বিনোদন ডেস্ক

স্পাইডার-ম্যান সিরিজের সর্বশেষ সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। ২০০ মিলিয়নে তৈরি সিনেমাটি আয় করেছিল প্রায় দুই বিলিয়ন ডলার। তবুও পরের কিস্তির ঘোষণা দিতে অনেকটা সময় নিচ্ছিল মার্ভেল স্টুডিওস। অবশেষে কয়েক মাস আগে নতুন পর্বের ঘোষণা আসে, জানানো হয় টম হল্যান্ডই হবেন পরের কিস্তির স্পাইডার-ম্যান।
নতুন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এতে স্পাইডার-ম্যানের পোশাকের ডিজাইনেও খানিকটা বদল আনা হয়েছে।
পরিচালনা করছেন ‘শ্যাং-চি’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’খ্যাত নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
প্রথম দিনের শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন প্রকাশ করেছে সনি পিকচার্স। নতুন পোশাকেই শুটিংয়ে অংশ নিতে দেখা গেল টম হল্যান্ডকে। রাস্তায় চলতে থাকা একটি ট্যাংকের ওপর স্পাইডার-ম্যানের অ্যাকশন দৃশ্যের শুটিং হয় প্রথম দিন।

গত রোববার প্রকাশিত এক মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
স্পাইডার-ম্যান হিসেবে ‘ব্র্যান্ড নিউ ডে’ টম হল্যান্ডের চতুর্থ সিনেমা। চার বছর পর এ চরিত্র হয়ে ক্যামেরার সামনে ফিরে অভিনেতা বলেন, ‘আমার খুব ভালো লাগছে। স্পাইডার-ম্যান হিসেবে এই নিয়ে চারবার। আশা করছি সব ঠিকঠাকভাবে শেষ হবে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কোনো চাপ নেই। এবার স্পাইডার-ম্যানের পোশাক পরে বেশ অন্যরকম লাগছে। আমাদের শুটিং সেটে এবারই প্রথম ভক্তরা এসেছেন। তাঁদের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।’

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে তৈরি হচ্ছে একই শিরোনামের মার্ভেল কমিকস অবলম্বনে। এতে পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ড ছাড়াও এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া। আরও অভিনয় করছেন জ্যাকব বাটালন, স্যাডি সিঙ্ক, মার্ক রুফালো প্রমুখ। ২০২৬ সালের ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার প্রথম দিনের শুটিং:

স্পাইডার-ম্যান সিরিজের সর্বশেষ সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। ২০০ মিলিয়নে তৈরি সিনেমাটি আয় করেছিল প্রায় দুই বিলিয়ন ডলার। তবুও পরের কিস্তির ঘোষণা দিতে অনেকটা সময় নিচ্ছিল মার্ভেল স্টুডিওস। অবশেষে কয়েক মাস আগে নতুন পর্বের ঘোষণা আসে, জানানো হয় টম হল্যান্ডই হবেন পরের কিস্তির স্পাইডার-ম্যান।
নতুন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এতে স্পাইডার-ম্যানের পোশাকের ডিজাইনেও খানিকটা বদল আনা হয়েছে।
পরিচালনা করছেন ‘শ্যাং-চি’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’খ্যাত নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
প্রথম দিনের শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন প্রকাশ করেছে সনি পিকচার্স। নতুন পোশাকেই শুটিংয়ে অংশ নিতে দেখা গেল টম হল্যান্ডকে। রাস্তায় চলতে থাকা একটি ট্যাংকের ওপর স্পাইডার-ম্যানের অ্যাকশন দৃশ্যের শুটিং হয় প্রথম দিন।

গত রোববার প্রকাশিত এক মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
স্পাইডার-ম্যান হিসেবে ‘ব্র্যান্ড নিউ ডে’ টম হল্যান্ডের চতুর্থ সিনেমা। চার বছর পর এ চরিত্র হয়ে ক্যামেরার সামনে ফিরে অভিনেতা বলেন, ‘আমার খুব ভালো লাগছে। স্পাইডার-ম্যান হিসেবে এই নিয়ে চারবার। আশা করছি সব ঠিকঠাকভাবে শেষ হবে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কোনো চাপ নেই। এবার স্পাইডার-ম্যানের পোশাক পরে বেশ অন্যরকম লাগছে। আমাদের শুটিং সেটে এবারই প্রথম ভক্তরা এসেছেন। তাঁদের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।’

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে তৈরি হচ্ছে একই শিরোনামের মার্ভেল কমিকস অবলম্বনে। এতে পিটার পার্কার চরিত্রে টম হল্যান্ড ছাড়াও এমজে চরিত্রে ফিরেছেন জেন্ডায়া। আরও অভিনয় করছেন জ্যাকব বাটালন, স্যাডি সিঙ্ক, মার্ক রুফালো প্রমুখ। ২০২৬ সালের ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার প্রথম দিনের শুটিং:

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১২ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১২ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৪ ঘণ্টা আগে