আজকের পত্রিকা ডেস্ক

পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের আসন্ন হরর কমেডি ছবি ‘সরদারজি-৩’ ভারতে মুক্তি পাচ্ছে না। ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে এই ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করায় ছবিটি শুধু বিদেশের বাজারেই মুক্তি পাচ্ছে। গতকাল রোববার দিলজিৎ নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন।
নিজের ইনস্টাগ্রাম পেজে ট্রেলারটি শেয়ার করে দিলজিৎ লিখেছেন, ‘সরদারজি-৩ ২৭ জুন শুধু বিদেশে মুক্তি পাচ্ছে।’ পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে ছবিটি ভারতে মুক্তি পাবে না।
’সরদারজি-৩’-এর ট্রেলারের ইউটিউব লিংকটি ভারতে ‘জিও-ব্লক’ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় ব্যবহারকারীরা এটি দেখতে পারছেন না। ইউটিউবে লেখা দেখাচ্ছে, ‘আপলোডার এই ভিডিও আপনার দেশে অনুমোদন করেননি।’ তবে ছবির টিজার ও গানগুলো ভারতে দেখা যাচ্ছে।
হরর কমেডি ‘সরদারজি ৩’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জ, হানিয়া আমির ও নেরু বাজওয়া অভিনয় করেছেন। ট্রেলারে হানিয়াকে একজন ভূত শিকারির (ওঝা) ভূমিকায় দেখা গেছে, যিনি দিলজিতের সঙ্গে মিলে যুক্তরাজ্যের একটি প্রাসাদ থেকে একটি প্রেতাত্মাকে তাড়ানোর দায়িত্ব পান। ছবিটি ভূতের অস্তিত্ব নিয়ে একটি ব্যঙ্গাত্মক কমেডি এবং দর্শকদের হাসির খোরাক জোগাবে বলে আশা করা হচ্ছে।
২৫ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তির কথা ছিল। তবে কাস্টিং নিয়ে বিতর্কের মুখে পড়েছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এই ছবির বিরুদ্ধে আপত্তি জানিয়েছে এবং সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার অনুরোধ করেছে। তাদের আপত্তি মূলত হানিয়া আমির, নাসির চিনিয়োতি, ড্যানিয়েল খাওয়ার, সেলিম আলবেলাসহ অন্যান্য পাকিস্তানি অভিনেতার কাস্টিং নিয়ে।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের প্রধান প্রসূন জোশি সেন্সর বোর্ডকে একটি চিঠিতে লিখেছেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি জারি করা নির্দেশিকা অনুসারে, ভারতীয় প্রযোজনায় পাকিস্তানিমূলে থাকা বিষয়বস্তু ও পাকিস্তানি শিল্পীদের সঙ্গে সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজও একই অবস্থান নিয়েছে। তাই আমরা সেন্সর বোর্ডকে অনুরোধ করছি, সার্টিফিকেশন প্রক্রিয়া শুরু করার আগে এই নির্দেশিকা ও জাতীয় স্বার্থের বিষয়গুলো বিবেচনা করুন। আমরা সেন্সর বোর্ডের নিরপেক্ষ ও কঠোর সার্টিফিকেশন প্রক্রিয়ার প্রশংসা করি এবং বিশ্বাস করি, আপনারা এই অনুরোধ যথাযথভাবে বিবেচনা করবেন।’
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির পর সরকারের নির্দেশ অনুসারে ফিল্ম বডিগুলো পাকিস্তানি অভিনেতা ও প্রযুক্তিবিদদের সঙ্গে সহযোগিতা নিষিদ্ধ ঘোষণা করেছে।
সরদার জি ৩-এর আগে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তনমূলক হিন্দি ছবি ‘আবির গুলাল’-এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতীয় সেন্সর বোর্ড।

পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের আসন্ন হরর কমেডি ছবি ‘সরদারজি-৩’ ভারতে মুক্তি পাচ্ছে না। ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে এই ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করায় ছবিটি শুধু বিদেশের বাজারেই মুক্তি পাচ্ছে। গতকাল রোববার দিলজিৎ নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন।
নিজের ইনস্টাগ্রাম পেজে ট্রেলারটি শেয়ার করে দিলজিৎ লিখেছেন, ‘সরদারজি-৩ ২৭ জুন শুধু বিদেশে মুক্তি পাচ্ছে।’ পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে ছবিটি ভারতে মুক্তি পাবে না।
’সরদারজি-৩’-এর ট্রেলারের ইউটিউব লিংকটি ভারতে ‘জিও-ব্লক’ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় ব্যবহারকারীরা এটি দেখতে পারছেন না। ইউটিউবে লেখা দেখাচ্ছে, ‘আপলোডার এই ভিডিও আপনার দেশে অনুমোদন করেননি।’ তবে ছবির টিজার ও গানগুলো ভারতে দেখা যাচ্ছে।
হরর কমেডি ‘সরদারজি ৩’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জ, হানিয়া আমির ও নেরু বাজওয়া অভিনয় করেছেন। ট্রেলারে হানিয়াকে একজন ভূত শিকারির (ওঝা) ভূমিকায় দেখা গেছে, যিনি দিলজিতের সঙ্গে মিলে যুক্তরাজ্যের একটি প্রাসাদ থেকে একটি প্রেতাত্মাকে তাড়ানোর দায়িত্ব পান। ছবিটি ভূতের অস্তিত্ব নিয়ে একটি ব্যঙ্গাত্মক কমেডি এবং দর্শকদের হাসির খোরাক জোগাবে বলে আশা করা হচ্ছে।
২৫ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তির কথা ছিল। তবে কাস্টিং নিয়ে বিতর্কের মুখে পড়েছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এই ছবির বিরুদ্ধে আপত্তি জানিয়েছে এবং সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার অনুরোধ করেছে। তাদের আপত্তি মূলত হানিয়া আমির, নাসির চিনিয়োতি, ড্যানিয়েল খাওয়ার, সেলিম আলবেলাসহ অন্যান্য পাকিস্তানি অভিনেতার কাস্টিং নিয়ে।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের প্রধান প্রসূন জোশি সেন্সর বোর্ডকে একটি চিঠিতে লিখেছেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি জারি করা নির্দেশিকা অনুসারে, ভারতীয় প্রযোজনায় পাকিস্তানিমূলে থাকা বিষয়বস্তু ও পাকিস্তানি শিল্পীদের সঙ্গে সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজও একই অবস্থান নিয়েছে। তাই আমরা সেন্সর বোর্ডকে অনুরোধ করছি, সার্টিফিকেশন প্রক্রিয়া শুরু করার আগে এই নির্দেশিকা ও জাতীয় স্বার্থের বিষয়গুলো বিবেচনা করুন। আমরা সেন্সর বোর্ডের নিরপেক্ষ ও কঠোর সার্টিফিকেশন প্রক্রিয়ার প্রশংসা করি এবং বিশ্বাস করি, আপনারা এই অনুরোধ যথাযথভাবে বিবেচনা করবেন।’
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির পর সরকারের নির্দেশ অনুসারে ফিল্ম বডিগুলো পাকিস্তানি অভিনেতা ও প্রযুক্তিবিদদের সঙ্গে সহযোগিতা নিষিদ্ধ ঘোষণা করেছে।
সরদার জি ৩-এর আগে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তনমূলক হিন্দি ছবি ‘আবির গুলাল’-এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতীয় সেন্সর বোর্ড।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৩ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৩ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
৩ ঘণ্টা আগে