
যত দিন যাচ্ছে, ততই যেন বক্স অফিসে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। রকি ভাই আর আধীরাতে মজেছে সিনেমাপ্রেমীরা। ছবিটি নিয়ে প্রথম থেকেই ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, মুক্তির মাত্র ১২ দিনেই বিশ্বব্যাপী ৯০০ কোটি আয় করেছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। সে হিসাবে চলতি সপ্তাহেই এক হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটি। চলচ্চিত্র বিশ্লেষকদের অনেকের দাবি, খুব শিগগিরই এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিকে ছুঁয়ে ফেলবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’।
ছবির সাফল্যের আনন্দে উদ্যাপনে মেতেছেন অভিনেতা থেকে পরিচালক, প্রযোজক সবাই। সম্প্রতি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘হম্বেল ফিল্মস’-এর টুইটার পেজে দুটি ছবি শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার সাফল্য উদ্যাপন করছেন কন্নড় সুপারস্টার যশ, পরিচালক প্রশান্ত নীল ও হম্বেল গ্রুপের প্রযোজক বিজয় কিরাগান্দুর। তাঁদের সামনের টেবিলে রাখা কেকে লেখা রয়েছে ‘কেজিএফ: চ্যাপটার টু’।
১৪ এপ্রিল মুক্তি পায় ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ’-এর দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। এরই মধ্যে ইঙ্গিত মিলেছে, নির্মিত হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ। বিশ্বব্যাপী তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’; শুধু ভারতেই ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।
কেজিএফ সম্পর্কিত আরও পড়ুন:

যত দিন যাচ্ছে, ততই যেন বক্স অফিসে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। রকি ভাই আর আধীরাতে মজেছে সিনেমাপ্রেমীরা। ছবিটি নিয়ে প্রথম থেকেই ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, মুক্তির মাত্র ১২ দিনেই বিশ্বব্যাপী ৯০০ কোটি আয় করেছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। সে হিসাবে চলতি সপ্তাহেই এক হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটি। চলচ্চিত্র বিশ্লেষকদের অনেকের দাবি, খুব শিগগিরই এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিকে ছুঁয়ে ফেলবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’।
ছবির সাফল্যের আনন্দে উদ্যাপনে মেতেছেন অভিনেতা থেকে পরিচালক, প্রযোজক সবাই। সম্প্রতি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘হম্বেল ফিল্মস’-এর টুইটার পেজে দুটি ছবি শেয়ার করা হয়। সেখানে দেখা যায়, ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমার সাফল্য উদ্যাপন করছেন কন্নড় সুপারস্টার যশ, পরিচালক প্রশান্ত নীল ও হম্বেল গ্রুপের প্রযোজক বিজয় কিরাগান্দুর। তাঁদের সামনের টেবিলে রাখা কেকে লেখা রয়েছে ‘কেজিএফ: চ্যাপটার টু’।
১৪ এপ্রিল মুক্তি পায় ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ’-এর দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। এরই মধ্যে ইঙ্গিত মিলেছে, নির্মিত হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ। বিশ্বব্যাপী তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’; শুধু ভারতেই ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।
কেজিএফ সম্পর্কিত আরও পড়ুন:

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৪ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
৪ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
৪ ঘণ্টা আগে