Ajker Patrika

কার্লোভি ভ্যারি উৎসবে বাংলাদেশের সিনেমা, উপদেষ্টার শুভকামনা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
কার্লোভি ভ্যারি উৎসবে বাংলাদেশের সিনেমা, উপদেষ্টার শুভকামনা
সাউন্ড ডিজাইনার অরণ্য পৃথিবী (বাঁয়ে) ও অভিনেতা মোস্তফা মনওয়ারকে সংস্কৃতি মন্ত্রণালয়ের ফুলেল সংবর্ধনা। ছবি: সংগৃহীত

পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বালুর নগরীতে’ (Sand City) চেক প্রজাতন্ত্রের মর্যাদাপূর্ণ ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে সিনেমার অভিনেতা মোস্তফা মনওয়ার ও সাউন্ড ডিজাইনার অরণ্য পৃথিবীকে ফুলেল সংবর্ধনা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সেই সঙ্গে, উৎসবে অংশ নিতে যাওয়া এই সিনেমার শিল্পী ও কলাকুশলীদের যেকোনো একজনের বিমান ভাড়া মন্ত্রণালয় বহন করবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মেহেদী হাসান পরিচালিত ও রচিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বালুর নগরীতে’ চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি উৎসবের প্রোক্সিমা প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এই বিভাগে মোট ১৩টি সিনেমা প্রতিযোগিতা করবে। শুধু তা–ই নয়, উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগেই বিশ্বব্যাপী বিক্রয়ের (বাংলাদেশ ও সুইজারল্যান্ড ছাড়া) জন্য এই সিনেমার রাইটস কিনে নিয়েছে ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক বিক্রয় সংস্থা ডাইভার্সন। সিনেমা কোকনের সহযোগিতায় খনা টকিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ।

গতকাল সংস্কৃতি মন্ত্রণালয়ে বিকেল ৫টায় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বালুর নগরীতে সিনেমার অভিনেতা মোস্তফা মনওয়ার ও সাউন্ড ডিজাইনার অরণ্য পৃথিবীকে ফুল দিয়ে বরণ করে নেন। এই সময় তিনি বলেন, ‘দেশের তরুণ নির্মাতার এই আন্তর্জাতিক স্বীকৃতিকে মন্ত্রণালয় একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করে। যারাই বাংলাদেশের সংস্কৃতিকে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে বা স্বীকৃতি অর্জন করবে, তাদের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুপ্রাণিত করবে। মিউজিক, সিনেমা, ফটোগ্রাফি, থিয়েটার, আর্কিটেকচারসহ সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে।’

উল্লেখ্য, এর আগে ‘আলী’ সিনেমার টিমকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সম্মাননা জানানো হয় এবং কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে নির্মাতা আদনান আল রাজিবসহ মোট দুজনকে প‍্যারিসে যাওয়ার দুটি বিমান টিকিট দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত