
সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেন অক্ষয় কুমার। উৎসবটিতে অংশ নিয়েছেন বলিউডের আরও অনেক তারকা। শাহরুখ খান, এআর রাহমান, সাইফ আলী খান, কাজল, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া ও সোনম কাপুরকে দেখা গেছে সেখানে। রেড কার্পেটে তাঁদের জমকালো উপস্থিতি নজর কেড়েছে সবার। ফেস্টিভ্যালেই অক্ষয় গণমাধ্যমের মুখোমুখি হন, সেখানেই তিনি তাঁর নতুন চলচ্চিত্রের ব্যাপারে গণমাধ্যমকে জানান।
ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে অক্ষয় কুমার ‘প্যাডম্যান’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’–এর মতো সামাজিক ছবিতে অভিনয় করেছেন। দুটি ছবিই দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছিল। এবার তিনি যৌনশিক্ষা নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত হয়েছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে অক্ষয় বলেন, ‘আমি যৌনশিক্ষা নিয়ে একটি সিনেমা বানাচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্কুলে আমরা সব বিষয়ে শিক্ষা লাভ করে থাকি, আমি চাই পৃথিবীর সমস্ত স্কুলে যৌনশিক্ষা বিষয়টি থাকুক। কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।’
যদিও অক্ষয় সিনেমাটির নাম প্রকাশ করেননি। অভিনেতা আরও বলেন, ‘এটি মুক্তি পেতে সময় লাগবে। এপ্রিল বা মে মাসে আমি সিনেমাটি মুক্তি দিতে চাই। আশা করি, এটি আমার সেরা চলচ্চিত্রগুলোর একটি হবে। আমি এই ধরনের সামাজিক চলচ্চিত্রে কাজ করে যেতে চাই। আবার এগুলো যখন ব্যবসায়িকভাবেও সাফল্য পায়, তখন অবশ্যই আমাকে সন্তুষ্টি দেয়।’
বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে সর্বশেষ রাম সেতুতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচ্চা। সিনেমাটি গত ২৫ অক্টোবর মুক্তি পায়। এখন পর্যন্ত আয় করেছে মাত্র ৭২ কোটি রুপি।

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেন অক্ষয় কুমার। উৎসবটিতে অংশ নিয়েছেন বলিউডের আরও অনেক তারকা। শাহরুখ খান, এআর রাহমান, সাইফ আলী খান, কাজল, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া ও সোনম কাপুরকে দেখা গেছে সেখানে। রেড কার্পেটে তাঁদের জমকালো উপস্থিতি নজর কেড়েছে সবার। ফেস্টিভ্যালেই অক্ষয় গণমাধ্যমের মুখোমুখি হন, সেখানেই তিনি তাঁর নতুন চলচ্চিত্রের ব্যাপারে গণমাধ্যমকে জানান।
ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে অক্ষয় কুমার ‘প্যাডম্যান’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’–এর মতো সামাজিক ছবিতে অভিনয় করেছেন। দুটি ছবিই দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছিল। এবার তিনি যৌনশিক্ষা নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত হয়েছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে অক্ষয় বলেন, ‘আমি যৌনশিক্ষা নিয়ে একটি সিনেমা বানাচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্কুলে আমরা সব বিষয়ে শিক্ষা লাভ করে থাকি, আমি চাই পৃথিবীর সমস্ত স্কুলে যৌনশিক্ষা বিষয়টি থাকুক। কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।’
যদিও অক্ষয় সিনেমাটির নাম প্রকাশ করেননি। অভিনেতা আরও বলেন, ‘এটি মুক্তি পেতে সময় লাগবে। এপ্রিল বা মে মাসে আমি সিনেমাটি মুক্তি দিতে চাই। আশা করি, এটি আমার সেরা চলচ্চিত্রগুলোর একটি হবে। আমি এই ধরনের সামাজিক চলচ্চিত্রে কাজ করে যেতে চাই। আবার এগুলো যখন ব্যবসায়িকভাবেও সাফল্য পায়, তখন অবশ্যই আমাকে সন্তুষ্টি দেয়।’
বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে সর্বশেষ রাম সেতুতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও নুসরাত ভারুচ্চা। সিনেমাটি গত ২৫ অক্টোবর মুক্তি পায়। এখন পর্যন্ত আয় করেছে মাত্র ৭২ কোটি রুপি।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৩ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৩ ঘণ্টা আগে