
বছরের শুরুতেই শোনা গিয়েছিল ভেঙে যাচ্ছে চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা পরীমনির সংসার। গত বছরের ৩০ ডিসেম্বর দিবাগত রাতে ফেসবুক স্ট্যাটাসে পরী পরিষ্কার করে জানিয়ে দেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’ তবে শেষ পর্যন্ত টিকে যায় এ তারকা দম্পতির সংসার। ছয় মাস না ঘুরতেই আবারও তাঁদের সংসারে ভাঙনের সুর।
ঘটনার শুরু ২৯ মে রাতে। গত সোমবার মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। এতে ছিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি। এসব ভিডিও নিয়ে চলতে থাকে সমালোচনা। ভিডিও ফাঁসের ঘটনায় একে অপরকে দোষারোপ করেন সুনেরাহ ও রাজের স্ত্রী পরীমনি। এমনকি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তাঁরা।
শুধু তা-ই নয়, পরী জানান, পাঁচ দিন ধরে রাজ তাঁর সঙ্গে থাকেন না। নিজের সবকিছু নিয়ে বাসা থেকে বের হয়ে গেছেন তিনি। এর বিপরীতে রাজের ভাষ্য ছিল, ‘বাসা থেকে বের হওয়ার কারণ পরী নিজেই ভালো জানেন।’
এরপর অনেক জলঘোলা হলেও বের হয়নি ভিডিও ও ছবি ফাঁসের আসল হোতা কে। ৩ জুন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় একটি ভিডিওতে রাজের সঙ্গে তাঁর কিছু কথোপকথনের অডিও প্রকাশ করেন। যেখানে ছবি ও ভিডিওগুলো পরী প্রকাশ করেছেন কি না জানতে চাইলে রাজ বিষয়টি অস্বীকার না করে বরং এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে, পরী ও রাজের দাম্পত্যজীবনের বিদায়ঘণ্টা বাজার আওয়াজ জোরালো হচ্ছে।
গণমাধ্যমকে রাজ জানান, নিজেদের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণ হিসেবে তৃতীয় পক্ষের হাত রয়েছে। এ অভিনেতা বলেন, ‘আমি পরীর সঙ্গে সংসার করতে চাই। তবে তৃতীয় পক্ষের মানুষগুলোর কারণে পারছি না। তাদের সরাতে হলে আমাকে অভিনয় বাদ দিয়ে যেটা করতে হবে, সেটা একটা ম্যাসাকার হয়ে যাবে।’
তবে বিচ্ছেদের বিষয়ে পরীর দিকেই বল ঠেলে দিয়েছেন রাজ। পরী যে সিদ্ধান্ত নেবেন, সেটাই তিনি মেনে নেবেন বলে জানান।
নিজের সংসারের খবর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া নিয়ে বিরক্ত প্রকাশ করে রাজ বলেন, ‘ঘরে সমস্যা হলে আমার আগে সেটা সাংবাদিকেরা জেনে যায়। আমি আমার স্ত্রীর সঙ্গে রাতে ডিনার করে ঘুম থেকে ওঠার পর দেখি আমাকে ডিভোর্স লেটারসহ ছুটি দিয়ে দিছে। আমি নিজেও বুঝে উঠতে পারি না ঠিক কী হচ্ছে আমার সঙ্গে। আমার ঘরের সংবাদ কেন আমাকে পত্রিকা থেকে নিতে হবে। সে তো আমার স্ত্রী, শত্রু নয়। যেকোনো বিষয়ে সে আমার সঙ্গে আলোচনা করতে পারে। পর্দার সামনের মানুষের ব্যক্তিগত বিষয় যখন বারবার সবার সামনে চলে আসবে, সেটা তো মানুষ ভালোভাবে নিবে না।’
আজ রোববার সকালে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে ঘটনার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন পরী। রাজকে রীতিমতো গালাগাল করে মাতলামির অভিযোগও তুলেছেন নায়িকা। শুধু তা-ই নয়, রাজের সঙ্গে অন্য অভিনেত্রীদের সম্পর্কের ইঙ্গিত করে সেসব সামনে আনার হুঁশিয়ারিও দিয়েছেন পরী। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলেন তিনি। শোনা যাচ্ছে শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকেই এগোচ্ছেন এ দম্পতি।

