
ঢাকায় এলেন ভারতের প্রখ্যাত সুরকার ও গায়ক এ আর রাহমান। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট। সেখানে পারফর্ম করবেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রাহমান।
জানা গেছে, এ আর রাহমান আজ সোমবার ঢাকায় এসে পৌঁছেছেন। উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। দুইদিন থাকবেন সেখানেই। কনসার্টের জন্য তাঁর সঙ্গে দুইশতাধিক সঙ্গী নিয়ে এসেছেন। আজ মিরপুরে রিহার্সেল করবেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। কাল মঞ্চে উঠবেন।
কনসার্টটি নিয়ে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন,‘বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান গেয়েছেন এ আর রাহমান। এর মধ্যে একটি গান ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে যখন আসেন তখন গেয়েছিলেন। ওই দুইটি গান প্রকাশ হবে এই কনসার্টে। এ আর রাহমান প্রায় তিন ঘন্টার মতো মঞ্চে থাকবেন। ৩৫ টি গান পরিবেশনার কথা এই সংগীতজ্ঞের। এছাড়াও দেশি শিল্পীরা গাইবেন। পুরো অনুষ্ঠানটা দুইভাগে ভাগ করেছি। বিকালে ঘন্টা দেড়েকের একটা অনুষ্ঠান। সন্ধ্যা সাতটা থেকে ১০টায় এ আর রাহমানের কনসার্ট। তিনি প্রায় ২৪০ জনের বহর নিয়ে এসেছেন। সাউন্ড সিস্টেমের সবটাই ভারত থেকে আনা হয়েছে।
দর্শকদের প্রবেশের জন্য আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্থাপিত বুথে বিক্রি করা হচ্ছে এই টিকিট। বিক্রি করা হবে আগামীকালও। প্রতিদিন সকাল ১০টা থেকে টিকিট বিক্রি হবে বিকাল ৫টা পর্যন্ত।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তিন ক্যাটাগরির টিকিট বিক্রি হচ্ছে। প্রিমিয়াম গোল্ডের টিকিট মূল্য ১০ হাজার, গোল্ড ৫ হাজার ও ব্রোঞ্জ ১ হাজার টাকা।
এআর রাহমান ছাড়াও এ কনসার্টে গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
কনসার্টটি সরাসরি দেখাবে বেসরকারী চ্যানেল-নিউজ ২৪। ২০১৪ সালের পর এ আর রাহমান এই প্রথম কোনো লাইভ কনসার্টে অংশ নিচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন সকলের সঙ্গে উদযাপনের জন্য তিনি লাইভ কনসার্ট করতে রাজি হয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
বিনোদন সম্পর্কিত পড়ুন:

ঢাকায় এলেন ভারতের প্রখ্যাত সুরকার ও গায়ক এ আর রাহমান। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট। সেখানে পারফর্ম করবেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রাহমান।
জানা গেছে, এ আর রাহমান আজ সোমবার ঢাকায় এসে পৌঁছেছেন। উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। দুইদিন থাকবেন সেখানেই। কনসার্টের জন্য তাঁর সঙ্গে দুইশতাধিক সঙ্গী নিয়ে এসেছেন। আজ মিরপুরে রিহার্সেল করবেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। কাল মঞ্চে উঠবেন।
কনসার্টটি নিয়ে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন,‘বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান গেয়েছেন এ আর রাহমান। এর মধ্যে একটি গান ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে যখন আসেন তখন গেয়েছিলেন। ওই দুইটি গান প্রকাশ হবে এই কনসার্টে। এ আর রাহমান প্রায় তিন ঘন্টার মতো মঞ্চে থাকবেন। ৩৫ টি গান পরিবেশনার কথা এই সংগীতজ্ঞের। এছাড়াও দেশি শিল্পীরা গাইবেন। পুরো অনুষ্ঠানটা দুইভাগে ভাগ করেছি। বিকালে ঘন্টা দেড়েকের একটা অনুষ্ঠান। সন্ধ্যা সাতটা থেকে ১০টায় এ আর রাহমানের কনসার্ট। তিনি প্রায় ২৪০ জনের বহর নিয়ে এসেছেন। সাউন্ড সিস্টেমের সবটাই ভারত থেকে আনা হয়েছে।
দর্শকদের প্রবেশের জন্য আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্থাপিত বুথে বিক্রি করা হচ্ছে এই টিকিট। বিক্রি করা হবে আগামীকালও। প্রতিদিন সকাল ১০টা থেকে টিকিট বিক্রি হবে বিকাল ৫টা পর্যন্ত।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তিন ক্যাটাগরির টিকিট বিক্রি হচ্ছে। প্রিমিয়াম গোল্ডের টিকিট মূল্য ১০ হাজার, গোল্ড ৫ হাজার ও ব্রোঞ্জ ১ হাজার টাকা।
এআর রাহমান ছাড়াও এ কনসার্টে গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
কনসার্টটি সরাসরি দেখাবে বেসরকারী চ্যানেল-নিউজ ২৪। ২০১৪ সালের পর এ আর রাহমান এই প্রথম কোনো লাইভ কনসার্টে অংশ নিচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন সকলের সঙ্গে উদযাপনের জন্য তিনি লাইভ কনসার্ট করতে রাজি হয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা।
বিনোদন সম্পর্কিত পড়ুন:

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৫ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে