
ঢাকা: উপস্থাপনা দিয়েই বিশ্বজুড়ে পরিচিত অপরাহ উইনফ্রে। তাঁর নেওয়া বিখ্যাত ব্যক্তিদের সাক্ষাৎকার প্রচুরসংখ্যক দর্শক দেখেন। কয়েক সপ্তাহ আগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল তাঁকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে এমন অনেক তথ্য তুলে এনেছিলেন অপরাহ, তাঁদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে, যা অনেককেই বিস্মিত করেছে।
বিস্মিত করল অপরাহ উইনফ্রের সাম্প্রতিক সাক্ষাৎকারও। নিজের জীবনে ঘটে যাওয়া ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানালেন, এক কাজিনের হাতে চার বছর ধরে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। অপরাহ তখন ছোট। ৯ থেকে ১২ বছর পর্যন্ত তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আর এই জঘন্য কাজটি করেছিল তাঁরই কয়েক বছরের বড় কাজিন।
বাফটাজয়ী চলচ্চিত্রকার আসিফ কাপাডিয়ার উপস্থাপনা ও এমি পুরস্কারজয়ী নির্মাতা ডন পোর্টারের প্রযোজনায় অ্যাপল প্লাস টিভিতে চলছে প্রামাণ্য সিরিজ ‘দ্য মি ইউ কান্ট সি’।
এতে সম্প্রতি অতিথি হয়েছিলেন অপরাহ উইনফ্রে। কন্যাশিশু ও নারীদের ওপর যৌন নিগ্রহই এ সিরিজের বিষয়বস্তু। এ নিয়ে নিজের শৈশবের উদাহরণ টানতে গিয়ে ৬৭ বছরের অপরাহ ওই অনুষ্ঠানে এসব কথা জানান।

তিনি বলেন, ‘ওটা এমন একটা সময় ছিল, তখন আমার ধারণাই ছিল না ধর্ষণ কাকে বলে। এমনকি যৌনমিলন বলতে কী বোঝায়, তাও জানতাম না। ওই সময়ে আমার বয়সী একটা মেয়ে এটাও জানত না যে সন্তান কী করে গর্ভে আসে।’
অপরাহ উইনফ্রে এ আলোচনায় যৌনশিক্ষার দিকেই ইঙ্গিত করেন, যার অভাব যে কতটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে, তিনি সেটার বাস্তব উদাহরণ।
কিছুদিন আগেই এই শোয়ে এসেছিলেন পপতারকা লেডি গাগা। সেখানে তিনিও জানিয়েছিলেন তাঁর কঠিন সময়ের অভিজ্ঞতা। গাগার যখন ১৯ বছর বয়স, তখন স্টুডিওতে এক প্রযোজকের হাতে ভয়াবহভাবে ধর্ষণের শিকার হন। পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়েন। এরপর কয়েক বছর মানসিকভাবে অসুস্থ ছিলেন গাগা।

ঢাকা: উপস্থাপনা দিয়েই বিশ্বজুড়ে পরিচিত অপরাহ উইনফ্রে। তাঁর নেওয়া বিখ্যাত ব্যক্তিদের সাক্ষাৎকার প্রচুরসংখ্যক দর্শক দেখেন। কয়েক সপ্তাহ আগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল তাঁকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে এমন অনেক তথ্য তুলে এনেছিলেন অপরাহ, তাঁদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে, যা অনেককেই বিস্মিত করেছে।
বিস্মিত করল অপরাহ উইনফ্রের সাম্প্রতিক সাক্ষাৎকারও। নিজের জীবনে ঘটে যাওয়া ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানালেন, এক কাজিনের হাতে চার বছর ধরে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। অপরাহ তখন ছোট। ৯ থেকে ১২ বছর পর্যন্ত তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। আর এই জঘন্য কাজটি করেছিল তাঁরই কয়েক বছরের বড় কাজিন।
বাফটাজয়ী চলচ্চিত্রকার আসিফ কাপাডিয়ার উপস্থাপনা ও এমি পুরস্কারজয়ী নির্মাতা ডন পোর্টারের প্রযোজনায় অ্যাপল প্লাস টিভিতে চলছে প্রামাণ্য সিরিজ ‘দ্য মি ইউ কান্ট সি’।
এতে সম্প্রতি অতিথি হয়েছিলেন অপরাহ উইনফ্রে। কন্যাশিশু ও নারীদের ওপর যৌন নিগ্রহই এ সিরিজের বিষয়বস্তু। এ নিয়ে নিজের শৈশবের উদাহরণ টানতে গিয়ে ৬৭ বছরের অপরাহ ওই অনুষ্ঠানে এসব কথা জানান।

তিনি বলেন, ‘ওটা এমন একটা সময় ছিল, তখন আমার ধারণাই ছিল না ধর্ষণ কাকে বলে। এমনকি যৌনমিলন বলতে কী বোঝায়, তাও জানতাম না। ওই সময়ে আমার বয়সী একটা মেয়ে এটাও জানত না যে সন্তান কী করে গর্ভে আসে।’
অপরাহ উইনফ্রে এ আলোচনায় যৌনশিক্ষার দিকেই ইঙ্গিত করেন, যার অভাব যে কতটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে, তিনি সেটার বাস্তব উদাহরণ।
কিছুদিন আগেই এই শোয়ে এসেছিলেন পপতারকা লেডি গাগা। সেখানে তিনিও জানিয়েছিলেন তাঁর কঠিন সময়ের অভিজ্ঞতা। গাগার যখন ১৯ বছর বয়স, তখন স্টুডিওতে এক প্রযোজকের হাতে ভয়াবহভাবে ধর্ষণের শিকার হন। পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়েন। এরপর কয়েক বছর মানসিকভাবে অসুস্থ ছিলেন গাগা।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৩ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৩ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
৩ ঘণ্টা আগে