
মাঝে অনেকটা সময় বন্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও শুরু হয়েছে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ। গতকাল আরও একটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমার ঘোষণা দেওয়া হলো। ‘দম’ নামের এ সিনেমার প্রযোজক বাংলাদেশের আলফা আই ও চরকি এবং ভারতের এসভিএফ ফিল্মস। বানাবেন রেদওয়ান রনি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
নির্মাতা রনি জানিয়েছেন, দম সিনেমাটি তৈরি হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। সিনেমার ফার্স্টলুক পোস্টারে দেখা যাচ্ছে, চারপাশে পাহাড়, মরুভূমি আর তার মাঝে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে আছে একটি ছেলে। তার চোখ বাঁধা। ধারণা করা হচ্ছে, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রামের গল্পই ফুটে উঠবে দম সিনেমায়।
দম দিয়ে সাত বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন রেদওয়ান রনি। সর্বশেষ ২০১৬ সালে তিনি বানিয়েছিলেন ‘আইসক্রিম’। এরপর আর চলচ্চিত্র নির্মাণে দেখা যায়নি তাঁকে। নতুন সিনেমা নিয়ে রনি বলেন, ‘সত্য ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটা আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের প্রচণ্ড মানসিক শক্তি তাকে যেকোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। দম চলচ্চিত্রে এই গল্পটাই বলার চেষ্টা করছি।’
চঞ্চল চৌধুরী বলেন, ‘অনেক দিন ধরেই রনিকে বলছিলাম তুমি একটি সিনেমা বানাও। শেষ পর্যন্ত সে সিনেমা নির্মাণে ফিরেছে। এ সিনেমার গল্পটা যখন রনি আমাকে শোনায়, তখন হতবাক হয়ে গিয়েছিলাম। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সঙ্গে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা দম।’
সর্বশেষ গত বছর মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমায় দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে পশ্চিমবঙ্গের ‘পদাতিক’ সিনেমাটি। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবনী নিয়ে পদাতিক নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।
দম সিনেমায় চঞ্চল ছাড়া আর কারা অভিনয় করবেন, তা জানানো হয়নি। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্য লিখছেন সৈয়দ আহমেদ শাওকী, নির্ঝর, রবিউল আলম রবি ও সাইফুল্লাহ রিয়াদ। ২০২৫ সালে মুক্তি পাবে দম।

মাঝে অনেকটা সময় বন্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও শুরু হয়েছে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ। গতকাল আরও একটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমার ঘোষণা দেওয়া হলো। ‘দম’ নামের এ সিনেমার প্রযোজক বাংলাদেশের আলফা আই ও চরকি এবং ভারতের এসভিএফ ফিল্মস। বানাবেন রেদওয়ান রনি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
নির্মাতা রনি জানিয়েছেন, দম সিনেমাটি তৈরি হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। সিনেমার ফার্স্টলুক পোস্টারে দেখা যাচ্ছে, চারপাশে পাহাড়, মরুভূমি আর তার মাঝে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে আছে একটি ছেলে। তার চোখ বাঁধা। ধারণা করা হচ্ছে, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রামের গল্পই ফুটে উঠবে দম সিনেমায়।
দম দিয়ে সাত বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন রেদওয়ান রনি। সর্বশেষ ২০১৬ সালে তিনি বানিয়েছিলেন ‘আইসক্রিম’। এরপর আর চলচ্চিত্র নির্মাণে দেখা যায়নি তাঁকে। নতুন সিনেমা নিয়ে রনি বলেন, ‘সত্য ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটা আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের প্রচণ্ড মানসিক শক্তি তাকে যেকোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। দম চলচ্চিত্রে এই গল্পটাই বলার চেষ্টা করছি।’
চঞ্চল চৌধুরী বলেন, ‘অনেক দিন ধরেই রনিকে বলছিলাম তুমি একটি সিনেমা বানাও। শেষ পর্যন্ত সে সিনেমা নির্মাণে ফিরেছে। এ সিনেমার গল্পটা যখন রনি আমাকে শোনায়, তখন হতবাক হয়ে গিয়েছিলাম। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সঙ্গে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা দম।’
সর্বশেষ গত বছর মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমায় দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে পশ্চিমবঙ্গের ‘পদাতিক’ সিনেমাটি। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবনী নিয়ে পদাতিক নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।
দম সিনেমায় চঞ্চল ছাড়া আর কারা অভিনয় করবেন, তা জানানো হয়নি। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্য লিখছেন সৈয়দ আহমেদ শাওকী, নির্ঝর, রবিউল আলম রবি ও সাইফুল্লাহ রিয়াদ। ২০২৫ সালে মুক্তি পাবে দম।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
১৩ মিনিট আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
২৮ মিনিট আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
৩১ মিনিট আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
৩৫ মিনিট আগে