বিনোদন প্রতিবেদক, ঢাকা

সাম্প্রতিক সময়ে নাটক-সিনেমা নির্মাণের সংখ্যা কমলেও বেড়েছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সংখ্যা। প্রায় সময় আয়োজন করা হচ্ছে নামে-বেনামে বিভিন্ন অ্যাওয়ার্ড শো। নিয়মের তোয়াক্কা না করে যাকে তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার। যাঁরা পুরস্কার পাচ্ছেন, তাঁরাও অনেক সময় জানেন না, কেন তাঁরা পুরস্কৃত হচ্ছেন। প্রশ্ন করলেও দিতে পারছেন না সদুত্তর।
বেশির ভাগ অ্যাওয়ার্ডের মান নিয়ে প্রশ্ন অনেক দিনের। সাম্প্রতিক সময়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এসব অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকের পোশাক নিয়ে। কথিত মডেল-অভিনেত্রীদের পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়াসহ সাংস্কৃতিক মহলে চলছে সমালোচনার ঝড়। শিল্পীদের অনেকে এ ধরনের ভুঁইফোড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও দৃষ্টিকটু পোশাকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘তথাকথিত এসব অ্যাওয়ার্ড অনুষ্ঠান কেন করে, কারা করে, সেটা জানা নেই। সিনেমা হচ্ছে না, শিল্পীদের মাথা নষ্ট। সেখানে এত অ্যাওয়ার্ড অনুষ্ঠান! সমিতিকে না জানিয়ে শিল্পীরা যদি তথাকথিত এসব অনুষ্ঠানে যান এবং শিল্পী সমিতির ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে আমরা কোনো দায়ভার নেব না।’
সব শিল্পীকে সতর্ক করা হবে জানিয়ে মিশা বলেন, ‘আপনি যে অনুষ্ঠানে যাচ্ছেন, সেটার মান কেমন, তা আগে নিশ্চিত হতে হবে। শিল্পী সমিতি থেকে আমরা সব শিল্পীকে সতর্ক করে দেব। আরেকটা বিষয় না বললেই না, অনেকেই যে ধরনের ড্রেসআপ-গেটআপে এসব অনুষ্ঠানে যাচ্ছেন, এ ধরনের পোশাক ও সাজসজ্জাকে শিল্পী হিসেবে আমরা সমর্থন করি না। আমাদের কালচার অনুযায়ী কতটুকু কী করা উচিত, সেটা জানা থাকা দরকার। শোবিজে কাজ করলেও আমাদের পোশাক সম্পর্কে রুচিবোধ থাকতে হবে।’
প্রায়ই এ ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ পান বলে জানান চিত্রনায়িকা পূর্ণিমা। তবে যাঁরা অনুষ্ঠান করছেন আর যাঁরা অ্যাওয়ার্ড পাচ্ছেন, তাঁদের চেনেন না বলে দাবি করেন তিনি। পূর্ণিমা বলেন, ‘মাঝেমধ্যে আমাকেও এ ধরনের অনুষ্ঠান থেকে অ্যাওয়ার্ড নিতে বলা হয়। আমি জিজ্ঞেস করি, আমাকে কোন কাজের জন্য অ্যাওয়ার্ড দেবেন? তাঁরা বলেন, এমনি। এমনি আবার অ্যাওয়ার্ড কেন দেবেন? অনেকে আবার এসব অনুষ্ঠানের উপস্থাপনাও করে দিতে বলেন। যাঁরা অ্যাওয়ার্ড পাচ্ছেন, তাঁদের নাম জানতে চাইলে দেখা যায়, তাঁদের কাউকে চিনি না। কেন পাচ্ছেন বা কী বিষয়ে কোন কাজের জন্য তাঁরা অ্যাওয়ার্ড পাচ্ছেন জানি না। ফেমাস বা পরিচিত কেউ নেই। তাই আমাকে ডাকলে ওসব অনুষ্ঠানে যাই না।’
কয়েক দিন আগে অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন চলচ্চিত্র অভিনেতা ওমর সানী। ফেসবুকে তিনি লেখেন, ‘আপনারা কারা এই ধরনের অনুষ্ঠানে গেস্ট হয়ে যান পুরস্কার নেওয়ার জন্য ৩০ হাজার, ৫০ হাজার বা ১ লাখ টাকার বিনিময়ে। এই ধরনের টাকার লোভেই এসব অনুষ্ঠান হয়। দেশে জনসংখ্যা বেশি, চিটার-বাটপারও বেশি।’
আগেও অনেকবার এ ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেছেন ওমর সানী। কয়েক মাস আগে সানী লিখেছিলেন, ‘কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন, নিজেকে প্রশ্ন করেছেন? একটা ফাইজলামি শুরু হয়েছে। শুধু শোডাউন।’
এদিকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়া একজন মডেলের ছবি শেয়ার করে তাঁর পোশাক নিয়ে শিল্পী সমিতির কার্যকরী সদস্য অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি ফেসবুকে লেখেন, ‘জানি না এদেরকে অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়। জানার ইচ্ছেও নেই। শুধু এতটুকুই জানি, এই হলো অ্যাওয়ার্ড প্রোগ্রামের অবস্থা। আমি অবশ্যই সব মহলের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সমাজ ও পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসুন।’
এ বিষয়ে মুক্তি আরও বলেন, ‘অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনেক শিল্পী তাঁর পরিবার নিয়ে যান। সেখানে সিনিয়র শিল্পীরা থাকেন। তাই সেখানকার পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এমন পোশাকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া উচিত নয়, যার কারণে পরিবেশ নষ্ট হয়। আর অ্যাওয়ার্ডও বুঝেশুনে দেওয়া উচিত। যারা যোগ্য, তাদেরকে বিবেচনা করা দরকার।’
শিল্পীদের দাবি, শুধু বাণিজ্যের আশায় নয়, শিল্প ও শিল্পীকে যাথার্থ সম্মান জানানোর জন্যই যেন আয়োজন করা হয় এ ধরনের অনুষ্ঠান। যেখানে শিল্পীদের রুচিবোধ আর শিল্প-সংস্কৃতি উন্নয়নের বহিঃপ্রকাশ ঘটবে। সে জন্য সংশ্লিষ্ট সবার সদিচ্ছা ও সহযোগিতা কামনা করছেন তাঁরা।

সাম্প্রতিক সময়ে নাটক-সিনেমা নির্মাণের সংখ্যা কমলেও বেড়েছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সংখ্যা। প্রায় সময় আয়োজন করা হচ্ছে নামে-বেনামে বিভিন্ন অ্যাওয়ার্ড শো। নিয়মের তোয়াক্কা না করে যাকে তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার। যাঁরা পুরস্কার পাচ্ছেন, তাঁরাও অনেক সময় জানেন না, কেন তাঁরা পুরস্কৃত হচ্ছেন। প্রশ্ন করলেও দিতে পারছেন না সদুত্তর।
বেশির ভাগ অ্যাওয়ার্ডের মান নিয়ে প্রশ্ন অনেক দিনের। সাম্প্রতিক সময়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এসব অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকের পোশাক নিয়ে। কথিত মডেল-অভিনেত্রীদের পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়াসহ সাংস্কৃতিক মহলে চলছে সমালোচনার ঝড়। শিল্পীদের অনেকে এ ধরনের ভুঁইফোড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও দৃষ্টিকটু পোশাকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘তথাকথিত এসব অ্যাওয়ার্ড অনুষ্ঠান কেন করে, কারা করে, সেটা জানা নেই। সিনেমা হচ্ছে না, শিল্পীদের মাথা নষ্ট। সেখানে এত অ্যাওয়ার্ড অনুষ্ঠান! সমিতিকে না জানিয়ে শিল্পীরা যদি তথাকথিত এসব অনুষ্ঠানে যান এবং শিল্পী সমিতির ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে আমরা কোনো দায়ভার নেব না।’
সব শিল্পীকে সতর্ক করা হবে জানিয়ে মিশা বলেন, ‘আপনি যে অনুষ্ঠানে যাচ্ছেন, সেটার মান কেমন, তা আগে নিশ্চিত হতে হবে। শিল্পী সমিতি থেকে আমরা সব শিল্পীকে সতর্ক করে দেব। আরেকটা বিষয় না বললেই না, অনেকেই যে ধরনের ড্রেসআপ-গেটআপে এসব অনুষ্ঠানে যাচ্ছেন, এ ধরনের পোশাক ও সাজসজ্জাকে শিল্পী হিসেবে আমরা সমর্থন করি না। আমাদের কালচার অনুযায়ী কতটুকু কী করা উচিত, সেটা জানা থাকা দরকার। শোবিজে কাজ করলেও আমাদের পোশাক সম্পর্কে রুচিবোধ থাকতে হবে।’
প্রায়ই এ ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ পান বলে জানান চিত্রনায়িকা পূর্ণিমা। তবে যাঁরা অনুষ্ঠান করছেন আর যাঁরা অ্যাওয়ার্ড পাচ্ছেন, তাঁদের চেনেন না বলে দাবি করেন তিনি। পূর্ণিমা বলেন, ‘মাঝেমধ্যে আমাকেও এ ধরনের অনুষ্ঠান থেকে অ্যাওয়ার্ড নিতে বলা হয়। আমি জিজ্ঞেস করি, আমাকে কোন কাজের জন্য অ্যাওয়ার্ড দেবেন? তাঁরা বলেন, এমনি। এমনি আবার অ্যাওয়ার্ড কেন দেবেন? অনেকে আবার এসব অনুষ্ঠানের উপস্থাপনাও করে দিতে বলেন। যাঁরা অ্যাওয়ার্ড পাচ্ছেন, তাঁদের নাম জানতে চাইলে দেখা যায়, তাঁদের কাউকে চিনি না। কেন পাচ্ছেন বা কী বিষয়ে কোন কাজের জন্য তাঁরা অ্যাওয়ার্ড পাচ্ছেন জানি না। ফেমাস বা পরিচিত কেউ নেই। তাই আমাকে ডাকলে ওসব অনুষ্ঠানে যাই না।’
কয়েক দিন আগে অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন চলচ্চিত্র অভিনেতা ওমর সানী। ফেসবুকে তিনি লেখেন, ‘আপনারা কারা এই ধরনের অনুষ্ঠানে গেস্ট হয়ে যান পুরস্কার নেওয়ার জন্য ৩০ হাজার, ৫০ হাজার বা ১ লাখ টাকার বিনিময়ে। এই ধরনের টাকার লোভেই এসব অনুষ্ঠান হয়। দেশে জনসংখ্যা বেশি, চিটার-বাটপারও বেশি।’
আগেও অনেকবার এ ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেছেন ওমর সানী। কয়েক মাস আগে সানী লিখেছিলেন, ‘কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন, নিজেকে প্রশ্ন করেছেন? একটা ফাইজলামি শুরু হয়েছে। শুধু শোডাউন।’
এদিকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়া একজন মডেলের ছবি শেয়ার করে তাঁর পোশাক নিয়ে শিল্পী সমিতির কার্যকরী সদস্য অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি ফেসবুকে লেখেন, ‘জানি না এদেরকে অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়। জানার ইচ্ছেও নেই। শুধু এতটুকুই জানি, এই হলো অ্যাওয়ার্ড প্রোগ্রামের অবস্থা। আমি অবশ্যই সব মহলের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সমাজ ও পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসুন।’
এ বিষয়ে মুক্তি আরও বলেন, ‘অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনেক শিল্পী তাঁর পরিবার নিয়ে যান। সেখানে সিনিয়র শিল্পীরা থাকেন। তাই সেখানকার পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এমন পোশাকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া উচিত নয়, যার কারণে পরিবেশ নষ্ট হয়। আর অ্যাওয়ার্ডও বুঝেশুনে দেওয়া উচিত। যারা যোগ্য, তাদেরকে বিবেচনা করা দরকার।’
শিল্পীদের দাবি, শুধু বাণিজ্যের আশায় নয়, শিল্প ও শিল্পীকে যাথার্থ সম্মান জানানোর জন্যই যেন আয়োজন করা হয় এ ধরনের অনুষ্ঠান। যেখানে শিল্পীদের রুচিবোধ আর শিল্প-সংস্কৃতি উন্নয়নের বহিঃপ্রকাশ ঘটবে। সে জন্য সংশ্লিষ্ট সবার সদিচ্ছা ও সহযোগিতা কামনা করছেন তাঁরা।

সম্প্রতি একটি টক শো-তে ঋতুস্রাবের ব্যথা নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে এখন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মানদানা। তাঁর মন্তব্য দ্রুত ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার জেরে অভিনেত্রী নিজেও মুখ খুলতে বাধ্য হন।
৩ ঘণ্টা আগে
