
দক্ষিণের চলচ্চিত্র অভিনেতা নন্দমুরি তারকা রত্ন মারা গেছেন। হাসপাতালে দীর্ঘ ২৩ দিনের লড়াই শেষে মাত্র ৩৯ বছর বয়সে মারা যান এই অভিনেতা। গতকাল শনিবার শেষরাতে মারা যান তিনি।
গত মাসে অন্ধ্রপ্রদেশের চত্বর জেলায় একটি পদযাত্রায় অংশ নিয়েছিলেন নন্দমুরি তারকা রত্ন। ২৭ জানুয়ারির এই পদযাত্রায় হাঁটার সময় হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কুপ্পমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছিল বেঙ্গালুরুর নারায়না হাসপাতালে। সেখানেই দীর্ঘ ২৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন নন্দমুরি তারকা। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কোমায় চলে গিয়েছিলেন তিনি। রাখা হয়েছিল ভেন্টিলেশনের সাপোর্টে।
তেলেগু অভিনেতার প্রয়াণে শোকাহত গোটা দক্ষিণ ইন্ডাস্ট্রি। চিরঞ্জীবী, মহেশ বাবু, আল্লু অর্জুনসহ একাধিক তারকা শোক প্রকাশ করে টুইট করেছেন।
আল্লু অর্জুন টুইটে শোক জানিয়ে লেখেন, ‘তাঁর মৃত্যুর সংবাদ জানতে পেরে আমি শোকাহত। খুব তাড়াতাড়ি চলে গেলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা।’
তারকা রত্ন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এন টি রামা রাওয়ের নাতি এবং টলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার নন্দামুরী মোহন কৃষ্ণের পুত্র ছিলেন। এ ছাড়া তিনি এনটি রামা রাও ও টলিউড সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণের ভাগনে। এ কোদান্দারামি রেড্ডির পরিচালনায় ২০০২ সালে ‘ওকাতো নম্বর কুরাডু’ দিয়ে চলচ্চিত্রে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন রত্ন। সর্বশেষ তাঁকে দেখা গেছে গত বছরের ‘সারধি’ এবং ‘এস ৫ নো এক্সিট’ ছবিতে।

দক্ষিণের চলচ্চিত্র অভিনেতা নন্দমুরি তারকা রত্ন মারা গেছেন। হাসপাতালে দীর্ঘ ২৩ দিনের লড়াই শেষে মাত্র ৩৯ বছর বয়সে মারা যান এই অভিনেতা। গতকাল শনিবার শেষরাতে মারা যান তিনি।
গত মাসে অন্ধ্রপ্রদেশের চত্বর জেলায় একটি পদযাত্রায় অংশ নিয়েছিলেন নন্দমুরি তারকা রত্ন। ২৭ জানুয়ারির এই পদযাত্রায় হাঁটার সময় হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কুপ্পমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছিল বেঙ্গালুরুর নারায়না হাসপাতালে। সেখানেই দীর্ঘ ২৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন নন্দমুরি তারকা। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কোমায় চলে গিয়েছিলেন তিনি। রাখা হয়েছিল ভেন্টিলেশনের সাপোর্টে।
তেলেগু অভিনেতার প্রয়াণে শোকাহত গোটা দক্ষিণ ইন্ডাস্ট্রি। চিরঞ্জীবী, মহেশ বাবু, আল্লু অর্জুনসহ একাধিক তারকা শোক প্রকাশ করে টুইট করেছেন।
আল্লু অর্জুন টুইটে শোক জানিয়ে লেখেন, ‘তাঁর মৃত্যুর সংবাদ জানতে পেরে আমি শোকাহত। খুব তাড়াতাড়ি চলে গেলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা।’
তারকা রত্ন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এন টি রামা রাওয়ের নাতি এবং টলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার নন্দামুরী মোহন কৃষ্ণের পুত্র ছিলেন। এ ছাড়া তিনি এনটি রামা রাও ও টলিউড সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণের ভাগনে। এ কোদান্দারামি রেড্ডির পরিচালনায় ২০০২ সালে ‘ওকাতো নম্বর কুরাডু’ দিয়ে চলচ্চিত্রে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন রত্ন। সর্বশেষ তাঁকে দেখা গেছে গত বছরের ‘সারধি’ এবং ‘এস ৫ নো এক্সিট’ ছবিতে।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
৮ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
৮ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে