
রুশ সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে হলিউড তারকা ব্র্যাডলি কুপারের পাঁচ বছরের প্রেমের ইতি ঘটে ২০১৯ সালে। এই জুটির কন্যাসন্তান লিয়ার জন্ম হয় ২০১৭ সালে। আলাদা হলেও কন্যার জন্য দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। ব্র্যাডলি কুপার মনে করেন, লিয়ার জন্ম না হলে হয়তো তিনি পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলতেন। সম্প্রতি ড্যাক্স শেপার্ডের পডকাস্টে এমনটাই জানিয়েছেন অভিনেতা।
বাবা হওয়ার পর জীবনকে নতুন করে চিনেছেন বলে জানিয়েছেন কুপার। তাঁর কথায়, ‘বাবা–মায়েরা সন্তানের জন্য বলেন—আমার সন্তানের জন্য মরতেও প্রস্তুত আছি। কিন্তু সত্যি আমার কন্যার জন্মের পর প্রথমে আমি এমন কিছুই উপলব্ধি করতে পারিনি। প্রথম কয়েক মাস, এমনকি তখন আমি ঠিক জানতাম না সত্যিই বাচ্চাটাকে ভালোবাসতে পেরেছি কি না। কিন্তু আস্তে আস্তে আমার অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বদলে যতে থাকে। আমার সন্তানের জন্ম না হলে আমি বেঁচে থাকতাম কি না জানি না!’
বিচ্ছেদ হলেও লিয়ার জন্য মাঝেমধ্যে ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েককে একসঙ্গে দেখা যায়। তাঁরা বলেন, কো–প্যারেন্টিং করছেন। লিয়াকে নিয়ে দেশ বিদেশে তাঁদের ঘুরতে দেখা যায়। ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েক দুজনেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, কন্যা লিয়াকে ঘিরেই তাঁদের পৃথিবী। শত ব্যস্ততার মধ্যেও কন্যার জন্য আলাদা সময় থাকে তাঁদের। এমনকি দুজন দেখভাল করবেন বলে কন্যার জন্য কোনো আয়াও রাখেননি তাঁরা।
উল্লেখ্য, ২০০৭–এ অভিনেত্রী জেনিফার এসপোসিটোকে বিয়ে করেন কুপার। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর রেনে জেলওয়েগার, জো সালডানা, মডেল সুকি ওয়াটারহাউজের সঙ্গে ডেট করেছিলেন অভিনেতা। অন্যদিকে পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই কুপারের প্রেমে পড়েন ইরিনা।

রুশ সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে হলিউড তারকা ব্র্যাডলি কুপারের পাঁচ বছরের প্রেমের ইতি ঘটে ২০১৯ সালে। এই জুটির কন্যাসন্তান লিয়ার জন্ম হয় ২০১৭ সালে। আলাদা হলেও কন্যার জন্য দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। ব্র্যাডলি কুপার মনে করেন, লিয়ার জন্ম না হলে হয়তো তিনি পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলতেন। সম্প্রতি ড্যাক্স শেপার্ডের পডকাস্টে এমনটাই জানিয়েছেন অভিনেতা।
বাবা হওয়ার পর জীবনকে নতুন করে চিনেছেন বলে জানিয়েছেন কুপার। তাঁর কথায়, ‘বাবা–মায়েরা সন্তানের জন্য বলেন—আমার সন্তানের জন্য মরতেও প্রস্তুত আছি। কিন্তু সত্যি আমার কন্যার জন্মের পর প্রথমে আমি এমন কিছুই উপলব্ধি করতে পারিনি। প্রথম কয়েক মাস, এমনকি তখন আমি ঠিক জানতাম না সত্যিই বাচ্চাটাকে ভালোবাসতে পেরেছি কি না। কিন্তু আস্তে আস্তে আমার অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বদলে যতে থাকে। আমার সন্তানের জন্ম না হলে আমি বেঁচে থাকতাম কি না জানি না!’
বিচ্ছেদ হলেও লিয়ার জন্য মাঝেমধ্যে ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েককে একসঙ্গে দেখা যায়। তাঁরা বলেন, কো–প্যারেন্টিং করছেন। লিয়াকে নিয়ে দেশ বিদেশে তাঁদের ঘুরতে দেখা যায়। ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েক দুজনেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, কন্যা লিয়াকে ঘিরেই তাঁদের পৃথিবী। শত ব্যস্ততার মধ্যেও কন্যার জন্য আলাদা সময় থাকে তাঁদের। এমনকি দুজন দেখভাল করবেন বলে কন্যার জন্য কোনো আয়াও রাখেননি তাঁরা।
উল্লেখ্য, ২০০৭–এ অভিনেত্রী জেনিফার এসপোসিটোকে বিয়ে করেন কুপার। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর রেনে জেলওয়েগার, জো সালডানা, মডেল সুকি ওয়াটারহাউজের সঙ্গে ডেট করেছিলেন অভিনেতা। অন্যদিকে পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই কুপারের প্রেমে পড়েন ইরিনা।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে