
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন অশোভন কনটেন্ট প্রচার হচ্ছিল অনেকদিন ধরে। সম্প্রতি এ বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সেই সূত্রে পুলিশের ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) কর্তারা আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। নায়কের বিরুদ্ধে নানা গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিএমপির স্পেশাল ও সাইবার ক্রাইম ইউনিট।
এ ধরণের প্রচারণা যাতে আর না করে, সেজন্য তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হচ্ছে। এসব অভিযুক্ত ইউটিউবারদের মধ্যে দুজন নারী ও কয়েকজন পুরুষ রয়েছেন বলে জানা গেছে।
জায়েদ খান বলেন, ‘আমি অনেকদিন এগুলো সহ্য করেছি। ব্যক্তিগতভাবে দু-একজনকে অনুরোধও করেছি, মিথ্যা তথ্য দিয়ে এসব নোংরামি না করার জন্য। কিন্তু কিছুতেই তারা থামছিলো না। মনে হচ্ছিল, ওরা আমাকে ধ্বংস করেই ক্ষান্ত হবে। শেষে বাধ্য হয়ে জিডি করলাম। আমি ঢাকার বাইরে শুটিংয়ে আছি। জানতে পেরেছি অভিযুক্তদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার কথা হলো, মুচলেকা দিয়ে তারা যদি শুদ্ধ হয়; ক্ষতি কি? হোক না। মামলা করলেই ওরা গ্রেপ্তার হবে, জেল-জরিমানা হবে। আমি প্রথমেই সেটা চাই না। আমি চাই ওরা শুদ্ধ হোক।’
জায়েদ খান আরও বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি, সাইবার ক্রাইম) মনিরুল ইসলামের কাছে আমি লিখিতভাবে অভিযোগ দায়ের করি। ইচ্ছাকৃতভাবে কয়েকটি ইউটিউব ও ভুঁইফোঁড় অনলাইন আমার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য প্রচার করে। তাদের বিরুদ্ধেই আমার অবস্থান। আমার লিখিত অভিযোগের ভিত্তিতে ডিবি সাইবার ক্রাইম থেকে তাদেরকে ডাকা হয়েছে।’
তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার অব্যাহত রাখলে, পরবর্তী সময়ে তাদের নামে মামলা করবেন বলে জানিয়েছেন জায়েদ খান।
এই মুহূর্তে ‘সোনার চর’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন অশোভন কনটেন্ট প্রচার হচ্ছিল অনেকদিন ধরে। সম্প্রতি এ বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সেই সূত্রে পুলিশের ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) কর্তারা আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। নায়কের বিরুদ্ধে নানা গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিএমপির স্পেশাল ও সাইবার ক্রাইম ইউনিট।
এ ধরণের প্রচারণা যাতে আর না করে, সেজন্য তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হচ্ছে। এসব অভিযুক্ত ইউটিউবারদের মধ্যে দুজন নারী ও কয়েকজন পুরুষ রয়েছেন বলে জানা গেছে।
জায়েদ খান বলেন, ‘আমি অনেকদিন এগুলো সহ্য করেছি। ব্যক্তিগতভাবে দু-একজনকে অনুরোধও করেছি, মিথ্যা তথ্য দিয়ে এসব নোংরামি না করার জন্য। কিন্তু কিছুতেই তারা থামছিলো না। মনে হচ্ছিল, ওরা আমাকে ধ্বংস করেই ক্ষান্ত হবে। শেষে বাধ্য হয়ে জিডি করলাম। আমি ঢাকার বাইরে শুটিংয়ে আছি। জানতে পেরেছি অভিযুক্তদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার কথা হলো, মুচলেকা দিয়ে তারা যদি শুদ্ধ হয়; ক্ষতি কি? হোক না। মামলা করলেই ওরা গ্রেপ্তার হবে, জেল-জরিমানা হবে। আমি প্রথমেই সেটা চাই না। আমি চাই ওরা শুদ্ধ হোক।’
জায়েদ খান আরও বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি, সাইবার ক্রাইম) মনিরুল ইসলামের কাছে আমি লিখিতভাবে অভিযোগ দায়ের করি। ইচ্ছাকৃতভাবে কয়েকটি ইউটিউব ও ভুঁইফোঁড় অনলাইন আমার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য প্রচার করে। তাদের বিরুদ্ধেই আমার অবস্থান। আমার লিখিত অভিযোগের ভিত্তিতে ডিবি সাইবার ক্রাইম থেকে তাদেরকে ডাকা হয়েছে।’
তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার অব্যাহত রাখলে, পরবর্তী সময়ে তাদের নামে মামলা করবেন বলে জানিয়েছেন জায়েদ খান।
এই মুহূর্তে ‘সোনার চর’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন জায়েদ খান।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৪ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৪ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
৪ ঘণ্টা আগে