
‘আরআরআর’-এর পর এবার বক্স অফিস কাঁপাচ্ছে আরেক দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। বহুল প্রত্যাশিত ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমা মুক্তির প্রথম দিন আয় করেছে ১৩৪ কোটি রুপির বেশি। ‘আরআরআর’ কিংবা ‘বাহুবলী ২ ’-এর রেকর্ড ছুঁতে না পারলেও ভেঙেছে অন্য অনেক সিনেমার রেকর্ড।
প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল, মালায়লাম—মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দি ভাষায় সিনেমাটির সংগ্রহ প্রথম দিনে ৫৩ কোটি রুপির বেশি। হিন্দি বলয়ে এর উন্মাদনা চোখে পড়ার মতো।
হিন্দুস্তান টাইমস জানায়, ১৪ এপ্রিল বহুল প্রতীক্ষিত দক্ষিণী তারকা যশ অভিনীত অ্যাকশনধর্মী ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মুক্তি পায়। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। এরই মধ্যে ইঙ্গিত মিলেছে, নির্মিত হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ।

এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা। ‘কেজিএফ’-এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনিকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার যশ। আরও রয়েছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রাবিনা ট্যান্ডনের মতো অভিনয়শিল্পীরা।
এই সম্পর্কিত পড়ুন:

‘আরআরআর’-এর পর এবার বক্স অফিস কাঁপাচ্ছে আরেক দক্ষিণী ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। বহুল প্রত্যাশিত ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমা মুক্তির প্রথম দিন আয় করেছে ১৩৪ কোটি রুপির বেশি। ‘আরআরআর’ কিংবা ‘বাহুবলী ২ ’-এর রেকর্ড ছুঁতে না পারলেও ভেঙেছে অন্য অনেক সিনেমার রেকর্ড।
প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল, মালায়লাম—মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দি ভাষায় সিনেমাটির সংগ্রহ প্রথম দিনে ৫৩ কোটি রুপির বেশি। হিন্দি বলয়ে এর উন্মাদনা চোখে পড়ার মতো।
হিন্দুস্তান টাইমস জানায়, ১৪ এপ্রিল বহুল প্রতীক্ষিত দক্ষিণী তারকা যশ অভিনীত অ্যাকশনধর্মী ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মুক্তি পায়। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। এরই মধ্যে ইঙ্গিত মিলেছে, নির্মিত হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ।

এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা। ‘কেজিএফ’-এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনিকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার যশ। আরও রয়েছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রাবিনা ট্যান্ডনের মতো অভিনয়শিল্পীরা।
এই সম্পর্কিত পড়ুন:

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৩ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৩ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৩ ঘণ্টা আগে