কচি খন্দকার ও মোশাররফ করিমের রসায়ন বেশ পুরোনো। পর্দার বাইরেও দারুণ সম্পর্ক দুজনের। পরিচালক কচির পছন্দের শিল্পীদের তালিকায় সবার আগে থাকে মোশাররফের নাম। কচি খন্দকার পরিচালিত বেশির ভাগ কাজেই পাওয়া গেছে তাঁকে। অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, নাটক-টেলিফিল্মের পর এবার সিনেমা বানাতে চলেছেন কচি খন্দকার।
১২ ঘণ্টা আগে
গত সেপ্টেম্বরে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সে সময় গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন তিনি। দেখা যাবে শাকিব খানের বিপরীতে। এবার সেই গুঞ্জন উসকে দিলেন শাকিব খান নিজেই। জানালেন, নতুন একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে হানিয়ার সঙ্গে।
১২ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন শাবনূর। ২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরেছিলেন। তখন তাঁকে নিয়ে দুটি সিনেমার ঘোষণা আসে। এর মধ্যে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের এপ্রিলে। পুরো সিনেমার শুটিং শেষ না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর।
১২ ঘণ্টা আগেবিনোদন ডেস্ক

সম্প্রতি একটি টক শো-তে ঋতুস্রাবের ব্যথা নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে এখন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মানদানা। তাঁর মন্তব্য দ্রুত ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার জেরে অভিনেত্রী নিজেও মুখ খুলতে বাধ্য হন।
অভিনেতা জগপতি বাবুর টক শো ‘জায়াম্মু নিশ্চায়াম্মু রা’-তে হাজির হয়ে রাশমিকা মন্তব্য করেন, নারীরা প্রতি মাসে যে পরিমাণ কষ্টের মধ্য দিয়ে যান, তা বোঝার জন্য পুরুষদের অন্তত একবার ঋতুস্রাব অনুভব করা উচিত। এই মন্তব্যের পরই অনলাইন জগতে শুরু হয় তোলপাড়। কিছু ব্যবহারকারী তাঁকে পুরুষদের প্রতি ‘অসংবেদনশীল’ বলে অভিযোগ করেন।
শো-এর সঞ্চালক জগপতি বাবু যখন রাশমিকাকে জিজ্ঞাসা করেন, তিনি কি সত্যিই মনে করেন পুরুষদের ঋতুস্রাব হওয়া উচিত, তখন অভিনেত্রী জোর দিয়ে বলেন, ‘হ্যাঁ। আমি চাই তারা অন্তত একবার ঋতুস্রাব অনুভব করুক, যাতে তারা ব্যথা এবং মানসিক কষ্ট বুঝতে পারে।’
তিনি আরও ব্যাখ্যা করেন, ‘হরমোনের ভারসাম্যহীনতার কারণে আমরা এমন আবেগ অনুভব করি যা নিজেরাও বুঝতে পারি না। আর এই চাপ পুরুষদের ওপর দেখানো যায় না, কারণ আপনি যতই ব্যাখ্যা করুন না কেন, তারা সেই অনুভূতি বুঝতে পারে না। তাই পুরুষদের যদি একবার পিরিয়ড হয়, তবে তারা বুঝতে পারবে ঋতুস্রাবের ব্যথা ঠিক কেমন।’
ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে রাশমিকা বলেন, ‘আমি এতটাই ভয়ংকর ঋতুস্রাবের ব্যথায় ভুগি যে একবার অজ্ঞানও হয়ে গিয়েছিলাম। অসংখ্য পরীক্ষা করিয়েছি এবং ডাক্তারের পরামর্শ নিয়েছি, কিন্তু কেউ জানে না কেন এমন হয়। প্রতি মাসে আমি ভাবি, ঈশ্বর, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আমার মনে হয় কেউ কেবল তখনই এটি বুঝতে পারে যখন সে এটির অভিজ্ঞতা পায়। এই কারণেই আমি মনে করি, পুরুষদের অন্তত একবার পিরিয়ড হওয়া উচিত।’
রাশমিকার এই মন্তব্যকে ঘিরে যখন অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়। তখন তিনি এক্স হ্যান্ডলে একটি ফ্যান পোস্টের প্রতিক্রিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেন।
একজন ভক্ত শো-এর একটি ক্লিপ শেয়ার করে লেখেন, ‘পুরুষদের ঋতুস্রাব সম্পর্কে রাশমিকার দৃষ্টিভঙ্গি: আমরা কেবল আমাদের ব্যথা এবং আবেগগুলোকে বোঝা হোক, সেটাই চাই। এর উদ্দেশ্য কখনোই তুলনা করা বা পুরুষদের দায়িত্বকে ছোট করা ছিল না...কিন্তু কিছু দুর্বল ইগো একে ভুলভাবে ঘুরিয়ে দিয়েছে।’
এই পোস্টটির প্রতিক্রিয়ায় রাশমিকা লেখেন, ‘এবং এই বিষয়টি নিয়ে কেউ কথা বলবে না...শো এবং ইন্টারভিউতে যাওয়ার ভয় আমার কাছে এটাই। আমি কিছু বলতে চাই, কিন্তু সেটা সম্পূর্ণ অন্যভাবে নেওয়া হয়।’
রাশমিকা মানদানাকে শেষবার তেলেগু চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’-এ দীক্ষিত শেঠির বিপরীতে দেখা গেছে। এর পাশাপাশি, অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তাঁর বাগদান এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ের গুঞ্জন নিয়েও সম্প্রতি খবরে ছিলেন তিনি।

সম্প্রতি একটি টক শো-তে ঋতুস্রাবের ব্যথা নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে এখন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মানদানা। তাঁর মন্তব্য দ্রুত ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার জেরে অভিনেত্রী নিজেও মুখ খুলতে বাধ্য হন।
অভিনেতা জগপতি বাবুর টক শো ‘জায়াম্মু নিশ্চায়াম্মু রা’-তে হাজির হয়ে রাশমিকা মন্তব্য করেন, নারীরা প্রতি মাসে যে পরিমাণ কষ্টের মধ্য দিয়ে যান, তা বোঝার জন্য পুরুষদের অন্তত একবার ঋতুস্রাব অনুভব করা উচিত। এই মন্তব্যের পরই অনলাইন জগতে শুরু হয় তোলপাড়। কিছু ব্যবহারকারী তাঁকে পুরুষদের প্রতি ‘অসংবেদনশীল’ বলে অভিযোগ করেন।
