
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বাজিমাত করেছে ভারত। আবারও গ্র্যামি জিতলেন উপমহাদেশের প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, তাঁর সঙ্গে গ্র্যামি জিতেছেন শঙ্কর মহাদেবন ও রাকেশ চৌরাসিয়া। ওস্তাদ জাকির হোসেন এবার তিনটি গ্র্যামি জিতেছেন, আর দুটি গ্র্যামি জিতেছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া।
গ্র্যামির মঞ্চে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে পুরস্কার জিতেছে ভারতীয় ব্যান্ড শক্তির অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন ভারতের চার সংগীতশিল্পী। শঙ্কর মহাদেবন থেকে ওস্তাদ জাকির হোসেন এই ব্যান্ডের সদস্য। ‘শক্তি’ ব্যান্ডের কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসেবে রয়েছেন ওস্তাদ জাকির হোসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।
২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে। মনোনয়নের তালিকায় ছিলেন সুজানা বাকা, বোকান্তে, ডেভিডো এবং বার্না বয়ের মতো সংগীতশিল্পীরাও।
গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়েই শঙ্কর জানান, এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন। পরিবার এবং বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সংগীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ববোধ করি। সব শেষে আমি একটা কথাই বলব। এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সংগীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি।’
‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগেও পুরস্কার জিতেছেন ওস্তাদ জাকির হোসেন ও বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। তাঁদের সৃষ্টি ‘পশতো’ এই বিভাগে পুরস্কৃত হয়েছে। এতে তাঁদের সঙ্গে আরও রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
এ ছাড়া বেস্ট কনটেমপোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম বিভাগে পুরস্কার জিতেছে ওস্তাদ জাকির হোসেনের অ্যালবাম ‘এজ উই স্পিক’। তাতে তাঁর সঙ্গে আরও ছিলেন রাকেশ চৌরাসিয়া, বেলা ফ্লেক ও এডগার মেয়ার।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বাজিমাত করেছে ভারত। আবারও গ্র্যামি জিতলেন উপমহাদেশের প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন, তাঁর সঙ্গে গ্র্যামি জিতেছেন শঙ্কর মহাদেবন ও রাকেশ চৌরাসিয়া। ওস্তাদ জাকির হোসেন এবার তিনটি গ্র্যামি জিতেছেন, আর দুটি গ্র্যামি জিতেছেন ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়া।
গ্র্যামির মঞ্চে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে পুরস্কার জিতেছে ভারতীয় ব্যান্ড শক্তির অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এই ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন ভারতের চার সংগীতশিল্পী। শঙ্কর মহাদেবন থেকে ওস্তাদ জাকির হোসেন এই ব্যান্ডের সদস্য। ‘শক্তি’ ব্যান্ডের কণ্ঠশিল্পী হলেন শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসেবে রয়েছেন ওস্তাদ জাকির হোসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ।
২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি গান রয়েছে এই অ্যালবামে। মনোনয়নের তালিকায় ছিলেন সুজানা বাকা, বোকান্তে, ডেভিডো এবং বার্না বয়ের মতো সংগীতশিল্পীরাও।
গ্র্যামি জেতার পর মঞ্চে দাঁড়িয়েই শঙ্কর জানান, এই পুরস্কার তিনি তাঁর স্ত্রীকে উৎসর্গ করলেন। পরিবার এবং বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানিয়ে গ্র্যামির মঞ্চে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। আমার সহকারী সংগীতশিল্পী পরিবার, বন্ধুবান্ধব সকলকে ধন্যবাদ। ভারতের জন্য আমরা গর্ববোধ করি। সব শেষে আমি একটা কথাই বলব। এই পুরস্কার আমার স্ত্রীর প্রাপ্য। আমার সংগীতের, আমার সৃষ্টির প্রতিটি সুর ওকে অর্পণ করি।’
‘শক্তি’ ব্যান্ডের সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগেও পুরস্কার জিতেছেন ওস্তাদ জাকির হোসেন ও বংশীবাদক রাকেশ চৌরাসিয়া। তাঁদের সৃষ্টি ‘পশতো’ এই বিভাগে পুরস্কৃত হয়েছে। এতে তাঁদের সঙ্গে আরও রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার।
এ ছাড়া বেস্ট কনটেমপোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম বিভাগে পুরস্কার জিতেছে ওস্তাদ জাকির হোসেনের অ্যালবাম ‘এজ উই স্পিক’। তাতে তাঁর সঙ্গে আরও ছিলেন রাকেশ চৌরাসিয়া, বেলা ফ্লেক ও এডগার মেয়ার।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৫ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৬ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৬ ঘণ্টা আগে