
অনেকদিন পর অপু বিশ্বাস অভিনীত কোনো সিনেমা মুক্তি পেয়েছে হলে। গত শুক্রবার থেকে সারাদেশের ২৫টি হলে চলছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরীকে নিয়ে সিনেমাটি বানিয়েছেন দেবাশীষ বিশ্বাস। নির্মাতার দাবি, অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত এ সিনেমার বেশিরভাগ অর্থ উঠে এসেছে এরইমধ্যে। সিনেমা হলেও ভালো চলছে।
যে কোনো সিনেমা মুক্তির আগে সাধারণত অভিনেতা-অভিনেত্রীরা বিভিন্নভাবে প্রচারণায় অংশ নেন। প্রতিটি হলে গিয়ে দর্শকদের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার প্রমোশনে বাপ্পি সময় দিলেও, হাজির ছিলেন না অপু বিশ্বাস। তিনি ছিলেন কলকাতায়। এ নিয়ে বিভিন্নজন নানা কথা বলছেন। নিজের সিনেমা মুক্তি পেয়েছে, অথচ সে সময় অপু দেশে নেই— এ বিষয়টি নিয়ে হচ্ছে সমালোচনা।
আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে সব সমালোচনার জবাব দেন অপু বিশ্বাস। ২০ মিনিটের ওই লাইভে তিনি জানান, ছেলে জয়কে নিয়ে গত বছরের ডিসেম্বরে কলকাতা গিয়েছিলেন অপু। ঘোরাঘুরিই ছিল প্রধান উদ্দেশ্য। ওই সময় কলকাতায় কয়েকটি শোয়ে অংশ নেওয়ার কথা চূড়ান্ত হয়।
অপু বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ অনেক আগেই মুক্তি দেওয়ার ব্যাপারে কথা চলছিল। কিন্তু সুবিধাজনক সময় পাওয়া যাচ্ছিল না। ১১ ফেব্রুয়ারি যে সিনেমাটি মুক্তি পাবে, দু-মাস আগে সেটা আমার জানা ছিল না।’
যেহেতু দু-মাস আগে কলকাতায় শোগুলোতে অংশ নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন অপু, তাই ফেব্রুয়ারিতে তাঁকে কলকাতা যেতে হয়েছে। শোগুলো ক্যানসেল করার কোনো উপায় ছিল না। ফলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ মুক্তির সময় সশরীরে প্রচারণায় থাকতে পারেননি অপু।
এ কারণে রোববারের ওই ফেসবুক লাইভে দর্শকদের কাছে হাতজোড় করে ক্ষমা চান অপু বিশ্বাস। তিনি বলেন, ‘শোয়ের কমিটমেন্ট দেওয়ার সময় সিনেমাটি রিলিজের ব্যাপারে আমার জানা ছিল না। যদি জানতাম, তাহলে ১১ ফেব্রুয়ারি তারিখটি বাদ দিয়েই কমিটমেন্ট দিতাম।’
অপু বলেন, ‘আমি কখনই চাইনি যে, আমি আমার কমিটমেন্ট থেকে সরে যাই। কারণ, কমিটমেন্ট প্রতিটি কাজকে অনেক বেশি সুন্দরভাবে উপস্থাপন করে। কলকাতার শোয়ের কমিটমেন্ট আমি দু-মাস আগেই দিয়েছি, তখনও শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি।’
সশরীরে প্রচারণায় থাকতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে সবাইকে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ দেখার আহবান জানিয়েছেন অপু বিশ্বাস।
দেখুন অপু বিশ্বাসের ফেসবুক লাইভ:

অনেকদিন পর অপু বিশ্বাস অভিনীত কোনো সিনেমা মুক্তি পেয়েছে হলে। গত শুক্রবার থেকে সারাদেশের ২৫টি হলে চলছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরীকে নিয়ে সিনেমাটি বানিয়েছেন দেবাশীষ বিশ্বাস। নির্মাতার দাবি, অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত এ সিনেমার বেশিরভাগ অর্থ উঠে এসেছে এরইমধ্যে। সিনেমা হলেও ভালো চলছে।
যে কোনো সিনেমা মুক্তির আগে সাধারণত অভিনেতা-অভিনেত্রীরা বিভিন্নভাবে প্রচারণায় অংশ নেন। প্রতিটি হলে গিয়ে দর্শকদের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার প্রমোশনে বাপ্পি সময় দিলেও, হাজির ছিলেন না অপু বিশ্বাস। তিনি ছিলেন কলকাতায়। এ নিয়ে বিভিন্নজন নানা কথা বলছেন। নিজের সিনেমা মুক্তি পেয়েছে, অথচ সে সময় অপু দেশে নেই— এ বিষয়টি নিয়ে হচ্ছে সমালোচনা।
আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে সব সমালোচনার জবাব দেন অপু বিশ্বাস। ২০ মিনিটের ওই লাইভে তিনি জানান, ছেলে জয়কে নিয়ে গত বছরের ডিসেম্বরে কলকাতা গিয়েছিলেন অপু। ঘোরাঘুরিই ছিল প্রধান উদ্দেশ্য। ওই সময় কলকাতায় কয়েকটি শোয়ে অংশ নেওয়ার কথা চূড়ান্ত হয়।
অপু বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ অনেক আগেই মুক্তি দেওয়ার ব্যাপারে কথা চলছিল। কিন্তু সুবিধাজনক সময় পাওয়া যাচ্ছিল না। ১১ ফেব্রুয়ারি যে সিনেমাটি মুক্তি পাবে, দু-মাস আগে সেটা আমার জানা ছিল না।’
যেহেতু দু-মাস আগে কলকাতায় শোগুলোতে অংশ নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন অপু, তাই ফেব্রুয়ারিতে তাঁকে কলকাতা যেতে হয়েছে। শোগুলো ক্যানসেল করার কোনো উপায় ছিল না। ফলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ মুক্তির সময় সশরীরে প্রচারণায় থাকতে পারেননি অপু।
এ কারণে রোববারের ওই ফেসবুক লাইভে দর্শকদের কাছে হাতজোড় করে ক্ষমা চান অপু বিশ্বাস। তিনি বলেন, ‘শোয়ের কমিটমেন্ট দেওয়ার সময় সিনেমাটি রিলিজের ব্যাপারে আমার জানা ছিল না। যদি জানতাম, তাহলে ১১ ফেব্রুয়ারি তারিখটি বাদ দিয়েই কমিটমেন্ট দিতাম।’
অপু বলেন, ‘আমি কখনই চাইনি যে, আমি আমার কমিটমেন্ট থেকে সরে যাই। কারণ, কমিটমেন্ট প্রতিটি কাজকে অনেক বেশি সুন্দরভাবে উপস্থাপন করে। কলকাতার শোয়ের কমিটমেন্ট আমি দু-মাস আগেই দিয়েছি, তখনও শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি।’
সশরীরে প্রচারণায় থাকতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে সবাইকে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ দেখার আহবান জানিয়েছেন অপু বিশ্বাস।
দেখুন অপু বিশ্বাসের ফেসবুক লাইভ:

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১৫ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১৫ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১৬ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১৬ ঘণ্টা আগে