শো-এর সঞ্চালক জগপতি বাবু যখন রাশমিকাকে জিজ্ঞাসা করেন, তিনি কি সত্যিই মনে করেন পুরুষদের ঋতুস্রাব হওয়া উচিত, তখন অভিনেত্রী জোর দিয়ে বলেন, ‘হ্যাঁ। আমি চাই তারা অন্তত একবার ঋতুস্রাব অনুভব করুক, যাতে তারা ব্যথা এবং মানসিক কষ্ট বুঝতে পারে।’
তিনি আরও ব্যাখ্যা করেন, ‘হরমোনের ভারসাম্যহীনতার কারণে আমরা এমন আবেগ অনুভব করি যা নিজেরাও বুঝতে পারি না। আর এই চাপ পুরুষদের ওপর দেখানো যায় না, কারণ আপনি যতই ব্যাখ্যা করুন না কেন, তারা সেই অনুভূতি বুঝতে পারে না। তাই পুরুষদের যদি একবার পিরিয়ড হয়, তবে তারা বুঝতে পারবে ঋতুস্রাবের ব্যথা ঠিক কেমন।’
ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে রাশমিকা বলেন, ‘আমি এতটাই ভয়ংকর ঋতুস্রাবের ব্যথায় ভুগি যে একবার অজ্ঞানও হয়ে গিয়েছিলাম। অসংখ্য পরীক্ষা করিয়েছি এবং ডাক্তারের পরামর্শ নিয়েছি, কিন্তু কেউ জানে না কেন এমন হয়। প্রতি মাসে আমি ভাবি, ঈশ্বর, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? আমার মনে হয় কেউ কেবল তখনই এটি বুঝতে পারে যখন সে এটির অভিজ্ঞতা পায়। এই কারণেই আমি মনে করি, পুরুষদের অন্তত একবার পিরিয়ড হওয়া উচিত।’
রাশমিকার এই মন্তব্যকে ঘিরে যখন অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়। তখন তিনি এক্স হ্যান্ডলে একটি ফ্যান পোস্টের প্রতিক্রিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেন।
একজন ভক্ত শো-এর একটি ক্লিপ শেয়ার করে লেখেন, ‘পুরুষদের ঋতুস্রাব সম্পর্কে রাশমিকার দৃষ্টিভঙ্গি: আমরা কেবল আমাদের ব্যথা এবং আবেগগুলোকে বোঝা হোক, সেটাই চাই। এর উদ্দেশ্য কখনোই তুলনা করা বা পুরুষদের দায়িত্বকে ছোট করা ছিল না...কিন্তু কিছু দুর্বল ইগো একে ভুলভাবে ঘুরিয়ে দিয়েছে।’
এই পোস্টটির প্রতিক্রিয়ায় রাশমিকা লেখেন, ‘এবং এই বিষয়টি নিয়ে কেউ কথা বলবে না...শো এবং ইন্টারভিউতে যাওয়ার ভয় আমার কাছে এটাই। আমি কিছু বলতে চাই, কিন্তু সেটা সম্পূর্ণ অন্যভাবে নেওয়া হয়।’
রাশমিকা মানদানাকে শেষবার তেলেগু চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’-এ দীক্ষিত শেঠির বিপরীতে দেখা গেছে। এর পাশাপাশি, অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তাঁর বাগদান এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ের গুঞ্জন নিয়েও সম্প্রতি খবরে ছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে নাটক-সিনেমা নির্মাণের সংখ্যা কমলেও বেড়েছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সংখ্যা। প্রায় সময় আয়োজন করা হচ্ছে নামে-বেনামে বিভিন্ন অ্যাওয়ার্ড শো। নিয়মের তোয়াক্কা না করে যাকে তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার।
২১ সেপ্টেম্বর ২০২৫
কচি খন্দকার ও মোশাররফ করিমের রসায়ন বেশ পুরোনো। পর্দার বাইরেও দারুণ সম্পর্ক দুজনের। পরিচালক কচির পছন্দের শিল্পীদের তালিকায় সবার আগে থাকে মোশাররফের নাম। কচি খন্দকার পরিচালিত বেশির ভাগ কাজেই পাওয়া গেছে তাঁকে। অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, নাটক-টেলিফিল্মের পর এবার সিনেমা বানাতে চলেছেন কচি খন্দকার।
১২ ঘণ্টা আগে
গত সেপ্টেম্বরে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সে সময় গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন তিনি। দেখা যাবে শাকিব খানের বিপরীতে। এবার সেই গুঞ্জন উসকে দিলেন শাকিব খান নিজেই। জানালেন, নতুন একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে হানিয়ার সঙ্গে।
১২ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন শাবনূর। ২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরেছিলেন। তখন তাঁকে নিয়ে দুটি সিনেমার ঘোষণা আসে। এর মধ্যে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের এপ্রিলে। পুরো সিনেমার শুটিং শেষ না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর।
১২ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

কচি খন্দকার ও মোশাররফ করিমের রসায়ন বেশ পুরোনো। পর্দার বাইরেও দারুণ সম্পর্ক দুজনের। পরিচালক কচির পছন্দের শিল্পীদের তালিকায় সবার আগে থাকে মোশাররফের নাম। কচি খন্দকার পরিচালিত বেশির ভাগ কাজেই পাওয়া গেছে তাঁকে। অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, নাটক-টেলিফিল্মের পর এবার সিনেমা বানাতে চলেছেন কচি খন্দকার। আর তাতে অভিনয় করবেন মোশাররফ করিম। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে।
আগামী বছরের মাঝামাঝি সময়ে মোশাররফ করিমকে নিয়ে ‘মাই ডিয়ার ফুটবল’ নামের সিনেমার শুটিং শুরু করবেন কচি খন্দকার। এই নির্মাতা ও অভিনেতা জানান, মফস্বলের গল্প নিয়ে তৈরি হবে মাই ডিয়ার ফুটবল। কচি বলেন, ‘এ সিনেমা তৈরি হবে মফস্বলের গল্প নিয়ে। যাতে উঠে আসবে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার গল্প। ফুটবলের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকে। আমার বাবা ফুটবল খেলতেন। সেখান থেকেই এই খেলার প্রতি দুর্বলতার শুরু। সিনেমাটি নিয়ে ইতিমধ্যে মোশাররফ করিমের সঙ্গে কথা হয়েছে। আশা করছি দারুণ অভিনয় দিয়ে মুগ্ধ করবে সে।’
