
অনেক নাটকীয়তার পর গত শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন জায়েদ খান। ওইদিন জায়েদ খানসহ নির্বাচিত পাঁচ শিল্পীকে শপথ পড়ান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। ওই সময় তিনি বলেছিলেন, ‘জায়েদ খান আমাকে আদালতের সার্টিফায়েড কপি দেখিয়েছে, তাই তাঁকে শপথ পাঠ করিয়েছি।’
ঘটনার তিন দিনের মাথায় এসে সংবাদ সম্মেলন ডেকে জায়েদ খানের শপথ বাতিলের ঘোষণা দিলেন ইলিয়াস কাঞ্চন। অভিযোগ করলেন, শপথ নেওয়ার জন্য জায়েদ খান ছলনার আশ্রয় নিয়েছিলেন। আদালতের যে কাগজ তিনি ইলিয়াস কাঞ্চনকে দেখিয়েছিলেন, সেটিও সঠিক নয় বলে দাবি করেছেন কাঞ্চন।
আজ সোমবার সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতির সামনে সংবাদমাধ্যমের সামনে পুরো ঘটনা খোলাসা করেন ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, শুক্রবার শপথ গ্রহণের সময় আদালতের রায়ের ফটোকপি শিল্পী সমিতিতে জমা দেওয়ার কথা ছিল জায়েদ খানের। কিন্তু তিনি সেটি দেননি। নানা টালবাহানা করেছেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ওইদিন শপথ শেষে আমি গেলাম মসজিদে নামাজ পড়তে, সেখান থেকে ফোন করে বললাম, কী হলো! তুমি আমাকে ফটোকপি দিচ্ছ না কেন? সে সেখানে গিয়ে বলল, আজকে তো শুক্রবার। ফটোকপি করাতে পারছি না। শনিবার সকালে আপনার অফিসে পাঠিয়ে দেব। আমি বললাম, মিস করবা না কিন্তু। তুমি কিন্তু অবশ্যই পাঠাবা।
শনিবার দিন গেল। সে আমাকে ফটোকপি পাঠাল না। সন্ধ্যার দিকে তাঁকে ফোন দিলাম। সে আমার ফোন রিসিভ করল না। তারপর রোববার দিন, আমি তখন নারিন্দায় একটি অনুষ্ঠানে, ৮টার দিকে সে আমাকে ফোন দিল। অনুষ্ঠানে থাকার কারণে আমি তাঁর ফোন রিসিভ করিনি। অনেকগুলো তথ্য তখন আমার কাছে এসে গেছে, তাই তাঁকে তখন কল ব্যাক করিনি।
আজকে (সোমবার) আমি তাঁকে ফোন দিলাম যে, কী হলো! তুমি আমাকে ফটোকপি দিচ্ছ না কেন? তখন সে তাঁর দুজন আইনজীবীসহ আমার অফিসে আসল। তখনও ফটোকপি দেয়নি। আমি বললাম, তুমি এখন আসলা। এখনও তুমি ফটোকপি নিয়ে আসলা না। কী, কারণটা কী! জায়েদ বলল, আমি গিয়ে তারপর পাঠিয়ে দিচ্ছি।
একঘণ্টা পর একটা ফটোকপি তাঁর একজন আইনজীবী মারফত পাঠাল। আমি দেখলাম, যে ফটোকপিটা সে দিল, সেটা ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে যে রায়টা হয়েছিল, সেটার কপি।
শপথ নেওয়ার জন্য হাইকোর্ট থেকে লেটেস্ট যে কাগজটা, সেটা কিন্তু সে দেখায়নি। তার মানে সে শপথ নেওয়ার জন্য একটা ছলনার আশ্রয় নিয়েছে। সত্যের বিপরীতে গিয়ে সে এই কাজটি করল।
যেহেতু সে সত্যের বিপরীতে গিয়েছে, এবং ছলনার আশ্রয় নিয়েছে, শিল্পী সমিতির সভাপতিকে ধোঁকায় ফেলেছে, সমিতিকে ধোঁকায় ফেলেছে, সেহেতু জায়েদ সাহেবের শপথ নেওয়া এখন কোনোভাবেই আর গ্রহণযোগ্য নয়। তাঁর শপথ বাতিল হয়ে গেছে।’
তবে ওইদিন শপথ নেওয়া বাকি চার শিল্পী— ডিপজল, সুচরিতা, অরুণা বিশ্বাস ও জয় চৌধুরীর শপথ বহাল থাকবে বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন।

অনেক নাটকীয়তার পর গত শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন জায়েদ খান। ওইদিন জায়েদ খানসহ নির্বাচিত পাঁচ শিল্পীকে শপথ পড়ান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। ওই সময় তিনি বলেছিলেন, ‘জায়েদ খান আমাকে আদালতের সার্টিফায়েড কপি দেখিয়েছে, তাই তাঁকে শপথ পাঠ করিয়েছি।’
ঘটনার তিন দিনের মাথায় এসে সংবাদ সম্মেলন ডেকে জায়েদ খানের শপথ বাতিলের ঘোষণা দিলেন ইলিয়াস কাঞ্চন। অভিযোগ করলেন, শপথ নেওয়ার জন্য জায়েদ খান ছলনার আশ্রয় নিয়েছিলেন। আদালতের যে কাগজ তিনি ইলিয়াস কাঞ্চনকে দেখিয়েছিলেন, সেটিও সঠিক নয় বলে দাবি করেছেন কাঞ্চন।
আজ সোমবার সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতির সামনে সংবাদমাধ্যমের সামনে পুরো ঘটনা খোলাসা করেন ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, শুক্রবার শপথ গ্রহণের সময় আদালতের রায়ের ফটোকপি শিল্পী সমিতিতে জমা দেওয়ার কথা ছিল জায়েদ খানের। কিন্তু তিনি সেটি দেননি। নানা টালবাহানা করেছেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ওইদিন শপথ শেষে আমি গেলাম মসজিদে নামাজ পড়তে, সেখান থেকে ফোন করে বললাম, কী হলো! তুমি আমাকে ফটোকপি দিচ্ছ না কেন? সে সেখানে গিয়ে বলল, আজকে তো শুক্রবার। ফটোকপি করাতে পারছি না। শনিবার সকালে আপনার অফিসে পাঠিয়ে দেব। আমি বললাম, মিস করবা না কিন্তু। তুমি কিন্তু অবশ্যই পাঠাবা।
শনিবার দিন গেল। সে আমাকে ফটোকপি পাঠাল না। সন্ধ্যার দিকে তাঁকে ফোন দিলাম। সে আমার ফোন রিসিভ করল না। তারপর রোববার দিন, আমি তখন নারিন্দায় একটি অনুষ্ঠানে, ৮টার দিকে সে আমাকে ফোন দিল। অনুষ্ঠানে থাকার কারণে আমি তাঁর ফোন রিসিভ করিনি। অনেকগুলো তথ্য তখন আমার কাছে এসে গেছে, তাই তাঁকে তখন কল ব্যাক করিনি।
আজকে (সোমবার) আমি তাঁকে ফোন দিলাম যে, কী হলো! তুমি আমাকে ফটোকপি দিচ্ছ না কেন? তখন সে তাঁর দুজন আইনজীবীসহ আমার অফিসে আসল। তখনও ফটোকপি দেয়নি। আমি বললাম, তুমি এখন আসলা। এখনও তুমি ফটোকপি নিয়ে আসলা না। কী, কারণটা কী! জায়েদ বলল, আমি গিয়ে তারপর পাঠিয়ে দিচ্ছি।
একঘণ্টা পর একটা ফটোকপি তাঁর একজন আইনজীবী মারফত পাঠাল। আমি দেখলাম, যে ফটোকপিটা সে দিল, সেটা ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে যে রায়টা হয়েছিল, সেটার কপি।
শপথ নেওয়ার জন্য হাইকোর্ট থেকে লেটেস্ট যে কাগজটা, সেটা কিন্তু সে দেখায়নি। তার মানে সে শপথ নেওয়ার জন্য একটা ছলনার আশ্রয় নিয়েছে। সত্যের বিপরীতে গিয়ে সে এই কাজটি করল।
যেহেতু সে সত্যের বিপরীতে গিয়েছে, এবং ছলনার আশ্রয় নিয়েছে, শিল্পী সমিতির সভাপতিকে ধোঁকায় ফেলেছে, সমিতিকে ধোঁকায় ফেলেছে, সেহেতু জায়েদ সাহেবের শপথ নেওয়া এখন কোনোভাবেই আর গ্রহণযোগ্য নয়। তাঁর শপথ বাতিল হয়ে গেছে।’
তবে ওইদিন শপথ নেওয়া বাকি চার শিল্পী— ডিপজল, সুচরিতা, অরুণা বিশ্বাস ও জয় চৌধুরীর শপথ বহাল থাকবে বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
৭ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে