নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) থেকে মাস্টার্স করা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের জন্য অনুদানও দেবে সরকার।
আজ সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে মাস্টার্স ডিগ্রি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট করতে অনুদান দেওয়া হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, একটি চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বার্তা দিতে পারে। এই বার্তা কীভাবে দিতে পারে সেই শিক্ষাটাই আমাদের দরকার। আমি আশা করব, এখানে যারা আছেন তাদের মাধ্যমে শিক্ষার্থীরা সে শিক্ষা পাবেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাংসদ খন্দকার মমতা হেনা লাভলী, বিসিটিআইয়ের প্রধান নির্বাহী মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বিসিটিআইয়ের কোর্স পরিচালক ম. হামিদ এবং বিসিটিআই একাডেমিক কাউন্সিলয়ের সভাপতি অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া ও বিসিটিআই প্রাক্তনী সংসদের সভাপতি মাহবুব হোসেন।
অনুষ্ঠানে চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমে নির্বাচিত আটটি ডিপ্লোমা ছবির জন্য ইনস্টিটিউটের নয় শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) থেকে মাস্টার্স করা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের জন্য অনুদানও দেবে সরকার।
আজ সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে মাস্টার্স ডিগ্রি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট করতে অনুদান দেওয়া হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, একটি চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বার্তা দিতে পারে। এই বার্তা কীভাবে দিতে পারে সেই শিক্ষাটাই আমাদের দরকার। আমি আশা করব, এখানে যারা আছেন তাদের মাধ্যমে শিক্ষার্থীরা সে শিক্ষা পাবেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাংসদ খন্দকার মমতা হেনা লাভলী, বিসিটিআইয়ের প্রধান নির্বাহী মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বিসিটিআইয়ের কোর্স পরিচালক ম. হামিদ এবং বিসিটিআই একাডেমিক কাউন্সিলয়ের সভাপতি অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া ও বিসিটিআই প্রাক্তনী সংসদের সভাপতি মাহবুব হোসেন।
অনুষ্ঠানে চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমে নির্বাচিত আটটি ডিপ্লোমা ছবির জন্য ইনস্টিটিউটের নয় শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৩৫ মিনিট আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৩৯ মিনিট আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৪১ মিনিট আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
৪৪ মিনিট আগে