সিনেমার নাম প্রসঙ্গে কচি খন্দকার বলেন, ‘আমরা যখন ফুটবল খেলতাম, তখন ডিয়ার নামের বল ছিল। এই নামটি নিয়ে নস্টালজিক একটা বিষয় জড়িয়ে আছে। এ ছাড়া ডিয়ার শব্দের অর্থ প্রিয়। দুটি বিষয়কে একত্র করার জন্যই নাম রেখেছি মাই ডিয়ার ফুটবল। সব মিলিয়ে এমন একটি সিনেমা বানাতে চাই, যা সবাই উপভোগ করবে।’ সিনেমাটি নিয়ে অন্যান্য অভিনয়শিল্পীর সঙ্গে কথা হচ্ছে নির্মাতার। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষে সংবাদ সম্মেলন করে দেবেন আনুষ্ঠানিক ঘোষণা।
কচি খন্দকার বলেন, ‘এটা যেহেতু মফস্বলের গল্প তাই কুষ্টিয়া শহরে শুটিংয়ের পরিকল্পনা করছি। আগামী বছরের জুলাই-আগস্টের দিকে টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করতে চাই। তার আগে আগামী ডিসেম্বর নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা দেব।’ এর আগে মোশাররফ করিমকে নিয়ে ফুটবলের গল্পে টেলিফিল্ম বানিয়েছিলেন তিনি। এবার বড় পর্দায় আসছেন এই নির্মাতা-অভিনেতা জুটি।
এর আগেও কয়েকবার সিনেমা নির্মাণের কথা জানিয়েছিলেন কচি খন্দকার। তবে শুটিং শুরু করতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নানা কারণেই সিনেমা নির্মাণ হয়ে উঠছিল না। চিত্রনাট্য শেষ করেও পিছিয়ে আসতে হয়েছে। আশা করছি এবার সে রকম কিছু হবে না। পরিকল্পনা করেই এগোচ্ছি।’
এদিকে, গত আগস্টে মাছরাঙা টিভিতে প্রচার শুরু হয়েছে কচি খন্দকার পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। এর আগে তাঁর পরিচালিত সব ধারাবাহিকে মোশাররফ অভিনয় করলেও এবার অনুপস্থিত ছিলেন। প্রচার শুরুর সময় নির্মাতা জানিয়েছিলেন, আগামী পর্বগুলোতে দেখা যাবে তাঁকে। কথা রেখেছেন কচি খন্দকার। জানিয়েছেন, তেল ছাড়া পরোটা ধারাবাহিকে যুক্ত হচ্ছেন মোশাররফ করিম। শিগগিরই এ নাটকে দেখা যাবে তাঁকে।

কচি খন্দকার ও মোশাররফ করিমের রসায়ন বেশ পুরোনো। পর্দার বাইরেও দারুণ সম্পর্ক দুজনের। পরিচালক কচির পছন্দের শিল্পীদের তালিকায় সবার আগে থাকে মোশাররফের নাম। কচি খন্দকার পরিচালিত বেশির ভাগ কাজেই পাওয়া গেছে তাঁকে। অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, নাটক-টেলিফিল্মের পর এবার সিনেমা বানাতে চলেছেন কচি খন্দকার। আর তাতে অভিনয় করবেন মোশাররফ করিম। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে।
আগামী বছরের মাঝামাঝি সময়ে মোশাররফ করিমকে নিয়ে ‘মাই ডিয়ার ফুটবল’ নামের সিনেমার শুটিং শুরু করবেন কচি খন্দকার। এই নির্মাতা ও অভিনেতা জানান, মফস্বলের গল্প নিয়ে তৈরি হবে মাই ডিয়ার ফুটবল। কচি বলেন, ‘এ সিনেমা তৈরি হবে মফস্বলের গল্প নিয়ে। যাতে উঠে আসবে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার গল্প। ফুটবলের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকে। আমার বাবা ফুটবল খেলতেন। সেখান থেকেই এই খেলার প্রতি দুর্বলতার শুরু। সিনেমাটি নিয়ে ইতিমধ্যে মোশাররফ করিমের সঙ্গে কথা হয়েছে। আশা করছি দারুণ অভিনয় দিয়ে মুগ্ধ করবে সে।’
সিনেমার নাম প্রসঙ্গে কচি খন্দকার বলেন, ‘আমরা যখন ফুটবল খেলতাম, তখন ডিয়ার নামের বল ছিল। এই নামটি নিয়ে নস্টালজিক একটা বিষয় জড়িয়ে আছে। এ ছাড়া ডিয়ার শব্দের অর্থ প্রিয়। দুটি বিষয়কে একত্র করার জন্যই নাম রেখেছি মাই ডিয়ার ফুটবল। সব মিলিয়ে এমন একটি সিনেমা বানাতে চাই, যা সবাই উপভোগ করবে।’ সিনেমাটি নিয়ে অন্যান্য অভিনয়শিল্পীর সঙ্গে কথা হচ্ছে নির্মাতার। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষে সংবাদ সম্মেলন করে দেবেন আনুষ্ঠানিক ঘোষণা।
কচি খন্দকার বলেন, ‘এটা যেহেতু মফস্বলের গল্প তাই কুষ্টিয়া শহরে শুটিংয়ের পরিকল্পনা করছি। আগামী বছরের জুলাই-আগস্টের দিকে টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করতে চাই। তার আগে আগামী ডিসেম্বর নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা দেব।’ এর আগে মোশাররফ করিমকে নিয়ে ফুটবলের গল্পে টেলিফিল্ম বানিয়েছিলেন তিনি। এবার বড় পর্দায় আসছেন এই নির্মাতা-অভিনেতা জুটি।
এর আগেও কয়েকবার সিনেমা নির্মাণের কথা জানিয়েছিলেন কচি খন্দকার। তবে শুটিং শুরু করতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নানা কারণেই সিনেমা নির্মাণ হয়ে উঠছিল না। চিত্রনাট্য শেষ করেও পিছিয়ে আসতে হয়েছে। আশা করছি এবার সে রকম কিছু হবে না। পরিকল্পনা করেই এগোচ্ছি।’
এদিকে, গত আগস্টে মাছরাঙা টিভিতে প্রচার শুরু হয়েছে কচি খন্দকার পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। এর আগে তাঁর পরিচালিত সব ধারাবাহিকে মোশাররফ অভিনয় করলেও এবার অনুপস্থিত ছিলেন। প্রচার শুরুর সময় নির্মাতা জানিয়েছিলেন, আগামী পর্বগুলোতে দেখা যাবে তাঁকে। কথা রেখেছেন কচি খন্দকার। জানিয়েছেন, তেল ছাড়া পরোটা ধারাবাহিকে যুক্ত হচ্ছেন মোশাররফ করিম। শিগগিরই এ নাটকে দেখা যাবে তাঁকে।

