বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। পৃথিবীর যেকোনো প্রান্তে কোথাও অন্যায় দেখলে চুপ থাকতে পারেন না তিনি। প্রতিবাদ জানিয়ে লিখতে বসে পড়েন, তৈরি করেন গান। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেমন সরব তিনি, তেমনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গানে গানে করেছেন প্রতিবাদ। প্রায় আড়াই বছর আগে সায়ান লিখেছিলেন ‘এটাই আমার রাজনীতি’ শিরোনামের গান।
সে সময় ঘরোয়াভাবে গিটারে বাজিয়ে গেয়েছিলেন গানটি। সেই ভিডিও আপলোড করেছিলেন ফেসবুকে। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন ‘এটাই আমার রাজনীতি’। সায়ানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন শুভদীপ মজুমদার। লিরিক্যাল ভিডিও তৈরি করেছেন হাসান মাহমুদ সানি।
এটাই আমার রাজনীতি গানের কথায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এ দেশে যেকোনো ইস্যুতে কথা বললেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, আপনি কোন দলের লোক? এমন অবস্থায় সাধারণ জনতার হয়ে কথা বলাটাই যেন নিষিদ্ধ। গানে গানে সে কথাই জানান দিলেন সায়ান। জানিয়ে দিলেন, কোনো দলের হয়ে নন, তিনি একা একাই হাঁটেন। এটাই তাঁর রাজনৈতিক দর্শন।
গত বছরের ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসে ফেসবুকে গানটির স্টুডিও ভার্সনের ভিডিও প্রকাশ করেছিলেন সায়ান। ক্যাপশনে লেখেন, ‘শিল্পী হিসেবে কিংবা এই দেশের নাগরিক হিসেবে অথবা এই বিশ্বজগতের কোনো একটি প্রাণ হিসেবে, সব বিচারেই আমার একটা রাজনীতি আছে। সেটা হলো ক্ষমতার থেকে দূরত্বে থাকা। আমি যেটুকু দেখেছি এইটুকু জীবনে, ক্ষমতার চরিত্রই হলো সে কেন্দ্রীভূত হয়ে আস্তে আস্তে অত্যাচারী হতে থাকে, সাধারণ মানুষের সেবক না হয়ে শোষক হতে শুরু করে। আজীবন ক্ষমতার নজরদারিত্বে থাকতে চাওয়াতেই আমার শিল্পীত্বের কিংবা নাগরিকত্বের সবচেয়ে সচ্ছল সজীব অবস্থান। তার থেকে বিচ্যুতি আমার নিজের হাতে নিজের অপচয়।’
আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে এটাই আমার রাজনীতি গানটি। ২৪ ঘণ্টার আগেই সায়ানের ফেসবুক থেকে আট শতাধিক মানুষ শেয়ার করেছে। ইউটিউবেও গানটি সাড়া ফেলেছে।

প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। পৃথিবীর যেকোনো প্রান্তে কোথাও অন্যায় দেখলে চুপ থাকতে পারেন না তিনি। প্রতিবাদ জানিয়ে লিখতে বসে পড়েন, তৈরি করেন গান। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেমন সরব তিনি, তেমনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গানে গানে করেছেন প্রতিবাদ। প্রায় আড়াই বছর আগে সায়ান লিখেছিলেন ‘এটাই আমার রাজনীতি’ শিরোনামের গান।
সে সময় ঘরোয়াভাবে গিটারে বাজিয়ে গেয়েছিলেন গানটি। সেই ভিডিও আপলোড করেছিলেন ফেসবুকে। গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন ‘এটাই আমার রাজনীতি’। সায়ানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন শুভদীপ মজুমদার। লিরিক্যাল ভিডিও তৈরি করেছেন হাসান মাহমুদ সানি।
এটাই আমার রাজনীতি গানের কথায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এ দেশে যেকোনো ইস্যুতে কথা বললেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, আপনি কোন দলের লোক? এমন অবস্থায় সাধারণ জনতার হয়ে কথা বলাটাই যেন নিষিদ্ধ। গানে গানে সে কথাই জানান দিলেন সায়ান। জানিয়ে দিলেন, কোনো দলের হয়ে নন, তিনি একা একাই হাঁটেন। এটাই তাঁর রাজনৈতিক দর্শন।
গত বছরের ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসে ফেসবুকে গানটির স্টুডিও ভার্সনের ভিডিও প্রকাশ করেছিলেন সায়ান। ক্যাপশনে লেখেন, ‘শিল্পী হিসেবে কিংবা এই দেশের নাগরিক হিসেবে অথবা এই বিশ্বজগতের কোনো একটি প্রাণ হিসেবে, সব বিচারেই আমার একটা রাজনীতি আছে। সেটা হলো ক্ষমতার থেকে দূরত্বে থাকা। আমি যেটুকু দেখেছি এইটুকু জীবনে, ক্ষমতার চরিত্রই হলো সে কেন্দ্রীভূত হয়ে আস্তে আস্তে অত্যাচারী হতে থাকে, সাধারণ মানুষের সেবক না হয়ে শোষক হতে শুরু করে। আজীবন ক্ষমতার নজরদারিত্বে থাকতে চাওয়াতেই আমার শিল্পীত্বের কিংবা নাগরিকত্বের সবচেয়ে সচ্ছল সজীব অবস্থান। তার থেকে বিচ্যুতি আমার নিজের হাতে নিজের অপচয়।’
আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে এটাই আমার রাজনীতি গানটি। ২৪ ঘণ্টার আগেই সায়ানের ফেসবুক থেকে আট শতাধিক মানুষ শেয়ার করেছে। ইউটিউবেও গানটি সাড়া ফেলেছে।

মারা গেছেন বিশ্ব সিনেমার প্রখ্যাত পরিচালক বেলা তার। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
৬ ঘণ্টা আগে
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১৮ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১৮ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
১৮ ঘণ্টা আগে