
রুশ সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে হলিউড তারকা ব্র্যাডলি কুপারের পাঁচ বছরের প্রেমের ইতি ঘটে ২০১৯ সালে। এই জুটির কন্যাসন্তান লিয়ার জন্ম হয় ২০১৭ সালে। আলাদা হলেও কন্যার জন্য দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। ব্র্যাডলি কুপার মনে করেন, লিয়ার জন্ম না হলে হয়তো তিনি পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলতেন। সম্প্রতি ড্যাক্স শেপার্ডের পডকাস্টে এমনটাই জানিয়েছেন অভিনেতা।
বাবা হওয়ার পর জীবনকে নতুন করে চিনেছেন বলে জানিয়েছেন কুপার। তাঁর কথায়, ‘বাবা–মায়েরা সন্তানের জন্য বলেন—আমার সন্তানের জন্য মরতেও প্রস্তুত আছি। কিন্তু সত্যি আমার কন্যার জন্মের পর প্রথমে আমি এমন কিছুই উপলব্ধি করতে পারিনি। প্রথম কয়েক মাস, এমনকি তখন আমি ঠিক জানতাম না সত্যিই বাচ্চাটাকে ভালোবাসতে পেরেছি কি না। কিন্তু আস্তে আস্তে আমার অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বদলে যতে থাকে। আমার সন্তানের জন্ম না হলে আমি বেঁচে থাকতাম কি না জানি না!’
বিচ্ছেদ হলেও লিয়ার জন্য মাঝেমধ্যে ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েককে একসঙ্গে দেখা যায়। তাঁরা বলেন, কো–প্যারেন্টিং করছেন। লিয়াকে নিয়ে দেশ বিদেশে তাঁদের ঘুরতে দেখা যায়। ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েক দুজনেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, কন্যা লিয়াকে ঘিরেই তাঁদের পৃথিবী। শত ব্যস্ততার মধ্যেও কন্যার জন্য আলাদা সময় থাকে তাঁদের। এমনকি দুজন দেখভাল করবেন বলে কন্যার জন্য কোনো আয়াও রাখেননি তাঁরা।
উল্লেখ্য, ২০০৭–এ অভিনেত্রী জেনিফার এসপোসিটোকে বিয়ে করেন কুপার। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর রেনে জেলওয়েগার, জো সালডানা, মডেল সুকি ওয়াটারহাউজের সঙ্গে ডেট করেছিলেন অভিনেতা। অন্যদিকে পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই কুপারের প্রেমে পড়েন ইরিনা।

রুশ সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে হলিউড তারকা ব্র্যাডলি কুপারের পাঁচ বছরের প্রেমের ইতি ঘটে ২০১৯ সালে। এই জুটির কন্যাসন্তান লিয়ার জন্ম হয় ২০১৭ সালে। আলাদা হলেও কন্যার জন্য দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। ব্র্যাডলি কুপার মনে করেন, লিয়ার জন্ম না হলে হয়তো তিনি পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলতেন। সম্প্রতি ড্যাক্স শেপার্ডের পডকাস্টে এমনটাই জানিয়েছেন অভিনেতা।
বাবা হওয়ার পর জীবনকে নতুন করে চিনেছেন বলে জানিয়েছেন কুপার। তাঁর কথায়, ‘বাবা–মায়েরা সন্তানের জন্য বলেন—আমার সন্তানের জন্য মরতেও প্রস্তুত আছি। কিন্তু সত্যি আমার কন্যার জন্মের পর প্রথমে আমি এমন কিছুই উপলব্ধি করতে পারিনি। প্রথম কয়েক মাস, এমনকি তখন আমি ঠিক জানতাম না সত্যিই বাচ্চাটাকে ভালোবাসতে পেরেছি কি না। কিন্তু আস্তে আস্তে আমার অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বদলে যতে থাকে। আমার সন্তানের জন্ম না হলে আমি বেঁচে থাকতাম কি না জানি না!’
বিচ্ছেদ হলেও লিয়ার জন্য মাঝেমধ্যে ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েককে একসঙ্গে দেখা যায়। তাঁরা বলেন, কো–প্যারেন্টিং করছেন। লিয়াকে নিয়ে দেশ বিদেশে তাঁদের ঘুরতে দেখা যায়। ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েক দুজনেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, কন্যা লিয়াকে ঘিরেই তাঁদের পৃথিবী। শত ব্যস্ততার মধ্যেও কন্যার জন্য আলাদা সময় থাকে তাঁদের। এমনকি দুজন দেখভাল করবেন বলে কন্যার জন্য কোনো আয়াও রাখেননি তাঁরা।
উল্লেখ্য, ২০০৭–এ অভিনেত্রী জেনিফার এসপোসিটোকে বিয়ে করেন কুপার। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর রেনে জেলওয়েগার, জো সালডানা, মডেল সুকি ওয়াটারহাউজের সঙ্গে ডেট করেছিলেন অভিনেতা। অন্যদিকে পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই কুপারের প্রেমে পড়েন ইরিনা।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
১ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
১ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
১ ঘণ্টা আগে