পুস্পা ২: প্রিমিয়ারে নিহত নারীর জন্য ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেবেন আল্লু

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮: ১৬
Thumbnail image
আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে দর্শকের ভিড়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু এবং তাঁর ছেলের আহতের ঘটনার দুই দিন পর দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের জন্য ২৫ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে ওই আহতের চিকিৎসার সব ব্যয়ভার বহন করবেন তিনি। গতকাল শুক্রবার এক্স হ্যান্ডেলে এসব জানিয়ে পোস্ট করেন এই তারকা।

আল্লু অর্জুন পোস্টে লেখেন, তিনি ‘গভীরভাবে মর্মাহত’। শোকসন্তপ্ত পরিবারটির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎসহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। গুরুতর আহত ওই ছেলের চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দেন তিনি।

এর আগে ৪ ডিসেম্বর বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২; দ্য রুল’ ভারতে মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। এদিন হায়দরাবাদে প্রিমিয়ারে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন ৩৯ বছরের এক নারী। এ ঘটনার মামলায় আসামি করা হয় থিয়েটার কর্তৃপক্ষ, নিরাপত্তা রক্ষীসহ নায়ক আল্লু অর্জুনকেও।

এ বিষয়ে হায়দরাবাদ পুলিশের ডেপুটি কমিশনার অক্ষাংশ যাদব ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, নিহত নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেছেন, ‘থিয়েটারের ভেতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে আইন মেনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

কী ঘটেছিল সেখানে

বুধবার রাতে হায়দরাবাদে এই সিনেমার প্রিমিয়ারে অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল সন্ধ্যা থিয়েটারের বাইরে। এমনকি ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারের সামনে পৌঁছান দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এমন পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী ওই নারীর। তাঁর ৯ বছরের মেয়েও গুরুতর জখম। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ দিকে মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২ ’। বাংলা, হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি।

পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয় ভাগ সাজানো হয়েছে। গত তিন বছরে আল্লু অর্জুনের অনুরাগীরা অপেক্ষা করেছেন ছবির সিক্যুয়েলের। অবশেষে তা মুক্তি পেতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু সেই উত্তেজনার মধ্যেই ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাম্প প্রশাসনে প্রথম বৃহৎ এলএনজি চুক্তি, বছরে ৫০ লাখ টন কিনবে বাংলাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গুলি করে হত্যা

মুগ্ধ মঞ্চে হামলার প্রতিবাদে মশাল মিছিল, ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিয়ের ৩ দিনের মাথায় স্বামী কারাগারে, ফিরে পেলেন ১৬ বছর পর

শিক্ষার্থীদের দল ঘোষণা ফেব্রুয়ারিতে, জমা পড়েছে ১০০–এর বেশি নাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত