বিনোদন ডেস্ক
কয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এসেছেন অযোধ্যার রাম মন্দিরের হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
মন্দির চত্বরের হনুমানদের খাবারের অভাবের কথা জানিয়ে অক্ষয়ের কাছে সাহায্য চেয়েছিলেন অযোধ্যার এক সেবা ট্রাস্টের প্রধান স্বামী রাঘবাচার্য মহারাজ। হনুমানদের রোজকার খাবারের দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের ডাকে সাড়া দিয়ে এক কোটি রুপি পাঠিয়ে দিয়েছেন অক্ষয়।
অক্ষয় কুমারের এ অর্থে অযোধ্যার ১২০০ হনুমানের খাবারের সংস্থান করা হচ্ছে প্রতিদিন। অযোধ্যার লাগোয়া সুরক্ষিত এক স্থানে এই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
রাম মন্দিরের আশপাশে হনুমানের সংখ্যা অনেক বেশি। খাবারের অভাবের কারণেই মূলত তারা দর্শনার্থীদের নানা সময়ে আক্রমণও করে। তাই হনুমানরা যাতে অভুক্ত না থাকে, সেদিকে খেয়াল রেখেছেন অক্ষয়। পাশাপাশি দর্শনার্থীরাও উপদ্রবের হাত থেকে রক্ষা পাবেন। শহরের বাইরে খাবারের ব্যবস্থা করায় শহরও পরিস্কার থাকবে।
অক্ষয়ের এই উদ্যোগ তাঁর মা-বাবা ও শ্বশুর অভিনেতা রাজেশ খান্নার প্রতি তাঁর শ্রদ্ধাজ্ঞাপন। অক্ষয়ের পক্ষ থেকে হনুমানদের জন্য খাবার নিয়ে যে সব গাড়ি যাচ্ছে, তার পেছনে লেখা রয়েছে বাবা হরি ওম, মা অরুণা ও শ্বশুর রাজেশ খান্নার নাম।
অক্ষয় বলেন, ‘যখন জানতে পারি, এ রকম একটি পবিত্র জায়গায় হনুমানেরা খাদ্য সংকটে ভুগছে, সমস্যাটির কথা শোনার পরেই মনে হয়েছিল, আমার কিছু করা উচিত। আমার মা-বাবা ও শ্বশুরের নাম লিখে দিই খাবার ভ্যানে। এটা আমার জন্য একটা ইমোশনাল সিদ্ধান্ত বলতে পারেন।’
কয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এসেছেন অযোধ্যার রাম মন্দিরের হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
মন্দির চত্বরের হনুমানদের খাবারের অভাবের কথা জানিয়ে অক্ষয়ের কাছে সাহায্য চেয়েছিলেন অযোধ্যার এক সেবা ট্রাস্টের প্রধান স্বামী রাঘবাচার্য মহারাজ। হনুমানদের রোজকার খাবারের দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের ডাকে সাড়া দিয়ে এক কোটি রুপি পাঠিয়ে দিয়েছেন অক্ষয়।
অক্ষয় কুমারের এ অর্থে অযোধ্যার ১২০০ হনুমানের খাবারের সংস্থান করা হচ্ছে প্রতিদিন। অযোধ্যার লাগোয়া সুরক্ষিত এক স্থানে এই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
রাম মন্দিরের আশপাশে হনুমানের সংখ্যা অনেক বেশি। খাবারের অভাবের কারণেই মূলত তারা দর্শনার্থীদের নানা সময়ে আক্রমণও করে। তাই হনুমানরা যাতে অভুক্ত না থাকে, সেদিকে খেয়াল রেখেছেন অক্ষয়। পাশাপাশি দর্শনার্থীরাও উপদ্রবের হাত থেকে রক্ষা পাবেন। শহরের বাইরে খাবারের ব্যবস্থা করায় শহরও পরিস্কার থাকবে।
অক্ষয়ের এই উদ্যোগ তাঁর মা-বাবা ও শ্বশুর অভিনেতা রাজেশ খান্নার প্রতি তাঁর শ্রদ্ধাজ্ঞাপন। অক্ষয়ের পক্ষ থেকে হনুমানদের জন্য খাবার নিয়ে যে সব গাড়ি যাচ্ছে, তার পেছনে লেখা রয়েছে বাবা হরি ওম, মা অরুণা ও শ্বশুর রাজেশ খান্নার নাম।
অক্ষয় বলেন, ‘যখন জানতে পারি, এ রকম একটি পবিত্র জায়গায় হনুমানেরা খাদ্য সংকটে ভুগছে, সমস্যাটির কথা শোনার পরেই মনে হয়েছিল, আমার কিছু করা উচিত। আমার মা-বাবা ও শ্বশুরের নাম লিখে দিই খাবার ভ্যানে। এটা আমার জন্য একটা ইমোশনাল সিদ্ধান্ত বলতে পারেন।’
দুই বছর আগে ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমা দিয়ে কাজী নওশাবা আহমেদ নাম লেখান টালিউডে। ওই বছরই শেষ হয় অনিক দত্ত পরিচালিত সিনেমাটির শুটিং। কথা ছিল ২০২৪ সালের দুর্গাপূজার সময় মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তবে সেটি আর হয়নি।
১১ ঘণ্টা আগেবর্ষা উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে ড. প্রিয়াঙ্কা গোপের গান ‘আজি নেমেছে আঁধার’। প্রিয়াঙ্কা গোপ অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি লিখেছেন মোহাম্মদ রাজিবুল হাসান, সুর করেছেন সোনালী রায়, সংগীতায়োজন করেছেন বিনোদ রায়।
১১ ঘণ্টা আগেনিজের লেখা ও সুর করা ১০০ গানের সিরিজ নিয়ে আসছেন গীতিকার ও সুরকার তানভীর তারেক। এরই মধ্যে বেশ কিছু গানের কাজ শেষ করেছেন তিনি। সম্প্রতি তানভীর ঘোষণা দিয়েছেন সিরিজের প্রথম দুটি গান মুক্তির।
১১ ঘণ্টা আগে‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি দ্য টেলিগ্রাফের আয়োজনে একটি ফটোশুটে অংশ নেন। জয়ার সঙ্গে রোমান্টিক পোজে সহশিল্পী চন্দন রায় স্যানাল।
১ দিন আগে