
গত সপ্তাহে খবর ছড়ায়—দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড অ্যাসপার গায়িকা কারিনা প্রেম করে বেড়াচ্ছেন অভিনেতা লি জে উকের সঙ্গে। কিন্তু এই খবরকে স্বাভাবিকভাবে নেয়নি তারকা গায়িকার ভক্তরা। শুধু তাই নয়, কারিনার এমন প্রেমিক থাকাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দেয় তারা।
বিষয়টি এমন অবস্থায় পৌঁছায় যে, কারিনার অ্যাজেন্সি বরাবর একটি ট্রাক নিয়ে ঢুকে পড়েছিল ক্ষুব্ধ ভক্তকুল। সেই ট্রাকে আবার বড় ডিজিটাল সাইনবোর্ডে লেখা ছিল—‘ভক্তদের দেওয়া ভালোবাসা—আপনার জন্য কি যথেষ্ট নয়?’
অবশেষে এক সপ্তাহের নীরবতা ভাঙলেন ২৩ বছর বয়সী পপ গায়িকাও। আজ বুধবার বিবিসি জানিয়েছে, ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে একটি চিঠি পোস্ট করেছেন অ্যাসপা গায়িকা। এই চিঠিতে তিনি ভক্তদের ‘হৃদয়ের ক্ষত নিরাময়ের’ প্রতিশ্রুতি দিয়েছেন। লিখেছেন, ‘আমি আপনাদের এমন অবাক করে দেওয়ার জন্য ক্ষমা চাই।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া কিংবা জাপানে পপ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া অহরহই দেখা যায়। ভক্তদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় অনেক তারকাকেই।
২০২০ সালের অক্টোবরে অ্যাসপা ব্যান্ডে যোগ দিয়ে প্রথমবারের মতো মূলধারার কে-পপে আত্মপ্রকাশ করেন কারিনা। এক মাসের মধ্যেই চার নারীর ওই ব্যান্ডের নেতৃত্ব পান তিনি। গত বছর তাদের অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড’ ২১ লাখ কপি বিক্রি করেছেন শুধু দক্ষিণ কোরিয়ায়।
অভিনেতা লি জে উকের সঙ্গে কারিনার সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আনে কোরীয় সংবাদমাধ্যম ডিসপ্যাচ। পরে দুজনের অ্যাজেন্সিই স্বীকার করে যে, তাঁরা প্রেম করছেন।
ডিসপ্যাচ জানিয়েছিল, সিউল ও মিলানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। গত ১৪ জানুয়ারি ইতালির একটি ফ্যাশন শোতে একসঙ্গে হাজির ছিলেন তাঁরা।
প্রথম দেখাতেই তাঁরা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন বলেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছিল ডিসপ্যাচ।

গত সপ্তাহে খবর ছড়ায়—দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড অ্যাসপার গায়িকা কারিনা প্রেম করে বেড়াচ্ছেন অভিনেতা লি জে উকের সঙ্গে। কিন্তু এই খবরকে স্বাভাবিকভাবে নেয়নি তারকা গায়িকার ভক্তরা। শুধু তাই নয়, কারিনার এমন প্রেমিক থাকাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দেয় তারা।
বিষয়টি এমন অবস্থায় পৌঁছায় যে, কারিনার অ্যাজেন্সি বরাবর একটি ট্রাক নিয়ে ঢুকে পড়েছিল ক্ষুব্ধ ভক্তকুল। সেই ট্রাকে আবার বড় ডিজিটাল সাইনবোর্ডে লেখা ছিল—‘ভক্তদের দেওয়া ভালোবাসা—আপনার জন্য কি যথেষ্ট নয়?’
অবশেষে এক সপ্তাহের নীরবতা ভাঙলেন ২৩ বছর বয়সী পপ গায়িকাও। আজ বুধবার বিবিসি জানিয়েছে, ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে একটি চিঠি পোস্ট করেছেন অ্যাসপা গায়িকা। এই চিঠিতে তিনি ভক্তদের ‘হৃদয়ের ক্ষত নিরাময়ের’ প্রতিশ্রুতি দিয়েছেন। লিখেছেন, ‘আমি আপনাদের এমন অবাক করে দেওয়ার জন্য ক্ষমা চাই।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া কিংবা জাপানে পপ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া অহরহই দেখা যায়। ভক্তদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় অনেক তারকাকেই।
২০২০ সালের অক্টোবরে অ্যাসপা ব্যান্ডে যোগ দিয়ে প্রথমবারের মতো মূলধারার কে-পপে আত্মপ্রকাশ করেন কারিনা। এক মাসের মধ্যেই চার নারীর ওই ব্যান্ডের নেতৃত্ব পান তিনি। গত বছর তাদের অ্যালবাম ‘মাই ওয়ার্ল্ড’ ২১ লাখ কপি বিক্রি করেছেন শুধু দক্ষিণ কোরিয়ায়।
অভিনেতা লি জে উকের সঙ্গে কারিনার সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আনে কোরীয় সংবাদমাধ্যম ডিসপ্যাচ। পরে দুজনের অ্যাজেন্সিই স্বীকার করে যে, তাঁরা প্রেম করছেন।
ডিসপ্যাচ জানিয়েছিল, সিউল ও মিলানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। গত ১৪ জানুয়ারি ইতালির একটি ফ্যাশন শোতে একসঙ্গে হাজির ছিলেন তাঁরা।
প্রথম দেখাতেই তাঁরা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন বলেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছিল ডিসপ্যাচ।

গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শুরু হয়েছে ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ শিরোনামে তিন দিনব্যাপী এই উৎসব চলবে আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) পর্যন্ত।
২ ঘণ্টা আগে
২০১৭ সালের শেষ দিকে ‘দাহকাল’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা ধ্রুব হাসান। বিভিন্ন কারণে সে সময় কাজটি শেষ করতে পারেননি নির্মাতা। ২০২২ সালে আবার কাজ শুরু হয়। তবে বদলে যায় সিনেমার নাম ও গল্প। ২০২৪ সালে ‘ফাতিমা’ নামে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
১১ ঘণ্টা আগে
প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণ নাট্যকর্মীদের সম্মানিত করে নাট্যদল এথিক। কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণাস্বরূপ দেওয়া হয় ‘এথিক তারুণ্য সম্মাননা’। প্রতিষ্ঠার ১৭ বছর উদ্যাপন উপলক্ষে এ বছরও ১৭টি নাট্যদলের ১৭ নাট্যকর্মীকে সম্মাননা দিচ্ছে এথিক।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগে