বিনোদন প্রতিবেদক, ঢাকা

বড় বোন মেহজাবীন চৌধুরীর দেখানো পথ ধরে এগোচ্ছেন মালাইকা চৌধুরী। মডেলিংয়ের পর পা রেখেছেন অভিনয়ে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে শুরু হয়েছে তাঁর অভিনয়ের জার্নি। মালাইকার ক্যারিয়ারকে বলতে গেলে নিজের হাতে গুছিয়ে দিচ্ছেন মেহজাবীন।
সর্বক্ষণ পরামর্শ দিয়ে যাচ্ছেন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা। যে নাটক দিয়ে তাঁর অভিনয় শুরু হলো, সেটার গল্পও ভেবেছেন মেহজাবীন। এমনকি সংবাদমাধ্যমে মালাইকার প্রথম সাক্ষাৎকারেও তাঁর সঙ্গী হয়েছিলেন মেহজাবীন।
মালাইকার নাটকে যুক্ত হওয়া প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে মেহজাবীন বলেন, ‘নাটকের গল্প চূড়ান্ত হওয়ার পর রাজ ভাই আমায় বললেন, এই গল্পে নতুন কেউ হলে ভালো হয়। এরপর অক্টোবরে সে আমায় বলল, চিত্রনাট্য রেডি। মালাইকার কি সময় আছে? সে সময় ওর ছুটি ছিল। ওকে বললাম তুমি নাটক করছ। এভাবেই নাটকে যুক্ত হয়ে গেল।’
মেহজাবীন জানান, মালাইকার জন্য সন্ধিক্ষণ নাটকটির চিত্রনাট্যও পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, ‘নাটক ও বিজ্ঞাপন এক নয়। নাটকে অনেক সংলাপ বলতে হয়। চিত্রনাট্য প্রস্তুত হওয়ার পর রাজ ভাইকে বলি, এত সংলাপ কি মালাইকা দিতে পারবে? তাঁকে বোঝালাম, ও হয়তো অনেক ডায়ালগ দিতে পারবে না। আপনি সেভাবে চিত্রনাট্য তৈরি করেন। রাজ ভাই আরেকটু সময় নিলেন। মালাইকাকে মাথায় রেখে চিত্রনাট্য পরিবর্তন করলেন।’

মালাইকা জানান, অভিনয়ের প্রথম রিহার্সেলটাও তিনি করেছেন বড় বোন মেহজাবীনের সঙ্গে। মালাইকা বলেন, ‘হঠাৎ একদিন আপু আমায় বলল, তুমি নাটক করছ। তাঁর কাছেই গল্পটি শুনলাম। চিত্রনাট্য পাওয়ার পর আপুর সঙ্গেই প্রথম রিহার্সেল করেছি।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মালাইকা বলেন, ‘প্রথম দিন আমার কোনো ডায়ালগ ছিল না। এটা আমার জন্য অনেক ভালো হয়েছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কান্নার দৃশ্যের শুটিং করতে। শুধু কাঁদব, আর কিছু করতে হবে না। এ ছাড়া রাগ হওয়ার দৃশ্যে অভিনয় করতে ভালো লেগেছে।’

এ নাটকে মেহজাবীনের অনেক পোশাকও ব্যবহার করেছেন মালাইকা। বিষয়টি অনেক স্পেশাল মেহজাবীনের কাছে। তিনি বলেন, ‘এ নাটকে মালাইকা যে পোশাকগুলো পরেছে, সেগুলো দিয়ে একটা সময় আমি শুটিং করেছি। ওর শুটিংয়ে একটি শাড়ির দরকার ছিল। তখন আমার শাড়িগুলো বের করলাম। তিনটি শাড়ি ওর সামনে রাখলাম, এর মধ্যে আমার দুটি শাড়ি ও আম্মুর একটি। অনেকক্ষণ ভেবে আম্মুর শাড়িটি দিয়ে ওকে যখন রেডি করছিলাম, খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম দুই বোন।’

বড় বোন মেহজাবীন চৌধুরীর দেখানো পথ ধরে এগোচ্ছেন মালাইকা চৌধুরী। মডেলিংয়ের পর পা রেখেছেন অভিনয়ে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে শুরু হয়েছে তাঁর অভিনয়ের জার্নি। মালাইকার ক্যারিয়ারকে বলতে গেলে নিজের হাতে গুছিয়ে দিচ্ছেন মেহজাবীন।
সর্বক্ষণ পরামর্শ দিয়ে যাচ্ছেন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা। যে নাটক দিয়ে তাঁর অভিনয় শুরু হলো, সেটার গল্পও ভেবেছেন মেহজাবীন। এমনকি সংবাদমাধ্যমে মালাইকার প্রথম সাক্ষাৎকারেও তাঁর সঙ্গী হয়েছিলেন মেহজাবীন।
মালাইকার নাটকে যুক্ত হওয়া প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে মেহজাবীন বলেন, ‘নাটকের গল্প চূড়ান্ত হওয়ার পর রাজ ভাই আমায় বললেন, এই গল্পে নতুন কেউ হলে ভালো হয়। এরপর অক্টোবরে সে আমায় বলল, চিত্রনাট্য রেডি। মালাইকার কি সময় আছে? সে সময় ওর ছুটি ছিল। ওকে বললাম তুমি নাটক করছ। এভাবেই নাটকে যুক্ত হয়ে গেল।’
মেহজাবীন জানান, মালাইকার জন্য সন্ধিক্ষণ নাটকটির চিত্রনাট্যও পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, ‘নাটক ও বিজ্ঞাপন এক নয়। নাটকে অনেক সংলাপ বলতে হয়। চিত্রনাট্য প্রস্তুত হওয়ার পর রাজ ভাইকে বলি, এত সংলাপ কি মালাইকা দিতে পারবে? তাঁকে বোঝালাম, ও হয়তো অনেক ডায়ালগ দিতে পারবে না। আপনি সেভাবে চিত্রনাট্য তৈরি করেন। রাজ ভাই আরেকটু সময় নিলেন। মালাইকাকে মাথায় রেখে চিত্রনাট্য পরিবর্তন করলেন।’

মালাইকা জানান, অভিনয়ের প্রথম রিহার্সেলটাও তিনি করেছেন বড় বোন মেহজাবীনের সঙ্গে। মালাইকা বলেন, ‘হঠাৎ একদিন আপু আমায় বলল, তুমি নাটক করছ। তাঁর কাছেই গল্পটি শুনলাম। চিত্রনাট্য পাওয়ার পর আপুর সঙ্গেই প্রথম রিহার্সেল করেছি।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মালাইকা বলেন, ‘প্রথম দিন আমার কোনো ডায়ালগ ছিল না। এটা আমার জন্য অনেক ভালো হয়েছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কান্নার দৃশ্যের শুটিং করতে। শুধু কাঁদব, আর কিছু করতে হবে না। এ ছাড়া রাগ হওয়ার দৃশ্যে অভিনয় করতে ভালো লেগেছে।’

এ নাটকে মেহজাবীনের অনেক পোশাকও ব্যবহার করেছেন মালাইকা। বিষয়টি অনেক স্পেশাল মেহজাবীনের কাছে। তিনি বলেন, ‘এ নাটকে মালাইকা যে পোশাকগুলো পরেছে, সেগুলো দিয়ে একটা সময় আমি শুটিং করেছি। ওর শুটিংয়ে একটি শাড়ির দরকার ছিল। তখন আমার শাড়িগুলো বের করলাম। তিনটি শাড়ি ওর সামনে রাখলাম, এর মধ্যে আমার দুটি শাড়ি ও আম্মুর একটি। অনেকক্ষণ ভেবে আম্মুর শাড়িটি দিয়ে ওকে যখন রেডি করছিলাম, খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম দুই বোন।’

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১৩ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৩ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১৩ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে