
ঢাকায় গাইতে আসছেন মার্কিন গায়ক চার্লি পুথ। সম্প্রতি এমন খবর জানিয়েছে, সিলভারলাইন ইভেন্টস নামের একটি প্রতিষ্ঠান। তাদের সূত্র ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মঞ্চে গাইবার কথা চার্লি পুথের। তবে কনসার্টটি নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
গতকাল বৃহস্পতিবার চার্লি পুথের এজেন্ট হিসেবে কাজ করা প্রতিষ্ঠান ওয়াসারম্যান মিউজিকের ব্রেন্ট স্মিথ নামের একজন এজেন্টের সঙ্গে ই–মেইলে যোগাযোগ করে দেশের একটি সংবাদমাধ্যম। সেখানে জানানো হয়, চার্লি পুথের বাংলাদেশে পূর্বনির্ধারিত কোনো কনসার্ট নেই। তিনি আগামী ১০ ফেব্রুয়ারি বাংলাদেশের কোনো কনসার্টে এসে গান গাইছেন না।
তবে চার্লি পুথের অফিশিয়াল ওয়েবসাইটের প্রেস সেকশনে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মিউজিক লেভেল আটলান্টিক রেকর্ডসের লিংক দেওয়া আছে। চার্লি পুথের হয়ে জনসংযোগের দায়িত্বে রয়েছে এই প্রতিষ্ঠান।
আটলান্টিক রেকর্ডসের হয়ে চার্লি পুথের দায়িত্বে থাকা এজেন্ট শিলা রিচম্যানের সঙ্গে আজকের পত্রিকার পক্ষ থেকে ই–মেইলে যোগাযোগ করা হলে, স্বয়ংক্রিয় প্রতিউত্তরে জানানো হয়, আগামী ২ জানুয়ারি পর্যন্ত তিনি ছুটিতে আছেন। চার্লি পুথের ম্যানেজার ও তাঁর বোন মিকেলা পুথের সঙ্গে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া মেলেনি।
এদিকে ঘোষণা দেওয়া ভেন্যু আইসিসিবিতে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, সিলভারলাইন নামে একটি প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো বুকিং নিশ্চিত করা হয়নি।
সিলভারলাইনের কাস্টমার সার্ভিস প্রতিনিধি বৃষ্টি সূত্রধর গত মঙ্গলবার আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, চার্লি পুথের সঙ্গে মঞ্চে দেখা যাবে বাংলাদেশের জেফার রহমানকে। জেফারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম একটি প্রস্তাব আমি পেয়েছিলাম। তবে আমার প্রতিটা কনসার্টে কিছু বিষয় থাকে, সে বিষয়গুলোর ব্যাপারে আমি প্রতিষ্ঠানটি থেকে চেয়েছি। তবে তাঁদের সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি।’
কনসার্টটি নিয়ে সিলভারলাইনের কাস্টমার সার্ভিস প্রতিনিধি বৃষ্টি সূত্রধর দেশের আরেকটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘চার্লি পুথের সঙ্গে আমাদের যাবতীয় কাগজপত্র হয়ে গেছে। জানুয়ারির মাঝামাঝিতে আমরা তাঁর একটি ভিডিও বার্তা প্রচার করব। যেহেতু এটা তাঁর সলো ট্যুর না, আমাদের আয়োজনে আলাদা ইভেন্ট। তাই তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে কোনো পোস্ট দিচ্ছেন না; আমরাই তাঁর ভিডিও বার্তা দেব।’
আজ শুক্রবার সন্ধ্যার দিকে প্রতিবেদনটি লেখার সময় প্রতিষ্ঠানটির ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যায়নি। এমনকি তাদের ব্যবহৃত নম্বরটিও বন্ধ পাওয়া গেছে। ফলে ঢাকায় চার্লি পুথের কনসার্ট ধোঁয়াশাই থেকে যাচ্ছে।

