
সম্প্রতি মুক্তি পাওয়া ‘শয়তান’ সিনেমায় আর মাধবনের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটি ইতিমধ্যে শতকোটি রুপির বক্স অফিস ক্লাবে ঢুকেছে। সিনেমাটি নিয়ে কথা বলতে জনপ্রিয় পডকাস্ট বিয়ারবাইসেপস এর শোতে এসেছিলেন অভিনেতা। আর সেখানেই তাঁর অভিনীত বলিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর বিষয়ে একাধিক অজানা ও মজার তথ্য প্রকাশ্যে আনলেন তিনি।
‘থ্রি ইডিয়টস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুকে ঘিরে, যে চরিত্রে দেখা গিয়েছিল আমির খান, আর মাধবন এবং শারমন যোশীকে। সিনেমাটির গল্প থেকে অভিনয় সবটাই দর্শকদের মন জয় করেছিল। সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছিল মধ্যরাতে মদ্যপান করে তিন অভিনেতা তাঁদের কলেজের ডিনের বাড়ির দরজায় গিয়ে প্রস্রাব করছেন।
এবার আর মাধবন জানালেন, সেই দৃশ্যের শুটিংয়ের সময় তাঁরা তিনজন সত্যিই মদ্যপান করেছিলেন। এই বিষয়ে আর মাধবন বলেন, ‘আমিরের পরিকল্পনা ছিল, মদ্যপান করে মাতলামি করার দৃশ্যে অভিনয় করবে না। বরং সত্যি মদ্যপান করে স্বাভাবিক অভিনয় করবে।’ তখন আমিরের কথাতেই তাঁরা তিনজন মদ্যপান করে শুটিং করতে যান।
মাধবন আরও জানান, সে রাতে তাঁরা ৮টা থেকে মদ্যপান শুরু করেন। কারণ তাঁদের শুটিং শুরু হওয়ার কথা ছিল রাত ৯টা থেকে। কিন্তু বেঙ্গালুরুর ঠান্ডা আবহাওয়া আর মদের নেশা যে মাথায় চড়ে বসবে তাঁরা বুঝতে পারেননি! অভিনেতার কথায়, ‘আমরা একদম স্বাভাবিক ছিলাম। কিন্তু বুঝিনি যে সংলাপ বলতে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় নিচ্ছি!’
এদিন আর মাধবন আরও জানান সিনেমাটিতে তাঁর করা ফারহান চরিত্রটি বাবার থেকে যেমন বকা খেত, অভিনেতা ব্যক্তিগত জীবনেও তাঁর বাবার থেকে এমন বকা খেয়েছেন।
উল্লেখ্য, থ্রি ইডিয়টস মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় আমির খান, কারিনা কাপুর, বোমান ইরানি, আর মাধবন এবং শারমন যোশীকে দেখা গিয়েছিল।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘শয়তান’ সিনেমায় আর মাধবনের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটি ইতিমধ্যে শতকোটি রুপির বক্স অফিস ক্লাবে ঢুকেছে। সিনেমাটি নিয়ে কথা বলতে জনপ্রিয় পডকাস্ট বিয়ারবাইসেপস এর শোতে এসেছিলেন অভিনেতা। আর সেখানেই তাঁর অভিনীত বলিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর বিষয়ে একাধিক অজানা ও মজার তথ্য প্রকাশ্যে আনলেন তিনি।
‘থ্রি ইডিয়টস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুকে ঘিরে, যে চরিত্রে দেখা গিয়েছিল আমির খান, আর মাধবন এবং শারমন যোশীকে। সিনেমাটির গল্প থেকে অভিনয় সবটাই দর্শকদের মন জয় করেছিল। সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছিল মধ্যরাতে মদ্যপান করে তিন অভিনেতা তাঁদের কলেজের ডিনের বাড়ির দরজায় গিয়ে প্রস্রাব করছেন।
এবার আর মাধবন জানালেন, সেই দৃশ্যের শুটিংয়ের সময় তাঁরা তিনজন সত্যিই মদ্যপান করেছিলেন। এই বিষয়ে আর মাধবন বলেন, ‘আমিরের পরিকল্পনা ছিল, মদ্যপান করে মাতলামি করার দৃশ্যে অভিনয় করবে না। বরং সত্যি মদ্যপান করে স্বাভাবিক অভিনয় করবে।’ তখন আমিরের কথাতেই তাঁরা তিনজন মদ্যপান করে শুটিং করতে যান।
মাধবন আরও জানান, সে রাতে তাঁরা ৮টা থেকে মদ্যপান শুরু করেন। কারণ তাঁদের শুটিং শুরু হওয়ার কথা ছিল রাত ৯টা থেকে। কিন্তু বেঙ্গালুরুর ঠান্ডা আবহাওয়া আর মদের নেশা যে মাথায় চড়ে বসবে তাঁরা বুঝতে পারেননি! অভিনেতার কথায়, ‘আমরা একদম স্বাভাবিক ছিলাম। কিন্তু বুঝিনি যে সংলাপ বলতে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় নিচ্ছি!’
এদিন আর মাধবন আরও জানান সিনেমাটিতে তাঁর করা ফারহান চরিত্রটি বাবার থেকে যেমন বকা খেত, অভিনেতা ব্যক্তিগত জীবনেও তাঁর বাবার থেকে এমন বকা খেয়েছেন।
উল্লেখ্য, থ্রি ইডিয়টস মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় আমির খান, কারিনা কাপুর, বোমান ইরানি, আর মাধবন এবং শারমন যোশীকে দেখা গিয়েছিল।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১৪ মিনিট আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
১৮ মিনিট আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
২১ মিনিট আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
২৩ মিনিট আগে