সাম্প্রতিক সময়ে নাটক-সিনেমা নির্মাণের সংখ্যা কমলেও বেড়েছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সংখ্যা। প্রায় সময় আয়োজন করা হচ্ছে নামে-বেনামে বিভিন্ন অ্যাওয়ার্ড শো। নিয়মের তোয়াক্কা না করে যাকে তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার।
২১ সেপ্টেম্বর ২০২৫
সম্প্রতি একটি টক শো-তে ঋতুস্রাবের ব্যথা নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে এখন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মানদানা। তাঁর মন্তব্য দ্রুত ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার জেরে অভিনেত্রী নিজেও মুখ খুলতে বাধ্য হন।
৩ ঘণ্টা আগে
গত সেপ্টেম্বরে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সে সময় গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন তিনি। দেখা যাবে শাকিব খানের বিপরীতে। এবার সেই গুঞ্জন উসকে দিলেন শাকিব খান নিজেই। জানালেন, নতুন একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে হানিয়ার সঙ্গে।
১২ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন শাবনূর। ২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরেছিলেন। তখন তাঁকে নিয়ে দুটি সিনেমার ঘোষণা আসে। এর মধ্যে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের এপ্রিলে। পুরো সিনেমার শুটিং শেষ না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর।
১২ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

গত সেপ্টেম্বরে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সে সময় গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন তিনি। দেখা যাবে শাকিব খানের বিপরীতে। এবার সেই গুঞ্জন উসকে দিলেন শাকিব খান নিজেই। জানালেন, নতুন একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে হানিয়ার সঙ্গে।
হানিয়া আমির বাংলাদেশে এসেছিলেন সানসিল্ক বাংলাদেশের নিমন্ত্রণে। অংশ নিয়েছিলেন ব্র্যান্ডটির বেশ কিছু অনুষ্ঠানে। এক অনুষ্ঠানে উপস্থাপক জানতে চান, ‘শাহরুখ খান, নাকি শাকিব খান—কে আপনার বেশি পছন্দ?’ হানিয়া বেছে নেন শাকিব খানকে। এরপরই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। প্রায় দুই মাস পর সেই গুঞ্জনে ঘি ঢাললেন শাকিব নিজেই।
সম্প্রতি একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যান শাকিব খান। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের। তাঁকে দেখেই শাকিব বলেন, ‘তোমার কিছু ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইন হানিয়ার সঙ্গে।’ পাশ থেকে একজন জানতে চান, ‘উনি (হানিয়া) কি আপনার সঙ্গে সিনেমা করছেন?’ জবাবে শাকিব বলেন, ‘হ্যাঁ, একটা সিনেমার কথা হচ্ছে।’ গতকাল এই ভিডিও প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন শাকিবভক্তরা। তবে কোন সিনেমায় অভিনয় করবেন শাকিব-হানিয়া, কে পরিচালনা করবেন—বিস্তারিত জানা যায়নি এখনো।
শোবিজে হানিয়া আমিরের পথচলা শুরু ২০১৬ সালে, ‘জনান’ সিনেমায়। সিনেমায় জনপ্রিয়তার সূত্র ধরে টিভি সিরিয়ালে নাম লেখান হানিয়া। ‘তিতলি’, ‘ফির অহি মোহাব্বত’, ‘আনা’, ‘মেরে দোস্ত মেরে ইয়ার’, ‘মেরে হামসাফার’, ‘কাভি ম্যায় কাভি তুম’ সিরিয়ালগুলো তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। হানিয়া অভিনীত ‘না মালুম আফরাদ ২’, ‘পারওয়াজ হ্যায় জুনুন’সহ বেশ কিছু সিনেমাও আলোচিত হয়েছে। এ বছর হানিয়ার অভিষেক হয়েছে ভারতীয় সিনেমায়। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি ভাষার সিনেমা ‘সর্দারজি ৩’-এ অভিনয় করেছেন তিনি।
অন্যদিকে, শাকিব খান এখন ব্যস্ত ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে। সাকিব ফাহাদের পরিচালনায় এতে শাকিবের সঙ্গে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এরপর শাকিব শুরু করবেন আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’র শুটিং। নির্মাতা জানিয়েছেন, এই সিনেমায় দেখা যাবে তিনজন নায়িকাকে। দেশের দুই নায়িকার সঙ্গে থাকবেন দেশের বাইরের এক অভিনেত্রী। তবে এখনো ঘোষণা করা হয়নি কোনো নায়িকার নাম। আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে প্রিন্স।

গত সেপ্টেম্বরে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সে সময় গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন তিনি। দেখা যাবে শাকিব খানের বিপরীতে। এবার সেই গুঞ্জন উসকে দিলেন শাকিব খান নিজেই। জানালেন, নতুন একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে হানিয়ার সঙ্গে।
হানিয়া আমির বাংলাদেশে এসেছিলেন সানসিল্ক বাংলাদেশের নিমন্ত্রণে। অংশ নিয়েছিলেন ব্র্যান্ডটির বেশ কিছু অনুষ্ঠানে। এক অনুষ্ঠানে উপস্থাপক জানতে চান, ‘শাহরুখ খান, নাকি শাকিব খান—কে আপনার বেশি পছন্দ?’ হানিয়া বেছে নেন শাকিব খানকে। এরপরই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। প্রায় দুই মাস পর সেই গুঞ্জনে ঘি ঢাললেন শাকিব নিজেই।
সম্প্রতি একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যান শাকিব খান। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের। তাঁকে দেখেই শাকিব বলেন, ‘তোমার কিছু ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইন হানিয়ার সঙ্গে।’ পাশ থেকে একজন জানতে চান, ‘উনি (হানিয়া) কি আপনার সঙ্গে সিনেমা করছেন?’ জবাবে শাকিব বলেন, ‘হ্যাঁ, একটা সিনেমার কথা হচ্ছে।’ গতকাল এই ভিডিও প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন শাকিবভক্তরা। তবে কোন সিনেমায় অভিনয় করবেন শাকিব-হানিয়া, কে পরিচালনা করবেন—বিস্তারিত জানা যায়নি এখনো।
শোবিজে হানিয়া আমিরের পথচলা শুরু ২০১৬ সালে, ‘জনান’ সিনেমায়। সিনেমায় জনপ্রিয়তার সূত্র ধরে টিভি সিরিয়ালে নাম লেখান হানিয়া। ‘তিতলি’, ‘ফির অহি মোহাব্বত’, ‘আনা’, ‘মেরে দোস্ত মেরে ইয়ার’, ‘মেরে হামসাফার’, ‘কাভি ম্যায় কাভি তুম’ সিরিয়ালগুলো তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। হানিয়া অভিনীত ‘না মালুম আফরাদ ২’, ‘পারওয়াজ হ্যায় জুনুন’সহ বেশ কিছু সিনেমাও আলোচিত হয়েছে। এ বছর হানিয়ার অভিষেক হয়েছে ভারতীয় সিনেমায়। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি ভাষার সিনেমা ‘সর্দারজি ৩’-এ অভিনয় করেছেন তিনি।
অন্যদিকে, শাকিব খান এখন ব্যস্ত ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে। সাকিব ফাহাদের পরিচালনায় এতে শাকিবের সঙ্গে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এরপর শাকিব শুরু করবেন আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’র শুটিং। নির্মাতা জানিয়েছেন, এই সিনেমায় দেখা যাবে তিনজন নায়িকাকে। দেশের দুই নায়িকার সঙ্গে থাকবেন দেশের বাইরের এক অভিনেত্রী। তবে এখনো ঘোষণা করা হয়নি কোনো নায়িকার নাম। আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে প্রিন্স।

সাম্প্রতিক সময়ে নাটক-সিনেমা নির্মাণের সংখ্যা কমলেও বেড়েছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সংখ্যা। প্রায় সময় আয়োজন করা হচ্ছে নামে-বেনামে বিভিন্ন অ্যাওয়ার্ড শো। নিয়মের তোয়াক্কা না করে যাকে তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার।
২১ সেপ্টেম্বর ২০২৫
সম্প্রতি একটি টক শো-তে ঋতুস্রাবের ব্যথা নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে এখন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মানদানা। তাঁর মন্তব্য দ্রুত ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার জেরে অভিনেত্রী নিজেও মুখ খুলতে বাধ্য হন।
৩ ঘণ্টা আগে
কচি খন্দকার ও মোশাররফ করিমের রসায়ন বেশ পুরোনো। পর্দার বাইরেও দারুণ সম্পর্ক দুজনের। পরিচালক কচির পছন্দের শিল্পীদের তালিকায় সবার আগে থাকে মোশাররফের নাম। কচি খন্দকার পরিচালিত বেশির ভাগ কাজেই পাওয়া গেছে তাঁকে। অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, নাটক-টেলিফিল্মের পর এবার সিনেমা বানাতে চলেছেন কচি খন্দকার।
১২ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন শাবনূর। ২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরেছিলেন। তখন তাঁকে নিয়ে দুটি সিনেমার ঘোষণা আসে। এর মধ্যে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের এপ্রিলে। পুরো সিনেমার শুটিং শেষ না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর।
১২ ঘণ্টা আগেবিনোদন প্রতিবেদক, ঢাকা

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন শাবনূর। ২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরেছিলেন। তখন তাঁকে নিয়ে দুটি সিনেমার ঘোষণা আসে। এর মধ্যে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের এপ্রিলে। পুরো সিনেমার শুটিং শেষ না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। এরপর বারবার গুঞ্জন রটেছে, রঙ্গনা আর হবে না। সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন শাবনূর। নির্মাতা অবশ্য প্রতিবারই এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, শাবনূর দেশে ফিরলে বাকি অংশের শুটিং হবে।
এর মধ্যেই রঙ্গনা সিনেমার শুটিং হওয়া অংশটুকু পর্ব আকারে প্রকাশ করা হয়েছে ইউটিউবে। সাতটি পর্বে সব মিলিয়ে ঘণ্টাখানেকের ফুটেজ প্রকাশ্যে এসেছে। নির্মাতার এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন শাবনূর। নির্মাতার বিরুদ্ধে তুলেছেন অপেশাদারত্বের অভিযোগ।
গতকাল ফেসবুকে শাবনূর লেখেন, ‘এ সিনেমার প্রযোজনা ও পরিচালনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা শুরু থেকেই অপেশাদারসুলভ আচরণ করেছে। কাজ শুরুর আগেই তারা একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়। শুটিং চলাকালেও ইউনিটে ছিল অগোছালো ভাব ও অব্যবস্থাপনা। আমাকে শুরুতে বলা হয়েছিল, কিছু দৃশ্য ও গান বিদেশে শুট হবে এবং এডিটিংও হবে দেশের বাইরে, কিন্তু বাস্তবে তাদের কথার কোনো প্রতিফলন দেখিনি।’
