বিনোদন প্রতিবেদক

সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল নতুন গান প্রকাশ করেছেন। সিনেমায়, টিভি নাটকে, জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর এক্সক্লুসিভ রিলিজে তাঁর কণ্ঠ শোনা গেলেও; কোনাল এই নতুন গান ছেড়েছেন ইউটিউবে। ‘কোনাল’ নামে ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে তাঁর। শৈশব-কৈশোরের প্রিয় গান, ভালোবাসা ও আবেগের গানগুলোই কণ্ঠে তুলে নিজের চ্যানেলে আপলোড করেন কোনাল। এবার তিনি গেয়েছেন ফরাসি সংগীতশিল্পী এদিত পিয়াফের বিখ্যাত গান ‘লা ভি অঁ রোজ’।
গানের ভিডিওর শুটিং করেছেন নিজের বাসায়। কোনালের চেনা বারান্দা, বইয়ের তাক, বেলকনি, ঘরদোর- উঠে এসেছে ‘লা ভি অঁ রোজ’ গানের ভিডিওতে। ভিডিওটি পরিচালনা করেছেন মনোময় মনির অর্ক। কোনালের একমাত্র ভাই তিনি। নির্দেশনা দেওয়ার কোনো পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও প্রথম কাজেই উতরে গেছেন অর্ক।
অর্ক বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা-সিরিজ দেখে। গান শোনে। পরিচালনার জন্য লাইট, ক্যামেরা, ফ্রেমিং সবকিছুতে অর্কের জ্ঞান অনেক ম্যাচিউরড। এজন্য অনেকটা জোর করে গানের ভিডিও বানাতে বলি তাকে। মাত্র তিন ঘণ্টায় সে কাজটি করেছে।
সোমনুর মনির কোনাল, সংগীতশিল্পী
অর্ক বলেন, ‘আমার আগ্রহের জায়গা থেকে আপু কাজটি করিয়েছেন। লকডাউনের কারণে বাইরে শুটিং করতে পারিনি। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি। আমাদের ভাই-বোনের বোঝাপড়া ও দুজনের পছন্দের অনেক মিল। এজন্য হয়তো কাজটি ভালো হয়েছে।’
ভবিষ্যতে ভাই-বোন মিলে আরও কিছু কাজের ইচ্ছা আছে বলে জানিয়েছেন কোনাল। এবারের ঈদের বেশকিছু নাটকের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন কোনাল। মাবরুর রশিদ বান্নাহ, মিজানুর রহমান আরিয়ান, মাহমুদুর রহমান হিমি ও মহিদুল মহিম- এ চার নির্মাতার চারটি নাটকের গানে শোনা যাচ্ছে কোনালের কণ্ঠ।

সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল নতুন গান প্রকাশ করেছেন। সিনেমায়, টিভি নাটকে, জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর এক্সক্লুসিভ রিলিজে তাঁর কণ্ঠ শোনা গেলেও; কোনাল এই নতুন গান ছেড়েছেন ইউটিউবে। ‘কোনাল’ নামে ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে তাঁর। শৈশব-কৈশোরের প্রিয় গান, ভালোবাসা ও আবেগের গানগুলোই কণ্ঠে তুলে নিজের চ্যানেলে আপলোড করেন কোনাল। এবার তিনি গেয়েছেন ফরাসি সংগীতশিল্পী এদিত পিয়াফের বিখ্যাত গান ‘লা ভি অঁ রোজ’।
গানের ভিডিওর শুটিং করেছেন নিজের বাসায়। কোনালের চেনা বারান্দা, বইয়ের তাক, বেলকনি, ঘরদোর- উঠে এসেছে ‘লা ভি অঁ রোজ’ গানের ভিডিওতে। ভিডিওটি পরিচালনা করেছেন মনোময় মনির অর্ক। কোনালের একমাত্র ভাই তিনি। নির্দেশনা দেওয়ার কোনো পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও প্রথম কাজেই উতরে গেছেন অর্ক।
অর্ক বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা-সিরিজ দেখে। গান শোনে। পরিচালনার জন্য লাইট, ক্যামেরা, ফ্রেমিং সবকিছুতে অর্কের জ্ঞান অনেক ম্যাচিউরড। এজন্য অনেকটা জোর করে গানের ভিডিও বানাতে বলি তাকে। মাত্র তিন ঘণ্টায় সে কাজটি করেছে।
সোমনুর মনির কোনাল, সংগীতশিল্পী
অর্ক বলেন, ‘আমার আগ্রহের জায়গা থেকে আপু কাজটি করিয়েছেন। লকডাউনের কারণে বাইরে শুটিং করতে পারিনি। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি। আমাদের ভাই-বোনের বোঝাপড়া ও দুজনের পছন্দের অনেক মিল। এজন্য হয়তো কাজটি ভালো হয়েছে।’
ভবিষ্যতে ভাই-বোন মিলে আরও কিছু কাজের ইচ্ছা আছে বলে জানিয়েছেন কোনাল। এবারের ঈদের বেশকিছু নাটকের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন কোনাল। মাবরুর রশিদ বান্নাহ, মিজানুর রহমান আরিয়ান, মাহমুদুর রহমান হিমি ও মহিদুল মহিম- এ চার নির্মাতার চারটি নাটকের গানে শোনা যাচ্ছে কোনালের কণ্ঠ।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১৪ মিনিট আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
১৮ মিনিট আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
২১ মিনিট আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
২৩ মিনিট আগে