বিনোদন ডেস্ক

দীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে। এ বছর ব্যস্ত থাকবেন তাঁর নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে। জানা গেছে, আগামী ১৮ মে থেকে মুম্বাইয়ে কিং সিনেমার শুটিং শুরু হবে। এ সিনেমায় তাঁর মেয়ে সুহানা খানও থাকবেন।
কিং সিনেমায় কে হবেন শাহরুখের নায়িকা, এ নিয়ে নানা জল্পনা ছিল। অবশেষে জানা গেল সেটাও। পাঠানের পর কিংয়ে আবার শাহরুখের সঙ্গী হবেন দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর এ সিনেমা দিয়েই পর্দায় ফিরবেন দীপিকা। জানা গেছে, কিং সিনেমা নিয়ে পরিকল্পনার শুরু থেকেই শাহরুখের ভাবনায় ছিলেন দীপিকা। তবে অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় বিকল্প চিন্তা করতে হয় কিং টিমকে। এ সময় কারিনা কাপুর খান ও ক্যাটরিনা কাইফের কথাও ভাবা হয়েছিল। নানা কারণে পিছিয়েছে কিংয়ের শুটিংয়ের তারিখ। তাই এখন শুটিংয়ের শিডিউল দিতে পারছেন দীপিকা।

ওটিটি প্লে জানিয়েছে, পাঠানে দীপিকার স্বল্প উপস্থিতি থাকলেও কিংয়ে তিনি বড় চরিত্রেই অভিনয় করবেন। অক্টোবরে দীপিকার শুটিং শিডিউল রাখা হয়েছে। ১০ থেকে ১২ দিন শুটিং করবেন তিনি। শাহরুখ, দীপিকা, সুহানা ছাড়াও কিং সিনেমায় আরও অভিনয় করবেন অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা প্রমুখ। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে এ সিনেমায়, যেটি অমিতাভ বচ্চনের করার কথা রয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
কিং সিনেমার সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর, গানগুলোতে সুর দেবেন শচীন-জিগার। শুটিং হবে ভারত ও ইউরোপের বিভিন্ন লোকেশনে। প্রথমে সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সুজন ঘোষের। তবে বিভিন্ন কারণে সুজয় সরে দাঁড়ালে পরিচালনার ভার নেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর পরিচালনায় কিং মুক্তি পাবে ২০২৬ সালের শেষ ভাগে।

দীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে। এ বছর ব্যস্ত থাকবেন তাঁর নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে। জানা গেছে, আগামী ১৮ মে থেকে মুম্বাইয়ে কিং সিনেমার শুটিং শুরু হবে। এ সিনেমায় তাঁর মেয়ে সুহানা খানও থাকবেন।
কিং সিনেমায় কে হবেন শাহরুখের নায়িকা, এ নিয়ে নানা জল্পনা ছিল। অবশেষে জানা গেল সেটাও। পাঠানের পর কিংয়ে আবার শাহরুখের সঙ্গী হবেন দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর এ সিনেমা দিয়েই পর্দায় ফিরবেন দীপিকা। জানা গেছে, কিং সিনেমা নিয়ে পরিকল্পনার শুরু থেকেই শাহরুখের ভাবনায় ছিলেন দীপিকা। তবে অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় বিকল্প চিন্তা করতে হয় কিং টিমকে। এ সময় কারিনা কাপুর খান ও ক্যাটরিনা কাইফের কথাও ভাবা হয়েছিল। নানা কারণে পিছিয়েছে কিংয়ের শুটিংয়ের তারিখ। তাই এখন শুটিংয়ের শিডিউল দিতে পারছেন দীপিকা।

ওটিটি প্লে জানিয়েছে, পাঠানে দীপিকার স্বল্প উপস্থিতি থাকলেও কিংয়ে তিনি বড় চরিত্রেই অভিনয় করবেন। অক্টোবরে দীপিকার শুটিং শিডিউল রাখা হয়েছে। ১০ থেকে ১২ দিন শুটিং করবেন তিনি। শাহরুখ, দীপিকা, সুহানা ছাড়াও কিং সিনেমায় আরও অভিনয় করবেন অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা প্রমুখ। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে এ সিনেমায়, যেটি অমিতাভ বচ্চনের করার কথা রয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
কিং সিনেমার সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর, গানগুলোতে সুর দেবেন শচীন-জিগার। শুটিং হবে ভারত ও ইউরোপের বিভিন্ন লোকেশনে। প্রথমে সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সুজন ঘোষের। তবে বিভিন্ন কারণে সুজয় সরে দাঁড়ালে পরিচালনার ভার নেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর পরিচালনায় কিং মুক্তি পাবে ২০২৬ সালের শেষ ভাগে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৭ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে