
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় আজ শুক্রবার বাংলাদেশে সংগীত পরিবেশন করবেন। আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে তাঁর ব্যান্ড দল ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে পারফর্ম করবেন। আজকের পত্রিকাকে ব্যান্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডটির ব্যবস্থাপক রানা সিংহ রায়।
এর আগে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করে ব্যান্ডের পক্ষ থেকে লেখা হয়, ‘আজ রাতে আমরা বাংলাদেশে সংগীত পরিবেশনা করব।’
নারায়ণগঞ্জ ক্লাবের একটি সূত্র আজকের পত্রিকাকে জানান, ক্লাবের একটি ঘরোয়া প্রোগ্রামে আজ রাতে গান গাইবেন অনুপম রায়।
ভারতের বাংলা ভাষার এই সময়ের জনপ্রিয় তরুণ গায়ক, গীতিকার এবং সুরকারদের মধ্যে অন্যতম অনুপম রায়। ২০১০ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ‘অটোগ্রাফ’ সিনেমায় ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’–এর মাধ্যমে খ্যাতি পান তিনি।
এরপর চলো পাল্টাই সিনেমায় অনুপমের ‘বাড়িয়ে দাও’সহ বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পায়। তবে তাঁর জনপ্রিয়তা বেড়ে যায় বাইশে শ্রাবণ চলচ্চিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রের প্রতিটি গান সুপারহিট হয়। বিশেষ করে রূপঙ্কর বাগচি ও শ্রেয়া ঘোষালের গাওয়া ‘গভীরে যাও’ বছরের সেরা গান নির্বাচিত হয়। তবে জুরিদের ভোটে সেরা গান নির্বাচিত হয় অনুপমের গাওয়া ‘একবার বল’। এ ছাড়া অনুপমের জানি দেখা হবে, বেডরুম, ল্যাপটপ, চোরাবালি (বাংলাদেশ), শূন্য অঙ্ক, জাতিস্মর, চতুষ্কোণ, প্রাক্তন, বেলাশেষেসহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন।
অনুপম ২০১৫ সালে সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ চলচ্চিত্রে সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন। এরপর পিঙ্ক, রানিং শাদি ডট কম, ডিয়ার মায়া, পরি, অক্টোবরসহ বলিউডের বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন।
এখন পর্যন্ত অনুপমের চারটি একক অ্যালবাম বেরিয়েছে—প্রথমটি ‘দুরবিনে চোখ রাখব না’, দ্বিতীয়টি ‘দ্বিতীয় পুরুষ’, তৃতীয়টি ‘বাক্যবাগীশ’ এবং চতুর্থটি ‘এবার মরলে গাছ হব’। তাঁর প্রতিটি অ্যালবামই দারুণ জনপ্রিয়তা লাভ করে।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় আজ শুক্রবার বাংলাদেশে সংগীত পরিবেশন করবেন। আজ সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে তাঁর ব্যান্ড দল ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে পারফর্ম করবেন। আজকের পত্রিকাকে ব্যান্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডটির ব্যবস্থাপক রানা সিংহ রায়।
এর আগে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করে ব্যান্ডের পক্ষ থেকে লেখা হয়, ‘আজ রাতে আমরা বাংলাদেশে সংগীত পরিবেশনা করব।’
নারায়ণগঞ্জ ক্লাবের একটি সূত্র আজকের পত্রিকাকে জানান, ক্লাবের একটি ঘরোয়া প্রোগ্রামে আজ রাতে গান গাইবেন অনুপম রায়।
ভারতের বাংলা ভাষার এই সময়ের জনপ্রিয় তরুণ গায়ক, গীতিকার এবং সুরকারদের মধ্যে অন্যতম অনুপম রায়। ২০১০ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ‘অটোগ্রাফ’ সিনেমায় ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’–এর মাধ্যমে খ্যাতি পান তিনি।
এরপর চলো পাল্টাই সিনেমায় অনুপমের ‘বাড়িয়ে দাও’সহ বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পায়। তবে তাঁর জনপ্রিয়তা বেড়ে যায় বাইশে শ্রাবণ চলচ্চিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রের প্রতিটি গান সুপারহিট হয়। বিশেষ করে রূপঙ্কর বাগচি ও শ্রেয়া ঘোষালের গাওয়া ‘গভীরে যাও’ বছরের সেরা গান নির্বাচিত হয়। তবে জুরিদের ভোটে সেরা গান নির্বাচিত হয় অনুপমের গাওয়া ‘একবার বল’। এ ছাড়া অনুপমের জানি দেখা হবে, বেডরুম, ল্যাপটপ, চোরাবালি (বাংলাদেশ), শূন্য অঙ্ক, জাতিস্মর, চতুষ্কোণ, প্রাক্তন, বেলাশেষেসহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন।
অনুপম ২০১৫ সালে সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ চলচ্চিত্রে সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন। এরপর পিঙ্ক, রানিং শাদি ডট কম, ডিয়ার মায়া, পরি, অক্টোবরসহ বলিউডের বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন।
এখন পর্যন্ত অনুপমের চারটি একক অ্যালবাম বেরিয়েছে—প্রথমটি ‘দুরবিনে চোখ রাখব না’, দ্বিতীয়টি ‘দ্বিতীয় পুরুষ’, তৃতীয়টি ‘বাক্যবাগীশ’ এবং চতুর্থটি ‘এবার মরলে গাছ হব’। তাঁর প্রতিটি অ্যালবামই দারুণ জনপ্রিয়তা লাভ করে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৬ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৬ ঘণ্টা আগে