বছরের শুরুতেই শোনা গিয়েছিল ভেঙে যাচ্ছে চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা পরীমনির সংসার। গত বছরের ৩০ ডিসেম্বর দিবাগত রাতে ফেসবুক স্ট্যাটাসে পরী পরিষ্কার করে জানিয়ে দেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’ তবে শেষ পর্যন্ত টিকে যায় এ তারকা দম্পতির সংসার। ছয় মাস না ঘুরতেই আবারও তাঁদের সংসারে ভাঙনের সুর।
ঘটনার শুরু ২৯ মে রাতে। গত সোমবার মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। এতে ছিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষি। এসব ভিডিও নিয়ে চলতে থাকে সমালোচনা। ভিডিও ফাঁসের ঘটনায় একে অপরকে দোষারোপ করেন সুনেরাহ ও রাজের স্ত্রী পরীমনি। এমনকি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তাঁরা।
শুধু তা-ই নয়, পরী জানান, পাঁচ দিন ধরে রাজ তাঁর সঙ্গে থাকেন না। নিজের সবকিছু নিয়ে বাসা থেকে বের হয়ে গেছেন তিনি। এর বিপরীতে রাজের ভাষ্য ছিল, ‘বাসা থেকে বের হওয়ার কারণ পরী নিজেই ভালো জানেন।’
এরপর অনেক জলঘোলা হলেও বের হয়নি ভিডিও ও ছবি ফাঁসের আসল হোতা কে। ৩ জুন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় একটি ভিডিওতে রাজের সঙ্গে তাঁর কিছু কথোপকথনের অডিও প্রকাশ করেন। যেখানে ছবি ও ভিডিওগুলো পরী প্রকাশ করেছেন কি না জানতে চাইলে রাজ বিষয়টি অস্বীকার না করে বরং এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে, পরী ও রাজের দাম্পত্যজীবনের বিদায়ঘণ্টা বাজার আওয়াজ জোরালো হচ্ছে।
গণমাধ্যমকে রাজ জানান, নিজেদের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণ হিসেবে তৃতীয় পক্ষের হাত রয়েছে। এ অভিনেতা বলেন, ‘আমি পরীর সঙ্গে সংসার করতে চাই। তবে তৃতীয় পক্ষের মানুষগুলোর কারণে পারছি না। তাদের সরাতে হলে আমাকে অভিনয় বাদ দিয়ে যেটা করতে হবে, সেটা একটা ম্যাসাকার হয়ে যাবে।’
তবে বিচ্ছেদের বিষয়ে পরীর দিকেই বল ঠেলে দিয়েছেন রাজ। পরী যে সিদ্ধান্ত নেবেন, সেটাই তিনি মেনে নেবেন বলে জানান।
নিজের সংসারের খবর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া নিয়ে বিরক্ত প্রকাশ করে রাজ বলেন, ‘ঘরে সমস্যা হলে আমার আগে সেটা সাংবাদিকেরা জেনে যায়। আমি আমার স্ত্রীর সঙ্গে রাতে ডিনার করে ঘুম থেকে ওঠার পর দেখি আমাকে ডিভোর্স লেটারসহ ছুটি দিয়ে দিছে। আমি নিজেও বুঝে উঠতে পারি না ঠিক কী হচ্ছে আমার সঙ্গে। আমার ঘরের সংবাদ কেন আমাকে পত্রিকা থেকে নিতে হবে। সে তো আমার স্ত্রী, শত্রু নয়। যেকোনো বিষয়ে সে আমার সঙ্গে আলোচনা করতে পারে। পর্দার সামনের মানুষের ব্যক্তিগত বিষয় যখন বারবার সবার সামনে চলে আসবে, সেটা তো মানুষ ভালোভাবে নিবে না।’
আজ রোববার সকালে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে ঘটনার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন পরী। রাজকে রীতিমতো গালাগাল করে মাতলামির অভিযোগও তুলেছেন নায়িকা। শুধু তা-ই নয়, রাজের সঙ্গে অন্য অভিনেত্রীদের সম্পর্কের ইঙ্গিত করে সেসব সামনে আনার হুঁশিয়ারিও দিয়েছেন পরী। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলেন তিনি। শোনা যাচ্ছে শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকেই এগোচ্ছেন এ দম্পতি।

মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৭ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১ দিন আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
১ দিন আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
১ দিন আগে