বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছরের মার্চে ঘোষণা এসেছিল, প্রথমবার দেশের কোনো ওয়েব কনটেন্টে অভিনয় করছেন জয়া আহসান। আশফাক নিপুনের ‘জিম্মি’ নামের সিরিজে দেখা যাবে তাঁকে। তবে জিম্মির আগে চলতি বছর নুহাশ হুমায়ূনের ২য় সিরিজের অন্তরা পর্ব দিয়ে দেশের ওটিটিতে দেখা দেন জয়া। অবশেষে ঘোষণার ঠিক এক বছর পর জিম্মি নিয়ে আসছেন তিনি। রোজার ঈদ উপলক্ষে ২৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি।
২য় সিরিজে জয়া হাজির হয়েছিলেন অতিথি চরিত্রে, ডাইনিরূপে। জিম্মিতে এবার তাঁকে দেখা যাবে রুনা লায়লা নামের সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর ভূমিকায়। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী রুনা লায়লা একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে সে।
অন্তরা দিয়ে ওটিটি অভিষেক হলেও জিম্মিকে নিজের প্রথম সিরিজ বলে মনে করছেন জয়া আহসান। জানালেন, কাজটি তাঁর কাছে খুবই স্পেশাল। জিম্মি নিয়ে জয়া বলেন, ‘সিরিজটির কাজ আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে সেটি পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের শুরুতে সিরিজটির শুটিং হয়। অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে জিম্মি। এর আগে অন্তরাতে ক্যামিও চরিত্রে দেখা গেলেও জিম্মি বাংলাদেশে অভিনয় করা আমার প্রথম ওয়েব সিরিজ, নিপুনের সঙ্গে আমার প্রথম কাজ, দারুণ এক গল্পের সিরিজ। সব দিক থেকে এটি আমার কাছে স্পেশাল।’
ঈদ উৎসবে নিজের প্রথম সিরিজ নিয়ে আসতে পেরে উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি বলেন, ‘ঈদের উৎসবের সময় দর্শক সিরিজটি দেখবে, এটি খুব ভালো লাগার। এতে আমার সঙ্গে ভালো ভালো অভিনয়শিল্পী কাজ করেছে। আর নির্মাতা হিসেবে নিপুন তো পরীক্ষিত। হইচই প্ল্যাটফর্ম থেকে সিরিজটি আসছে। এই প্ল্যাটফর্ম থেকে অনেক ভালো কাজ হয়েছে, দর্শকও পছন্দ করেছে। আশা করছি এবারও দর্শকের ভালো লাগবে। এখানে কাজ করে ব্যক্তিগতভাবে আনন্দ পেয়েছি। বাকিটা দর্শকের ওপরে। দর্শকদের এটুকু বলব, জিম্মি ভালো লাগলে সবাইকে দেখার জন্য বলবেন।’
নির্মাতা আশফাক নিপুন বলেন, ‘এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। জয়া আহসানের সঙ্গে প্রথম কাজ। তিনি অসাধারণ একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যাঁর অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। জয়া আহসান আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন। সব মিলিয়ে দর্শক নতুন কিছু উপভোগ করবে।’
গত বছরের মার্চে ঘোষণা এসেছিল, প্রথমবার দেশের কোনো ওয়েব কনটেন্টে অভিনয় করছেন জয়া আহসান। আশফাক নিপুনের ‘জিম্মি’ নামের সিরিজে দেখা যাবে তাঁকে। তবে জিম্মির আগে চলতি বছর নুহাশ হুমায়ূনের ২য় সিরিজের অন্তরা পর্ব দিয়ে দেশের ওটিটিতে দেখা দেন জয়া। অবশেষে ঘোষণার ঠিক এক বছর পর জিম্মি নিয়ে আসছেন তিনি। রোজার ঈদ উপলক্ষে ২৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি।
২য় সিরিজে জয়া হাজির হয়েছিলেন অতিথি চরিত্রে, ডাইনিরূপে। জিম্মিতে এবার তাঁকে দেখা যাবে রুনা লায়লা নামের সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর ভূমিকায়। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী রুনা লায়লা একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে সে।
অন্তরা দিয়ে ওটিটি অভিষেক হলেও জিম্মিকে নিজের প্রথম সিরিজ বলে মনে করছেন জয়া আহসান। জানালেন, কাজটি তাঁর কাছে খুবই স্পেশাল। জিম্মি নিয়ে জয়া বলেন, ‘সিরিজটির কাজ আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে সেটি পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের শুরুতে সিরিজটির শুটিং হয়। অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে জিম্মি। এর আগে অন্তরাতে ক্যামিও চরিত্রে দেখা গেলেও জিম্মি বাংলাদেশে অভিনয় করা আমার প্রথম ওয়েব সিরিজ, নিপুনের সঙ্গে আমার প্রথম কাজ, দারুণ এক গল্পের সিরিজ। সব দিক থেকে এটি আমার কাছে স্পেশাল।’
ঈদ উৎসবে নিজের প্রথম সিরিজ নিয়ে আসতে পেরে উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি বলেন, ‘ঈদের উৎসবের সময় দর্শক সিরিজটি দেখবে, এটি খুব ভালো লাগার। এতে আমার সঙ্গে ভালো ভালো অভিনয়শিল্পী কাজ করেছে। আর নির্মাতা হিসেবে নিপুন তো পরীক্ষিত। হইচই প্ল্যাটফর্ম থেকে সিরিজটি আসছে। এই প্ল্যাটফর্ম থেকে অনেক ভালো কাজ হয়েছে, দর্শকও পছন্দ করেছে। আশা করছি এবারও দর্শকের ভালো লাগবে। এখানে কাজ করে ব্যক্তিগতভাবে আনন্দ পেয়েছি। বাকিটা দর্শকের ওপরে। দর্শকদের এটুকু বলব, জিম্মি ভালো লাগলে সবাইকে দেখার জন্য বলবেন।’
নির্মাতা আশফাক নিপুন বলেন, ‘এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। জয়া আহসানের সঙ্গে প্রথম কাজ। তিনি অসাধারণ একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যাঁর অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। জয়া আহসান আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন। সব মিলিয়ে দর্শক নতুন কিছু উপভোগ করবে।’
১৯৭২ সালের আজকের এই দিনে অর্থাৎ ১৫ মার্চ ‘দ্য গডফাদার’ মুক্তি পায় এবং তখনকার সর্বাধিক আয় করা চলচ্চিত্র হয়ে ওঠে। এটি সমালোচকদের কাছেও বিপুল প্রশংসিত হয়। সেবছর ১০টি ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনীত হয়ে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা...
৮ ঘণ্টা আগেদেশের কনসার্টে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত জুলাইয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকায় পারফর্ম করেছেন আতিফ আসলাম, ব্যান্ড জাল ও রাহাত ফতেহ আলী খানের মতো শিল্পীরা। এবার ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আইমা বেগ।
১৮ ঘণ্টা আগেবিরতি শেষে আবার অভিনয়ে ব্যস্ত হয়েছেন অভিনেত্রী আনিকা কবির শখ। এবার রোজার ঈদ উপলক্ষে অভিনয় করেছেন একাধিক নাটকে। ঈদ উপলক্ষে নির্মিত শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে দেখা যাবে তাঁকে। নাটক ছাড়াও ঈদে শখকে বিটিভির দুটি নাচের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে।
১৮ ঘণ্টা আগেজনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গত শনিবার চিঠি পাঠিয়েছে সিআইসি।
১ দিন আগে