শাবনূর জানান, রঙ্গনা সিনেমা ইউটিউবে প্রকাশ হবে জানলে তিনি এই কাজের সঙ্গে কখনো যুক্ত হতেন না। তিনি বলেন, ‘আমি আমার প্রতিশ্রুতি রাখতে চেয়েছিলাম। ডিসেম্বরে বাকি শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ দেখি, সিনেমার অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশ করা হয়েছে। যে সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা, সেটি এখন বিনা মূল্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। আমি বড় পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে বিনা মূল্যে দেখানোর জন্য নয়। যদি আগে জানতাম, এই প্রজেক্টটি সিনেমা হলের বদলে ইউটিউব কনটেন্ট হিসেবে প্রকাশিত হবে, তাহলে কখনো এতে অংশ নিতাম না।’
এমন ঘটনায় শাবনূরের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও হতাশ। আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদা এতে মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্রশিল্পের জন্যও এক দুঃখজনক ও হতাশাব্যঞ্জক ঘটনা।’

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন শাবনূর। ২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরেছিলেন। তখন তাঁকে নিয়ে দুটি সিনেমার ঘোষণা আসে। এর মধ্যে আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের এপ্রিলে। পুরো সিনেমার শুটিং শেষ না করেই অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। এরপর বারবার গুঞ্জন রটেছে, রঙ্গনা আর হবে না। সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন শাবনূর। নির্মাতা অবশ্য প্রতিবারই এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, শাবনূর দেশে ফিরলে বাকি অংশের শুটিং হবে।
এর মধ্যেই রঙ্গনা সিনেমার শুটিং হওয়া অংশটুকু পর্ব আকারে প্রকাশ করা হয়েছে ইউটিউবে। সাতটি পর্বে সব মিলিয়ে ঘণ্টাখানেকের ফুটেজ প্রকাশ্যে এসেছে। নির্মাতার এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন শাবনূর। নির্মাতার বিরুদ্ধে তুলেছেন অপেশাদারত্বের অভিযোগ।
গতকাল ফেসবুকে শাবনূর লেখেন, ‘এ সিনেমার প্রযোজনা ও পরিচালনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা শুরু থেকেই অপেশাদারসুলভ আচরণ করেছে। কাজ শুরুর আগেই তারা একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়। শুটিং চলাকালেও ইউনিটে ছিল অগোছালো ভাব ও অব্যবস্থাপনা। আমাকে শুরুতে বলা হয়েছিল, কিছু দৃশ্য ও গান বিদেশে শুট হবে এবং এডিটিংও হবে দেশের বাইরে, কিন্তু বাস্তবে তাদের কথার কোনো প্রতিফলন দেখিনি।’
শাবনূর জানান, রঙ্গনা সিনেমা ইউটিউবে প্রকাশ হবে জানলে তিনি এই কাজের সঙ্গে কখনো যুক্ত হতেন না। তিনি বলেন, ‘আমি আমার প্রতিশ্রুতি রাখতে চেয়েছিলাম। ডিসেম্বরে বাকি শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ দেখি, সিনেমার অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশ করা হয়েছে। যে সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা, সেটি এখন বিনা মূল্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। আমি বড় পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে বিনা মূল্যে দেখানোর জন্য নয়। যদি আগে জানতাম, এই প্রজেক্টটি সিনেমা হলের বদলে ইউটিউব কনটেন্ট হিসেবে প্রকাশিত হবে, তাহলে কখনো এতে অংশ নিতাম না।’
এমন ঘটনায় শাবনূরের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও হতাশ। আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদা এতে মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্রশিল্পের জন্যও এক দুঃখজনক ও হতাশাব্যঞ্জক ঘটনা।’

সাম্প্রতিক সময়ে নাটক-সিনেমা নির্মাণের সংখ্যা কমলেও বেড়েছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সংখ্যা। প্রায় সময় আয়োজন করা হচ্ছে নামে-বেনামে বিভিন্ন অ্যাওয়ার্ড শো। নিয়মের তোয়াক্কা না করে যাকে তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার।
২১ সেপ্টেম্বর ২০২৫
সম্প্রতি একটি টক শো-তে ঋতুস্রাবের ব্যথা নিয়ে মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে এখন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মানদানা। তাঁর মন্তব্য দ্রুত ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার জেরে অভিনেত্রী নিজেও মুখ খুলতে বাধ্য হন।
৩ ঘণ্টা আগে
কচি খন্দকার ও মোশাররফ করিমের রসায়ন বেশ পুরোনো। পর্দার বাইরেও দারুণ সম্পর্ক দুজনের। পরিচালক কচির পছন্দের শিল্পীদের তালিকায় সবার আগে থাকে মোশাররফের নাম। কচি খন্দকার পরিচালিত বেশির ভাগ কাজেই পাওয়া গেছে তাঁকে। অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, নাটক-টেলিফিল্মের পর এবার সিনেমা বানাতে চলেছেন কচি খন্দকার।
১২ ঘণ্টা আগে
গত সেপ্টেম্বরে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সে সময় গুঞ্জন উঠেছিল, বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন তিনি। দেখা যাবে শাকিব খানের বিপরীতে। এবার সেই গুঞ্জন উসকে দিলেন শাকিব খান নিজেই। জানালেন, নতুন একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে হানিয়ার সঙ্গে।
১২ ঘণ্টা আগে