
শাকিব খানের ছবিতে গান গাইলেন বলিউডের গায়ক জুবিন নটিয়াল। এটি থাকছে ঢালিউড সুপারস্টার শাকিব অভিনীত নতুন ছবি ‘অন্তরাত্মা’র টাইটেল গান হিসেবে। গানের শিরোনাম ‘অন্তরাত্মা’। গানটি লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের ইন্দ্রদীপ দাশগুপ্ত।
বলিউডে একের পর এক সুপারহিট গান উপহার দিচ্ছেন জুবিন। তাঁর গাওয়া ‘লুট গায়ে’, ‘হামনাভা’, ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ কিংবা ‘রাতা লাম্বিয়া’ গানগুলো পেয়েছে তুমুল জনপ্রিয়তা। জানা গেছে, সম্প্রতি ‘অন্তরাত্মা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জুবিন। তবে গাওয়ার আগে তার দাবি ছিল, গানের কথা ও মিউজিক পছন্দসই হতে হবে। সেই শর্ত মাথায় রেখে গানের কথা ও মিউজিক সাজান জীবন-ইন্দ্রদীপ।
গানে কণ্ঠ দেওয়ার পর এক ভিডিও বার্তায় জুবিন বলেন, ‘‘বাংলাদেশের ছবির গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। ‘অন্তরাত্মা’ সিনেমার টিমের জন্য শুভকামনা।”
গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘ভারতের জনপ্রিয় সংগীতশিল্পীদের জন্য এর আগে একাধিক গান লিখেছি। তবে জুবিন নটিয়ালের জন্য প্রথম লিখলাম। তিনি এই সময়ের ভীষণ জনপ্রিয় একজন গায়ক। তাঁর সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। তিনি যেভাবে গানটি গেয়েছেন, আমার বিশ্বাস শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’
জীবনের কথায় এর আগে ভারতের মিতালী মুখার্জি, জুবিন গার্গ, মোহাম্মদ ইরফান, আকৃতি কাক্কার, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, শুভমিতা, আকাশ সেনসহ বেশ কয়েকজন শিল্পী গান গেয়েছেন।
‘অন্তরাত্মা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন।

শাকিব খানের ছবিতে গান গাইলেন বলিউডের গায়ক জুবিন নটিয়াল। এটি থাকছে ঢালিউড সুপারস্টার শাকিব অভিনীত নতুন ছবি ‘অন্তরাত্মা’র টাইটেল গান হিসেবে। গানের শিরোনাম ‘অন্তরাত্মা’। গানটি লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের ইন্দ্রদীপ দাশগুপ্ত।
বলিউডে একের পর এক সুপারহিট গান উপহার দিচ্ছেন জুবিন। তাঁর গাওয়া ‘লুট গায়ে’, ‘হামনাভা’, ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ কিংবা ‘রাতা লাম্বিয়া’ গানগুলো পেয়েছে তুমুল জনপ্রিয়তা। জানা গেছে, সম্প্রতি ‘অন্তরাত্মা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জুবিন। তবে গাওয়ার আগে তার দাবি ছিল, গানের কথা ও মিউজিক পছন্দসই হতে হবে। সেই শর্ত মাথায় রেখে গানের কথা ও মিউজিক সাজান জীবন-ইন্দ্রদীপ।
গানে কণ্ঠ দেওয়ার পর এক ভিডিও বার্তায় জুবিন বলেন, ‘‘বাংলাদেশের ছবির গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। ‘অন্তরাত্মা’ সিনেমার টিমের জন্য শুভকামনা।”
গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘ভারতের জনপ্রিয় সংগীতশিল্পীদের জন্য এর আগে একাধিক গান লিখেছি। তবে জুবিন নটিয়ালের জন্য প্রথম লিখলাম। তিনি এই সময়ের ভীষণ জনপ্রিয় একজন গায়ক। তাঁর সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। তিনি যেভাবে গানটি গেয়েছেন, আমার বিশ্বাস শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’
জীবনের কথায় এর আগে ভারতের মিতালী মুখার্জি, জুবিন গার্গ, মোহাম্মদ ইরফান, আকৃতি কাক্কার, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, শুভমিতা, আকাশ সেনসহ বেশ কয়েকজন শিল্পী গান গেয়েছেন।
‘অন্তরাত্মা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
৬ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১৩ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১৩ ঘণ্টা আগে