বিনোদন প্রতিবেদক, ঢাকা

পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বালুর নগরীতে’ (Sand City) চেক প্রজাতন্ত্রের মর্যাদাপূর্ণ ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে সিনেমার অভিনেতা মোস্তফা মনওয়ার ও সাউন্ড ডিজাইনার অরণ্য পৃথিবীকে ফুলেল সংবর্ধনা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সেই সঙ্গে, উৎসবে অংশ নিতে যাওয়া এই সিনেমার শিল্পী ও কলাকুশলীদের যেকোনো একজনের বিমান ভাড়া মন্ত্রণালয় বহন করবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মেহেদী হাসান পরিচালিত ও রচিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বালুর নগরীতে’ চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি উৎসবের প্রোক্সিমা প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এই বিভাগে মোট ১৩টি সিনেমা প্রতিযোগিতা করবে। শুধু তা–ই নয়, উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগেই বিশ্বব্যাপী বিক্রয়ের (বাংলাদেশ ও সুইজারল্যান্ড ছাড়া) জন্য এই সিনেমার রাইটস কিনে নিয়েছে ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক বিক্রয় সংস্থা ডাইভার্সন। সিনেমা কোকনের সহযোগিতায় খনা টকিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ।
গতকাল সংস্কৃতি মন্ত্রণালয়ে বিকেল ৫টায় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বালুর নগরীতে সিনেমার অভিনেতা মোস্তফা মনওয়ার ও সাউন্ড ডিজাইনার অরণ্য পৃথিবীকে ফুল দিয়ে বরণ করে নেন। এই সময় তিনি বলেন, ‘দেশের তরুণ নির্মাতার এই আন্তর্জাতিক স্বীকৃতিকে মন্ত্রণালয় একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করে। যারাই বাংলাদেশের সংস্কৃতিকে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে বা স্বীকৃতি অর্জন করবে, তাদের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুপ্রাণিত করবে। মিউজিক, সিনেমা, ফটোগ্রাফি, থিয়েটার, আর্কিটেকচারসহ সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে।’
উল্লেখ্য, এর আগে ‘আলী’ সিনেমার টিমকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সম্মাননা জানানো হয় এবং কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে নির্মাতা আদনান আল রাজিবসহ মোট দুজনকে প্যারিসে যাওয়ার দুটি বিমান টিকিট দেওয়া হয়।

পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বালুর নগরীতে’ (Sand City) চেক প্রজাতন্ত্রের মর্যাদাপূর্ণ ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে সিনেমার অভিনেতা মোস্তফা মনওয়ার ও সাউন্ড ডিজাইনার অরণ্য পৃথিবীকে ফুলেল সংবর্ধনা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সেই সঙ্গে, উৎসবে অংশ নিতে যাওয়া এই সিনেমার শিল্পী ও কলাকুশলীদের যেকোনো একজনের বিমান ভাড়া মন্ত্রণালয় বহন করবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মেহেদী হাসান পরিচালিত ও রচিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বালুর নগরীতে’ চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি উৎসবের প্রোক্সিমা প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এই বিভাগে মোট ১৩টি সিনেমা প্রতিযোগিতা করবে। শুধু তা–ই নয়, উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগেই বিশ্বব্যাপী বিক্রয়ের (বাংলাদেশ ও সুইজারল্যান্ড ছাড়া) জন্য এই সিনেমার রাইটস কিনে নিয়েছে ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক বিক্রয় সংস্থা ডাইভার্সন। সিনেমা কোকনের সহযোগিতায় খনা টকিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ।
গতকাল সংস্কৃতি মন্ত্রণালয়ে বিকেল ৫টায় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বালুর নগরীতে সিনেমার অভিনেতা মোস্তফা মনওয়ার ও সাউন্ড ডিজাইনার অরণ্য পৃথিবীকে ফুল দিয়ে বরণ করে নেন। এই সময় তিনি বলেন, ‘দেশের তরুণ নির্মাতার এই আন্তর্জাতিক স্বীকৃতিকে মন্ত্রণালয় একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করে। যারাই বাংলাদেশের সংস্কৃতিকে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে বা স্বীকৃতি অর্জন করবে, তাদের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুপ্রাণিত করবে। মিউজিক, সিনেমা, ফটোগ্রাফি, থিয়েটার, আর্কিটেকচারসহ সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে।’
উল্লেখ্য, এর আগে ‘আলী’ সিনেমার টিমকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সম্মাননা জানানো হয় এবং কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে নির্মাতা আদনান আল রাজিবসহ মোট দুজনকে প্যারিসে যাওয়ার দুটি বিমান টিকিট দেওয়া হয়।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
২১ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
২১ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
২১ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে