বিনোদন প্রতিবেদক

সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল নতুন গান প্রকাশ করেছেন। সিনেমায়, টিভি নাটকে, জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর এক্সক্লুসিভ রিলিজে তাঁর কণ্ঠ শোনা গেলেও; কোনাল এই নতুন গান ছেড়েছেন ইউটিউবে। ‘কোনাল’ নামে ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে তাঁর। শৈশব-কৈশোরের প্রিয় গান, ভালোবাসা ও আবেগের গানগুলোই কণ্ঠে তুলে নিজের চ্যানেলে আপলোড করেন কোনাল। এবার তিনি গেয়েছেন ফরাসি সংগীতশিল্পী এদিত পিয়াফের বিখ্যাত গান ‘লা ভি অঁ রোজ’।
গানের ভিডিওর শুটিং করেছেন নিজের বাসায়। কোনালের চেনা বারান্দা, বইয়ের তাক, বেলকনি, ঘরদোর- উঠে এসেছে ‘লা ভি অঁ রোজ’ গানের ভিডিওতে। ভিডিওটি পরিচালনা করেছেন মনোময় মনির অর্ক। কোনালের একমাত্র ভাই তিনি। নির্দেশনা দেওয়ার কোনো পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও প্রথম কাজেই উতরে গেছেন অর্ক।
অর্ক বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা-সিরিজ দেখে। গান শোনে। পরিচালনার জন্য লাইট, ক্যামেরা, ফ্রেমিং সবকিছুতে অর্কের জ্ঞান অনেক ম্যাচিউরড। এজন্য অনেকটা জোর করে গানের ভিডিও বানাতে বলি তাকে। মাত্র তিন ঘণ্টায় সে কাজটি করেছে।
সোমনুর মনির কোনাল, সংগীতশিল্পী
অর্ক বলেন, ‘আমার আগ্রহের জায়গা থেকে আপু কাজটি করিয়েছেন। লকডাউনের কারণে বাইরে শুটিং করতে পারিনি। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি। আমাদের ভাই-বোনের বোঝাপড়া ও দুজনের পছন্দের অনেক মিল। এজন্য হয়তো কাজটি ভালো হয়েছে।’
ভবিষ্যতে ভাই-বোন মিলে আরও কিছু কাজের ইচ্ছা আছে বলে জানিয়েছেন কোনাল। এবারের ঈদের বেশকিছু নাটকের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন কোনাল। মাবরুর রশিদ বান্নাহ, মিজানুর রহমান আরিয়ান, মাহমুদুর রহমান হিমি ও মহিদুল মহিম- এ চার নির্মাতার চারটি নাটকের গানে শোনা যাচ্ছে কোনালের কণ্ঠ।

সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল নতুন গান প্রকাশ করেছেন। সিনেমায়, টিভি নাটকে, জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর এক্সক্লুসিভ রিলিজে তাঁর কণ্ঠ শোনা গেলেও; কোনাল এই নতুন গান ছেড়েছেন ইউটিউবে। ‘কোনাল’ নামে ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে তাঁর। শৈশব-কৈশোরের প্রিয় গান, ভালোবাসা ও আবেগের গানগুলোই কণ্ঠে তুলে নিজের চ্যানেলে আপলোড করেন কোনাল। এবার তিনি গেয়েছেন ফরাসি সংগীতশিল্পী এদিত পিয়াফের বিখ্যাত গান ‘লা ভি অঁ রোজ’।
গানের ভিডিওর শুটিং করেছেন নিজের বাসায়। কোনালের চেনা বারান্দা, বইয়ের তাক, বেলকনি, ঘরদোর- উঠে এসেছে ‘লা ভি অঁ রোজ’ গানের ভিডিওতে। ভিডিওটি পরিচালনা করেছেন মনোময় মনির অর্ক। কোনালের একমাত্র ভাই তিনি। নির্দেশনা দেওয়ার কোনো পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও প্রথম কাজেই উতরে গেছেন অর্ক।
অর্ক বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা-সিরিজ দেখে। গান শোনে। পরিচালনার জন্য লাইট, ক্যামেরা, ফ্রেমিং সবকিছুতে অর্কের জ্ঞান অনেক ম্যাচিউরড। এজন্য অনেকটা জোর করে গানের ভিডিও বানাতে বলি তাকে। মাত্র তিন ঘণ্টায় সে কাজটি করেছে।
সোমনুর মনির কোনাল, সংগীতশিল্পী
অর্ক বলেন, ‘আমার আগ্রহের জায়গা থেকে আপু কাজটি করিয়েছেন। লকডাউনের কারণে বাইরে শুটিং করতে পারিনি। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি। আমাদের ভাই-বোনের বোঝাপড়া ও দুজনের পছন্দের অনেক মিল। এজন্য হয়তো কাজটি ভালো হয়েছে।’
ভবিষ্যতে ভাই-বোন মিলে আরও কিছু কাজের ইচ্ছা আছে বলে জানিয়েছেন কোনাল। এবারের ঈদের বেশকিছু নাটকের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন কোনাল। মাবরুর রশিদ বান্নাহ, মিজানুর রহমান আরিয়ান, মাহমুদুর রহমান হিমি ও মহিদুল মহিম- এ চার নির্মাতার চারটি নাটকের গানে শোনা যাচ্ছে কোনালের কণ্ঠ।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৬ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৬ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৬ ঘণ্টা আগে