ঢাকায় গাইতে আসছেন মার্কিন গায়ক চার্লি পুথ। সম্প্রতি এমন খবর জানিয়েছে, সিলভারলাইন ইভেন্টস নামের একটি প্রতিষ্ঠান। তাদের সূত্র ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মঞ্চে গাইবার কথা চার্লি পুথের। তবে কনসার্টটি নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
গতকাল বৃহস্পতিবার চার্লি পুথের এজেন্ট হিসেবে কাজ করা প্রতিষ্ঠান ওয়াসারম্যান মিউজিকের ব্রেন্ট স্মিথ নামের একজন এজেন্টের সঙ্গে ই–মেইলে যোগাযোগ করে দেশের একটি সংবাদমাধ্যম। সেখানে জানানো হয়, চার্লি পুথের বাংলাদেশে পূর্বনির্ধারিত কোনো কনসার্ট নেই। তিনি আগামী ১০ ফেব্রুয়ারি বাংলাদেশের কোনো কনসার্টে এসে গান গাইছেন না।
তবে চার্লি পুথের অফিশিয়াল ওয়েবসাইটের প্রেস সেকশনে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মিউজিক লেভেল আটলান্টিক রেকর্ডসের লিংক দেওয়া আছে। চার্লি পুথের হয়ে জনসংযোগের দায়িত্বে রয়েছে এই প্রতিষ্ঠান।
আটলান্টিক রেকর্ডসের হয়ে চার্লি পুথের দায়িত্বে থাকা এজেন্ট শিলা রিচম্যানের সঙ্গে আজকের পত্রিকার পক্ষ থেকে ই–মেইলে যোগাযোগ করা হলে, স্বয়ংক্রিয় প্রতিউত্তরে জানানো হয়, আগামী ২ জানুয়ারি পর্যন্ত তিনি ছুটিতে আছেন। চার্লি পুথের ম্যানেজার ও তাঁর বোন মিকেলা পুথের সঙ্গে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া মেলেনি।
এদিকে ঘোষণা দেওয়া ভেন্যু আইসিসিবিতে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, সিলভারলাইন নামে একটি প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো বুকিং নিশ্চিত করা হয়নি।
সিলভারলাইনের কাস্টমার সার্ভিস প্রতিনিধি বৃষ্টি সূত্রধর গত মঙ্গলবার আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, চার্লি পুথের সঙ্গে মঞ্চে দেখা যাবে বাংলাদেশের জেফার রহমানকে। জেফারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ রকম একটি প্রস্তাব আমি পেয়েছিলাম। তবে আমার প্রতিটা কনসার্টে কিছু বিষয় থাকে, সে বিষয়গুলোর ব্যাপারে আমি প্রতিষ্ঠানটি থেকে চেয়েছি। তবে তাঁদের সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি।’
কনসার্টটি নিয়ে সিলভারলাইনের কাস্টমার সার্ভিস প্রতিনিধি বৃষ্টি সূত্রধর দেশের আরেকটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘চার্লি পুথের সঙ্গে আমাদের যাবতীয় কাগজপত্র হয়ে গেছে। জানুয়ারির মাঝামাঝিতে আমরা তাঁর একটি ভিডিও বার্তা প্রচার করব। যেহেতু এটা তাঁর সলো ট্যুর না, আমাদের আয়োজনে আলাদা ইভেন্ট। তাই তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে কোনো পোস্ট দিচ্ছেন না; আমরাই তাঁর ভিডিও বার্তা দেব।’
আজ শুক্রবার সন্ধ্যার দিকে প্রতিবেদনটি লেখার সময় প্রতিষ্ঠানটির ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যায়নি। এমনকি তাদের ব্যবহৃত নম্বরটিও বন্ধ পাওয়া গেছে। ফলে ঢাকায় চার্লি পুথের কনসার্ট ধোঁয়াশাই থেকে যাচ্ছে।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৭ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৭ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৭ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে