীন, অপূর্ব-তিশা, এই নিয়ে দর্শকদের বেশ আগ্রহ বেড়েছে, তবে নাটকের নাম নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। মান–অভিমান ভেঙে অনেক বছর পর একত্র হয়েছেন লাভলু-বৃন্দাবন-চঞ্চল। নিশো, অপূর্ব, মোশাররফ করিম, মেহ্জাবীনকে ছাড়িয়ে তৌসিফ মাহবুবকে এবার পঞ্চাশের বেশি নাটকে দেখা যাবে, তবে দর্শকেরা তাঁর এই নাটকগুলো কতটুকু গ্রহণ করে নেবে, সেটা বোঝা যাবে ঈদের পরে। তৌসিফের পর এবার ঈদে সর্বাধিক নাটক প্রচারিত হবে জোভানের। এই ঈদে ২৩টির মতো নাটক আসছে জোভানের। অবাক করা বিষয় হলো, এই নাটকগুলো পরিচালনা করেছেন ২২ পরিচালক। এতে তাঁর বিপরীতে অভিনয় করবেন ৮ জন অভিনেত্রী। মোশাররফ করিমের ১৬-১৮টি নাটক। তিনি এখন আছেন ভারতে, লকডাউনে আটকা পড়েছেন। আগে শুটিং করা এবং অপ্রচারিত নাটকগুলোই প্রচারিত হবে ঈদে। চঞ্চল-অপূর্ব-নিশো-তাহসানদের মতো জনপ্রিয় অভিনেতাদের ঈদের নাটকের সংখ্যা ১০টির বেশি হবে না। অথচ তৌসিফের সমসাময়িক অভিনেতা মনোজের ঈদ নাটকের সংখ্যাও ১৫টি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, টিভি চ্যানেলগুলো এবার বড় তারকাদের বদলে উঠতি তারকাদের প্রতিই আস্থা রাখতে চেয়েছে।

পূর্নিমা ও তাহসান। ছবি: ফেসবুকউচ্চ পারিশ্রমিক ও শিল্পী সিন্ডিকেট থেকে বের হতেই হয়তো লকডাউনকে ঢাল করেছে চ্যানেলগুলো। গানের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নাটক নির্মাণ শুরু করার পর বড় তারকারা একে একে চড়া মূল্যে চুক্তিবদ্ধ হলেন সেখানে। সেসব প্রতিষ্ঠানের নাটক নামকাওয়াস্তে প্রচারিত হয় টিভিতে। তাদের মূল টার্গেট ডিজিটাল প্ল্যাটফর্ম। চুক্তির কারণে এবার অনেক টিভি চ্যানেলই নাটক নির্মাণ করতে গিয়ে অপূর্ব-নিশোদের পায়নি। তাই তারা তৌসিফ-মনোজ-জোভানদের কাছে টেনে নিয়েছে।

মেহ্জাবীন ও নিশো। ছবি: ফেসবুক‘বই থেকে শুরু’, এই স্লোগান সামনে রেখে বব (ব্যাডেড অন বুকস) প্রজেক্ট নিয়ে আসছে বঙ্গ বিডি, যেখানে জনপ্রিয় বেশ কিছু গল্পকে টেলিছবিতে রূপ দেওয়া হবে, যা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। নন্দিত নির্মাতা হানিফ সংকেত, সাগর জাহান, মিজানুর রহমান আরিয়ান, আবু হায়াত মাহমুদ, সঞ্জয় সমাদ্দার, রাকেশ বসু, সকাল আহমেদ, জাকারিয়া সৌখিন, তারিক মুহাম্মদ খানসহ আরও অনেক নির্মাতা ঈদের কথা মাথায় রেখেই বছরের বিভিন্ন সময় নাটক, টেলিছবি নির্মাণ করেছেন। অন্ততপক্ষে ২০ জন নতুন নির্মাতার নাটক ঈদে প্রচারিত হবে।

জোভান ও তানজিন তিশা। ছবি: ফেসবুক বিগত কয়েক বছর ঈদ আয়োজন মানেই ছিল হাসির নাটকের ছড়াছড়ি। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই চিন্তাধারা থেকে বেরিয়ে এসেছেন অনেকে। তার প্রমাণও পাওয়া গেছে ভিন্ন ধাঁচের গল্প নিয়ে নির্মিত একাধিক টেলিছবি ও নাটকে। নিশো-মেহ্জাবীন অনেক দিন ধরে অভিনয়ে নিজেদের ভেঙে ভিন্ন সব চরিত্রে পর্দায় তুলে ধরছেন। সমাজের নানা পেশা ও শ্রেণির মানুষের চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গেছে; যা দেখে দর্শক হেসেছেন, কেঁদেছেন, কখনোবা ভাবনায় বিভোর হয়ে থেকেছেন। একই ভাবনা নিয়ে কাজ করেন জাকিয়া বারী মম, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশাসহ অনেকেই। এবার ঈদেও তাঁদের ভিন্ন ধরনের কিছু নাটক, টেলিছবিতে দেখা যাবে। তাঁদের কথা থেকেই একটা বিষয় স্পষ্ট যে, ঈদ আয়োজন শুধু দর্শকদের মুখে হাসি ফোটাবে না, চলমান সময়ের বিভিন্ন বিষয় নিয়ে কিছুটা হলেও ভাবাবে।

বিষয়:

ঈদনাটক
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত