বিনোদন প্রতিবেদক, ঢাকা

কোরবানির ঈদে মুক্তির তালিকায় থাকা ‘নীলচক্র’ সিনেমার গানে পর্দায় হাজির হয়েছেন দুই সংগীতশিল্পী জালালি শাফায়াত ও বালাম। ‘এই শহরের অন্ধকারে’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন জালালি শাফায়াত। সুর করেছেন বালাম। নীলচক্রের দেখানো পথে হাঁটল ঈদের আরেক সিনেমা ‘টগর’। এই সিনেমার ‘ও সুন্দরী’ গানে কেন্দ্রীয় দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও পূজা চেরির সঙ্গে দেখা গেল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসাকে।
গতকাল টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় টগর সিনেমার দ্বিতীয় গান ‘ও সুন্দরী’। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। গেয়েছেন ইমরান ও আতিয়া। আইটেম ঘরনার এই গানের শুরুতে পারফর্ম করেন আদর ও পূজা। শেষ দিকে চমক হিসেবে হাজির হন ইমরান ও আতিয়া। পূজার সঙ্গে নাচলেন ইমরান আর আদরের সঙ্গে জুটি হয়ে কোমর দুলিয়েছেন আতিয়া।
ক্যারিয়ারে অনেক সিনেমায় প্লেব্যাক করলেও এবারই প্রথম সিনেমার গানে পর্দায় পারফর্ম করলেন ইমরান। ও সুন্দরী গান নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু এক্সাইটিং। টগর সিনেমার এই গান নিয়ে আমি খুবই আশাবাদী।’
আতিয়া আনিসা বলেন, ‘ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে।’
অ্যাকশন ঘরানার সিনেমা টগর বানিয়েছেন আলোক হাসান। ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির হবেন আদর আজাদ। কম যাবেন না পূজা চেরিও। সদ্য প্রকাশিত টিজারে এমনটাই আঁচ পাওয়া গেছে। টগর নিয়ে আশাবাদী আদর আজাদ বলেন, ‘টগর আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। ও সুন্দরী গানটি সিনেমার অন্যতম হাইলাইট হবে; দর্শকদের অনুরোধ করব হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার।’

কোরবানির ঈদে মুক্তির তালিকায় থাকা ‘নীলচক্র’ সিনেমার গানে পর্দায় হাজির হয়েছেন দুই সংগীতশিল্পী জালালি শাফায়াত ও বালাম। ‘এই শহরের অন্ধকারে’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন জালালি শাফায়াত। সুর করেছেন বালাম। নীলচক্রের দেখানো পথে হাঁটল ঈদের আরেক সিনেমা ‘টগর’। এই সিনেমার ‘ও সুন্দরী’ গানে কেন্দ্রীয় দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও পূজা চেরির সঙ্গে দেখা গেল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসাকে।
গতকাল টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় টগর সিনেমার দ্বিতীয় গান ‘ও সুন্দরী’। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। গেয়েছেন ইমরান ও আতিয়া। আইটেম ঘরনার এই গানের শুরুতে পারফর্ম করেন আদর ও পূজা। শেষ দিকে চমক হিসেবে হাজির হন ইমরান ও আতিয়া। পূজার সঙ্গে নাচলেন ইমরান আর আদরের সঙ্গে জুটি হয়ে কোমর দুলিয়েছেন আতিয়া।
ক্যারিয়ারে অনেক সিনেমায় প্লেব্যাক করলেও এবারই প্রথম সিনেমার গানে পর্দায় পারফর্ম করলেন ইমরান। ও সুন্দরী গান নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু এক্সাইটিং। টগর সিনেমার এই গান নিয়ে আমি খুবই আশাবাদী।’
আতিয়া আনিসা বলেন, ‘ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে।’
অ্যাকশন ঘরানার সিনেমা টগর বানিয়েছেন আলোক হাসান। ধুন্ধুমার অ্যাকশন নিয়ে হাজির হবেন আদর আজাদ। কম যাবেন না পূজা চেরিও। সদ্য প্রকাশিত টিজারে এমনটাই আঁচ পাওয়া গেছে। টগর নিয়ে আশাবাদী আদর আজাদ বলেন, ‘টগর আমার জন্য বিশেষ একটি প্রজেক্ট। ও সুন্দরী গানটি সিনেমার অন্যতম হাইলাইট হবে; দর্শকদের অনুরোধ করব হলে গিয়ে সিনেমাটি উপভোগ করার।’

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
১ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
১ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
১ ঘণ্টা আগে