বিনোদন প্রতিবেদক, ঢাকা

কোরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতারে নতুন গান নিয়ে আসছেন ইয়াসমিন লাবণ্য। সেই সঙ্গে লাবণ্যর উপস্থাপনায় একটি অনুষ্ঠানও প্রচার হবে বেতারে। তাঁর গাওয়া ‘স্মৃতির বৃষ্টিতে’ শিরোনামের গানটি লিখেছেন সাহাবুদ্দিন মজুমদার। সুর করেছেন মো. ইসহাক।
ঈদের তৃতীয় দিন বেলা ২টা ২০ মিনিটে বেতারে প্রচারিত হবে লাবণ্যর উপস্থাপনায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে আড্ডা’। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শফি মণ্ডল ও নাছরিন আক্তার।
এদিকে আগামী ঈদে মাছরাঙা টেলিভিশনে লাবণ্যর উপস্থাপনায় ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে জীবনের গল্প বলবেন গুলতেকিন খান ও নুহাশ হুমায়ূন। আরেকটি পর্বে লাবণ্যর সঙ্গে থাকবেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা।
ইয়াসমিন লাবণ্য বলেন, ‘বেতারের নতুন গানটির কথা ও সুর আমার বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে, সেই সঙ্গে বেতারের গানের অনুষ্ঠান এবং মাছরাঙা টিভির রাঙা সকাল অনুষ্ঠানটিও দর্শক বেশ উপভোগ করবেন।’
আগামীকাল লাবণ্যর জন্মদিন। কিন্তু পরিচিতজনদের অনেকেই ঈদ করতে গ্রামে চলে যাওয়া একটু মন খারাপ লাবণ্যর। লাবণ্য বলেন, ‘এবারের জন্মদিন নিয়ে মনটা একটু খারাপ। কারণ, আমি যাদের সঙ্গে সব সময় চলাফেরা করি বা গল্প আড্ডায় সময় কাটাই, তাদের অনেকেই ঢাকায় নেই। ঈদের ছুটিতে গ্রামে চলে গেছে। তাদের ছাড়া জন্মদিনটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে। তারা ফিরে এলে সবাইকে নিয়ে আনন্দ করার ইচ্ছে আছে।’
আজ থেকে এক যুগেরও আগে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হয়েছেন ইয়াসমিন লাবণ্য। প্রতিবছরই বেতারের গানে কণ্ঠ দেন তিনি, পাশাপাশি উপস্থাপনাও করেন বিভিন্ন অনুষ্ঠানের। ২০১৩ সালে এটিএন বাংলার মাধ্যমে টিভি উপস্থপনায় নাম লেখান লাবণ্য। ২০১৬ সাল থেকে তিনি মাছরাঙা টিভিতে উপস্থাপনা করছেন নিয়মিত। সম্প্রতি তিনি বিটিভি ও গ্লোবাল টিভিতেও উপস্থাপনা করছেন। ২০২০ সালে শিল্পী হিসেবে বিটিভির তালিকাভুক্ত হন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবেও কাজ করেন ইয়াসমিন লাবণ্য।

কোরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতারে নতুন গান নিয়ে আসছেন ইয়াসমিন লাবণ্য। সেই সঙ্গে লাবণ্যর উপস্থাপনায় একটি অনুষ্ঠানও প্রচার হবে বেতারে। তাঁর গাওয়া ‘স্মৃতির বৃষ্টিতে’ শিরোনামের গানটি লিখেছেন সাহাবুদ্দিন মজুমদার। সুর করেছেন মো. ইসহাক।
ঈদের তৃতীয় দিন বেলা ২টা ২০ মিনিটে বেতারে প্রচারিত হবে লাবণ্যর উপস্থাপনায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে আড্ডা’। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শফি মণ্ডল ও নাছরিন আক্তার।
এদিকে আগামী ঈদে মাছরাঙা টেলিভিশনে লাবণ্যর উপস্থাপনায় ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে জীবনের গল্প বলবেন গুলতেকিন খান ও নুহাশ হুমায়ূন। আরেকটি পর্বে লাবণ্যর সঙ্গে থাকবেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা।
ইয়াসমিন লাবণ্য বলেন, ‘বেতারের নতুন গানটির কথা ও সুর আমার বেশ ভালো লেগেছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে, সেই সঙ্গে বেতারের গানের অনুষ্ঠান এবং মাছরাঙা টিভির রাঙা সকাল অনুষ্ঠানটিও দর্শক বেশ উপভোগ করবেন।’
আগামীকাল লাবণ্যর জন্মদিন। কিন্তু পরিচিতজনদের অনেকেই ঈদ করতে গ্রামে চলে যাওয়া একটু মন খারাপ লাবণ্যর। লাবণ্য বলেন, ‘এবারের জন্মদিন নিয়ে মনটা একটু খারাপ। কারণ, আমি যাদের সঙ্গে সব সময় চলাফেরা করি বা গল্প আড্ডায় সময় কাটাই, তাদের অনেকেই ঢাকায় নেই। ঈদের ছুটিতে গ্রামে চলে গেছে। তাদের ছাড়া জন্মদিনটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে। তারা ফিরে এলে সবাইকে নিয়ে আনন্দ করার ইচ্ছে আছে।’
আজ থেকে এক যুগেরও আগে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হয়েছেন ইয়াসমিন লাবণ্য। প্রতিবছরই বেতারের গানে কণ্ঠ দেন তিনি, পাশাপাশি উপস্থাপনাও করেন বিভিন্ন অনুষ্ঠানের। ২০১৩ সালে এটিএন বাংলার মাধ্যমে টিভি উপস্থপনায় নাম লেখান লাবণ্য। ২০১৬ সাল থেকে তিনি মাছরাঙা টিভিতে উপস্থাপনা করছেন নিয়মিত। সম্প্রতি তিনি বিটিভি ও গ্লোবাল টিভিতেও উপস্থাপনা করছেন। ২০২০ সালে শিল্পী হিসেবে বিটিভির তালিকাভুক্ত হন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবেও কাজ করেন ইয়াসমিন লাবণ্য।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৭ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৭ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৭ ঘণ্টা আগে