অনলাইন ডেস্ক
করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে ‘মহিসা’ তকমা পান সোনু সুদ। শুধুই তাই নয়, ব্যক্তিগত জীবনেও বেশ সচেতন তিনি। নিয়ম মেনে খাওয়াদাওয়া ও নিয়মিত শরীরচর্চা করেন এই অভিনেতা। জীবনে কখনো মদ ছুঁয়েও দেখেননি তিনি। তবে সালমানের খানের কারণে নাকি একবার মদ পান করার মতো অবস্থা হয়েছিল অভিনেতার।
সালমানকে নিয়ে সম্প্রতি এক মজার অভিজ্ঞতা প্রকাশ করেন সনু সুদ। অভিনেতা বলেন, ‘সালমান ভাই একার এক কাণ্ড করেছিল। গোপনের কোমল পানীয়র মধ্যে মদ মিশিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আড্ডার ফাঁকে ফাঁকে নজরও রাখছিলেন আমি পান করেছি নাকি আমিও কৌশলে অন্যের দিকে এগিয়ে দিই কিনা। আমি আসলে কোনোটাই করিনি। শেষমেশ সেই পানীয়র গ্লাস আমি ফেরত দিয়ে দিয়েছিলাম।’
অভিনেতা এ-ও বলেন, ‘যাঁরা মদ্যপান করতে পছন্দ করেন, তাঁরা অন্যদের মধ্যেও বিষয়টা ছড়িয়ে দিতে চান। এর মধ্যে অবশ্য খারাপ কিছু নেই। কিন্তু আমি কখনই মদ্যপান করি না। ইচ্ছেই করেনি কখনো।’
খাদ্যাভ্যাসে কড়া নিয়ম মেনে চলেন সোনু। তিনি বলেন, ‘আমি নিরামিষাশী। খুবই একঘেয়ে খাবার খাই। এমনকি কেউ আমার বাড়িতে এলে বলে, আমি হাসপাতালের মতো খাবার খাই। তবে অতিথিদের জন্য কিন্তু একই খাবার থাকে না। তাঁদের জন্য বাড়িতে ভালো খাবার রান্না করা হয়। আমাদের বাড়িতে সেরা রাঁধুনি রয়েছেন।’
করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে ‘মহিসা’ তকমা পান সোনু সুদ। শুধুই তাই নয়, ব্যক্তিগত জীবনেও বেশ সচেতন তিনি। নিয়ম মেনে খাওয়াদাওয়া ও নিয়মিত শরীরচর্চা করেন এই অভিনেতা। জীবনে কখনো মদ ছুঁয়েও দেখেননি তিনি। তবে সালমানের খানের কারণে নাকি একবার মদ পান করার মতো অবস্থা হয়েছিল অভিনেতার।
সালমানকে নিয়ে সম্প্রতি এক মজার অভিজ্ঞতা প্রকাশ করেন সনু সুদ। অভিনেতা বলেন, ‘সালমান ভাই একার এক কাণ্ড করেছিল। গোপনের কোমল পানীয়র মধ্যে মদ মিশিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আড্ডার ফাঁকে ফাঁকে নজরও রাখছিলেন আমি পান করেছি নাকি আমিও কৌশলে অন্যের দিকে এগিয়ে দিই কিনা। আমি আসলে কোনোটাই করিনি। শেষমেশ সেই পানীয়র গ্লাস আমি ফেরত দিয়ে দিয়েছিলাম।’
অভিনেতা এ-ও বলেন, ‘যাঁরা মদ্যপান করতে পছন্দ করেন, তাঁরা অন্যদের মধ্যেও বিষয়টা ছড়িয়ে দিতে চান। এর মধ্যে অবশ্য খারাপ কিছু নেই। কিন্তু আমি কখনই মদ্যপান করি না। ইচ্ছেই করেনি কখনো।’
খাদ্যাভ্যাসে কড়া নিয়ম মেনে চলেন সোনু। তিনি বলেন, ‘আমি নিরামিষাশী। খুবই একঘেয়ে খাবার খাই। এমনকি কেউ আমার বাড়িতে এলে বলে, আমি হাসপাতালের মতো খাবার খাই। তবে অতিথিদের জন্য কিন্তু একই খাবার থাকে না। তাঁদের জন্য বাড়িতে ভালো খাবার রান্না করা হয়। আমাদের বাড়িতে সেরা রাঁধুনি রয়েছেন।’
বাংলাদেশের জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব নকীব খান। গত বছর সংগীতে ৫০ বছর পূর্তি হয়েছে তাঁর। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন নকীব খান।
৬ ঘণ্টা আগেবছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। নাম ‘বলয়’। ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চায়িত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৪০তম প্রযোজনা। রচনা ও নির্দেশনায় মোকাদ্দেম মোরশে
৬ ঘণ্টা আগে‘কান্তারা’ দিয়ে ২০২২ সালে ব্যাপক আলোচিত হন কন্নড় অভিনেতা ঋষভ শেঠি। মূল চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি রচনা, পরিচালনাও করেন ঋষভ। কান্তারার অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় তিনি বানাচ্ছেন এর প্রিকুয়েল ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’।
৬ ঘণ্টা আগেআবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন যুগল মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।
২০ ঘণ্টা আগে