
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন অশোভন কনটেন্ট প্রচার হচ্ছিল অনেকদিন ধরে। সম্প্রতি এ বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সেই সূত্রে পুলিশের ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) কর্তারা আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। নায়কের বিরুদ্ধে নানা গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিএমপির স্পেশাল ও সাইবার ক্রাইম ইউনিট।
এ ধরণের প্রচারণা যাতে আর না করে, সেজন্য তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হচ্ছে। এসব অভিযুক্ত ইউটিউবারদের মধ্যে দুজন নারী ও কয়েকজন পুরুষ রয়েছেন বলে জানা গেছে।
জায়েদ খান বলেন, ‘আমি অনেকদিন এগুলো সহ্য করেছি। ব্যক্তিগতভাবে দু-একজনকে অনুরোধও করেছি, মিথ্যা তথ্য দিয়ে এসব নোংরামি না করার জন্য। কিন্তু কিছুতেই তারা থামছিলো না। মনে হচ্ছিল, ওরা আমাকে ধ্বংস করেই ক্ষান্ত হবে। শেষে বাধ্য হয়ে জিডি করলাম। আমি ঢাকার বাইরে শুটিংয়ে আছি। জানতে পেরেছি অভিযুক্তদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার কথা হলো, মুচলেকা দিয়ে তারা যদি শুদ্ধ হয়; ক্ষতি কি? হোক না। মামলা করলেই ওরা গ্রেপ্তার হবে, জেল-জরিমানা হবে। আমি প্রথমেই সেটা চাই না। আমি চাই ওরা শুদ্ধ হোক।’
জায়েদ খান আরও বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি, সাইবার ক্রাইম) মনিরুল ইসলামের কাছে আমি লিখিতভাবে অভিযোগ দায়ের করি। ইচ্ছাকৃতভাবে কয়েকটি ইউটিউব ও ভুঁইফোঁড় অনলাইন আমার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য প্রচার করে। তাদের বিরুদ্ধেই আমার অবস্থান। আমার লিখিত অভিযোগের ভিত্তিতে ডিবি সাইবার ক্রাইম থেকে তাদেরকে ডাকা হয়েছে।’
তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার অব্যাহত রাখলে, পরবর্তী সময়ে তাদের নামে মামলা করবেন বলে জানিয়েছেন জায়েদ খান।
এই মুহূর্তে ‘সোনার চর’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন অশোভন কনটেন্ট প্রচার হচ্ছিল অনেকদিন ধরে। সম্প্রতি এ বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সেই সূত্রে পুলিশের ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) কর্তারা আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। নায়কের বিরুদ্ধে নানা গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিএমপির স্পেশাল ও সাইবার ক্রাইম ইউনিট।
এ ধরণের প্রচারণা যাতে আর না করে, সেজন্য তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হচ্ছে। এসব অভিযুক্ত ইউটিউবারদের মধ্যে দুজন নারী ও কয়েকজন পুরুষ রয়েছেন বলে জানা গেছে।
জায়েদ খান বলেন, ‘আমি অনেকদিন এগুলো সহ্য করেছি। ব্যক্তিগতভাবে দু-একজনকে অনুরোধও করেছি, মিথ্যা তথ্য দিয়ে এসব নোংরামি না করার জন্য। কিন্তু কিছুতেই তারা থামছিলো না। মনে হচ্ছিল, ওরা আমাকে ধ্বংস করেই ক্ষান্ত হবে। শেষে বাধ্য হয়ে জিডি করলাম। আমি ঢাকার বাইরে শুটিংয়ে আছি। জানতে পেরেছি অভিযুক্তদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার কথা হলো, মুচলেকা দিয়ে তারা যদি শুদ্ধ হয়; ক্ষতি কি? হোক না। মামলা করলেই ওরা গ্রেপ্তার হবে, জেল-জরিমানা হবে। আমি প্রথমেই সেটা চাই না। আমি চাই ওরা শুদ্ধ হোক।’
জায়েদ খান আরও বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি, সাইবার ক্রাইম) মনিরুল ইসলামের কাছে আমি লিখিতভাবে অভিযোগ দায়ের করি। ইচ্ছাকৃতভাবে কয়েকটি ইউটিউব ও ভুঁইফোঁড় অনলাইন আমার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য প্রচার করে। তাদের বিরুদ্ধেই আমার অবস্থান। আমার লিখিত অভিযোগের ভিত্তিতে ডিবি সাইবার ক্রাইম থেকে তাদেরকে ডাকা হয়েছে।’
তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার অব্যাহত রাখলে, পরবর্তী সময়ে তাদের নামে মামলা করবেন বলে জানিয়েছেন জায়েদ খান।
এই মুহূর্তে ‘সোনার চর’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন জায়েদ খান।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
১৩ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
২০ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
২০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
২০ ঘণ্টা আগে