Ajker Patrika

কখনই কাউকে বলিনি, আমাকে কাজ দেন

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
কখনই কাউকে বলিনি, আমাকে কাজ দেন

শবনম ফারিয়া অভিনীত প্রথম ছবি ‘দেবী’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। আজ অনলাইন প্ল্যাটফর্ম চরকিতে আসছে তাঁর দ্বিতীয় ছবি ‘মুন্সিগিরি’। বানিয়েছেন অমিতাভ রেজা। ফারিয়া বললেন ‘মুন্সিগিরি’ নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর।

প্রায় তিন বছর পর আপনার নতুন ছবি এল। দ্বিতীয় ছবি হিসেবে ‘মুন্সিগিরি’ বেছে নেওয়ার কারণ কী?
একদিন অমিতাভ ভাই (নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী) আমাকে ফোন করে ডাকলেন। আমার অডিশন নিলেন। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তো আমার অডিশন দেওয়ার কথা না। কিন্তু গল্প-চরিত্র—সবকিছু শুনে এত ইন্টারেস্টিং লেগেছে যে আমি অডিশন দিয়েছি।

ছবিতে আপনার চরিত্রের নাম পারভীন। এ চরিত্রের কোন বিষয় আপনার ভালো লেগেছে?
আমাদের আশপাশে যেসব গৃহিণীকে দেখি, পারভীন তেমনই। অতি সাধারণ। তার স্বামী তদন্ত কর্মকর্তা। অনেক ব্যস্ত থাকে। পারভীন বাসায় বসে প্রচুর ছবি দেখে। থ্রিলার মুভি তার পছন্দের। সে হঠাৎ হঠাৎ না বুঝেই স্বামীকে ভালো ভালো পরামর্শ দেয়। সহজ-সাধারণ জীবন পারভীনের। তার সাধারণ জীবনযাপনটাই আমার ভালো লেগেছে।

শবনম ফারিয়াবাস্তবের ফারিয়ার সঙ্গে ‘মুন্সিগিরি’র পারভীনের মিল-অমিল কতটা? 
বাস্তবে আমি অনেক চঞ্চল। পারভীন চরিত্রটাও চঞ্চল। পর্দার পারভীনের বাবা সরকারি চাকরিজীবী। বাস্তবেও আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। এ দুটো মিল। অমিলও দুটো। পারভীন এ দেশে থাকতে চায় না। কিন্তু আমি দেশেই থাকতে চাই। আর পারভীন সরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি পড়েছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে।

চঞ্চল চৌধুরীর সঙ্গে ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন?
আমার প্রথম ছবি ‘দেবী’তে উনি সহ-অভিনেতা ছিলেন। ফাইনালি আমরা আরেকটা ছবি করে ফেললাম একসঙ্গে। ব্যাপারটা ইন্টারেস্টিং।

‘মুন্সিগিরি’তে পূর্ণিমাও আছেন। তাঁর সঙ্গে আপনার দেখা হয়েছে?
ছবিতে পূর্ণিমা আপার সঙ্গে আমার কোনো দৃশ্য নেই। কিন্তু আমি খুবই চাচ্ছিলাম, তাঁর সঙ্গে যেন আমার দৃশ্য থাকে। শুটিংয়ের সময়ও তাঁর সঙ্গে আমার দেখা হয়নি। 

শবনম ফারিয়াক্যারিয়ারের শুরু থেকে আপনি সমান্তরাল চলছেন। খুব বেশি উত্থান-পতনের গল্প নেই আপনার। কম কাজ নিয়েই সন্তুষ্ট...
আমি যে ধরনের কাজ ডিজার্ভ করি, আমার যে জায়গায় থাকা উচিত; আমি সে জায়গায় নেই। অভিনয়কে ভালোবাসি। কিন্তু এমন কোনো স্ক্রিপ্টে কাজ করতে চাই না, যেটা করে আমি শান্তি পাই না। শুধু টাকার জন্য অভিনয় করলে তো অনেক করা যায়। কিন্তু সে লোভ সামলিয়ে, কম কাজ করার ডিসিশন নেওয়া অনেক কঠিন। তারপরও আমি ওই সিদ্ধান্তে আছি, ভালো কাজ ছাড়া করব না।

এটাই এখন ফারিয়ার স্ট্র্যাটেজি?
স্ট্র্যাটেজি নয়, ভালো স্ক্রিপ্ট পেলে কাজ করব। কিন্তু মনমতো স্ক্রিপ্ট খুব একটা পাই না। কাজ তো আসেই। অনেক ওয়েব সিরিজের প্রস্তাব আসছে। কিন্তু সেগুলো আমার করতে ইচ্ছা করে না।

ভালো কাজ পাওয়ার জন্য আপনার পক্ষ থেকে কোনো চেষ্টা থাকে?
আমি কখনোই কাউকে বলিনি যে আমাকে কাজ দেন। ভালো স্ক্রিপ্ট এলে সেটা করি। আমি নিজে থেকে কখনো কারও সঙ্গে যোগাযোগ করি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত