
প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও মানসী প্রকৃতি। ভালোবাসার একটি গল্পে পর্দা ভাগ করতে দেখা যাবে তাঁদের। আদর-প্রকৃতি জুটির সিনেমাটি ‘অগ্নিশিখা’ নামে শুটিং শুরু হলেও নির্মাণকাজ শেষে নাম পরিবর্তন হয়ে এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে যাচ্ছে।
বাপ্পি চৌধুরী ও জাহারা মিতুকে নায়ক-নায়িকা করে ‘যন্ত্রণা’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন অপূর্ব রানা। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি সিনেমাটির শুটিং শুরু হয়। একই বছরের জুনের শেষ সপ্তাহে হয় দ্বিতীয় লটের শুটিংও। এরপর আর এগোতে পারেননি পরিচালক। নানা জটিলতায় দুই বছর ধরে আটকে আছে সিনেমাটি।
একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আরিফুর জামান আরিফ করেছেন ‘অগ্নিশিখা’ সিনেমার শুটিং। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। মার্চ মাসজুড়ে চলেছে সম্পাদনা, ডাবিং ও অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ। এবার সেন্সরে জমা দেওয়ার পালা। এরই মধ্যে জানা গেল, ‘অগ্নিশিখা’ এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে জমা পড়তে যাচ্ছে। অপূর্ব রানা অনুমতিও দিয়েছেন আরিফকে।
পরিচালক আরিফ জানান, রানা ভাই সিনিয়র নির্মাতা। আমি ‘অগ্নিশিখা’ নামেই সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু প্রযোজক মানতে চাইলেন না। কারণ ‘যন্ত্রণা’ সিনেমাটিও একই প্রযোজক নির্মাণ করছিলেন। তিনি চান ‘অগ্নিশিখা’র বদলে ‘যন্ত্রণা’ নামেই আমার সিনেমাটি মুক্তি পাক। বিষয়টি রানা ভাইয়ের সঙ্গে শেয়ার করি। তিনি জানিয়েছেন, প্রযোজক নাম পরিবর্তন করতে চাইলে তার কোনো আপত্তি নেই। তাই আমি পরিচালক সমিতিতে আবার নাম পরিবর্তন করে নতুনভাবে ‘যন্ত্রণা’ নামে সিনেমাটির নিবন্ধন করেছি। খুব শিগগির সিনেমাটি সেন্সরে জমা দেব।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি। তবে নাটকে নিয়মিত কাজ চালিয়ে নেই। চলচ্চিত্রের জন্য নিজেকে এখন পুরোপুরি প্রস্তুত করে মাঠে নেমেছি। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবে।
‘যন্ত্রণা’ সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে গান চারটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ প্রমুখ। সংগীতায়োজন করেন রবিন ইসলাম। রোজার ঈদের পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও মানসী প্রকৃতি। ভালোবাসার একটি গল্পে পর্দা ভাগ করতে দেখা যাবে তাঁদের। আদর-প্রকৃতি জুটির সিনেমাটি ‘অগ্নিশিখা’ নামে শুটিং শুরু হলেও নির্মাণকাজ শেষে নাম পরিবর্তন হয়ে এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে যাচ্ছে।
বাপ্পি চৌধুরী ও জাহারা মিতুকে নায়ক-নায়িকা করে ‘যন্ত্রণা’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন অপূর্ব রানা। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি সিনেমাটির শুটিং শুরু হয়। একই বছরের জুনের শেষ সপ্তাহে হয় দ্বিতীয় লটের শুটিংও। এরপর আর এগোতে পারেননি পরিচালক। নানা জটিলতায় দুই বছর ধরে আটকে আছে সিনেমাটি।
একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আরিফুর জামান আরিফ করেছেন ‘অগ্নিশিখা’ সিনেমার শুটিং। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। মার্চ মাসজুড়ে চলেছে সম্পাদনা, ডাবিং ও অন্যান্য পোস্ট প্রডাকশনের কাজ। এবার সেন্সরে জমা দেওয়ার পালা। এরই মধ্যে জানা গেল, ‘অগ্নিশিখা’ এখন ‘যন্ত্রণা’ নামে সেন্সরে জমা পড়তে যাচ্ছে। অপূর্ব রানা অনুমতিও দিয়েছেন আরিফকে।
পরিচালক আরিফ জানান, রানা ভাই সিনিয়র নির্মাতা। আমি ‘অগ্নিশিখা’ নামেই সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু প্রযোজক মানতে চাইলেন না। কারণ ‘যন্ত্রণা’ সিনেমাটিও একই প্রযোজক নির্মাণ করছিলেন। তিনি চান ‘অগ্নিশিখা’র বদলে ‘যন্ত্রণা’ নামেই আমার সিনেমাটি মুক্তি পাক। বিষয়টি রানা ভাইয়ের সঙ্গে শেয়ার করি। তিনি জানিয়েছেন, প্রযোজক নাম পরিবর্তন করতে চাইলে তার কোনো আপত্তি নেই। তাই আমি পরিচালক সমিতিতে আবার নাম পরিবর্তন করে নতুনভাবে ‘যন্ত্রণা’ নামে সিনেমাটির নিবন্ধন করেছি। খুব শিগগির সিনেমাটি সেন্সরে জমা দেব।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে নতুনভাবে বড় পর্দার জন্য কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। তিনি বলেন, দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি। তবে নাটকে নিয়মিত কাজ চালিয়ে নেই। চলচ্চিত্রের জন্য নিজেকে এখন পুরোপুরি প্রস্তুত করে মাঠে নেমেছি। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালো ভাবে গ্রহণ করবে।
‘যন্ত্রণা’ সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে গান চারটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ প্রমুখ। সংগীতায়োজন করেন রবিন ইসলাম। রোজার ঈদের পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
৬ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
৬ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
৬ ঘণ্টা আগে