
সম্প্রতি মুক্তি পাওয়া ‘শয়তান’ সিনেমায় আর মাধবনের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটি ইতিমধ্যে শতকোটি রুপির বক্স অফিস ক্লাবে ঢুকেছে। সিনেমাটি নিয়ে কথা বলতে জনপ্রিয় পডকাস্ট বিয়ারবাইসেপস এর শোতে এসেছিলেন অভিনেতা। আর সেখানেই তাঁর অভিনীত বলিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর বিষয়ে একাধিক অজানা ও মজার তথ্য প্রকাশ্যে আনলেন তিনি।
‘থ্রি ইডিয়টস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুকে ঘিরে, যে চরিত্রে দেখা গিয়েছিল আমির খান, আর মাধবন এবং শারমন যোশীকে। সিনেমাটির গল্প থেকে অভিনয় সবটাই দর্শকদের মন জয় করেছিল। সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছিল মধ্যরাতে মদ্যপান করে তিন অভিনেতা তাঁদের কলেজের ডিনের বাড়ির দরজায় গিয়ে প্রস্রাব করছেন।
এবার আর মাধবন জানালেন, সেই দৃশ্যের শুটিংয়ের সময় তাঁরা তিনজন সত্যিই মদ্যপান করেছিলেন। এই বিষয়ে আর মাধবন বলেন, ‘আমিরের পরিকল্পনা ছিল, মদ্যপান করে মাতলামি করার দৃশ্যে অভিনয় করবে না। বরং সত্যি মদ্যপান করে স্বাভাবিক অভিনয় করবে।’ তখন আমিরের কথাতেই তাঁরা তিনজন মদ্যপান করে শুটিং করতে যান।
মাধবন আরও জানান, সে রাতে তাঁরা ৮টা থেকে মদ্যপান শুরু করেন। কারণ তাঁদের শুটিং শুরু হওয়ার কথা ছিল রাত ৯টা থেকে। কিন্তু বেঙ্গালুরুর ঠান্ডা আবহাওয়া আর মদের নেশা যে মাথায় চড়ে বসবে তাঁরা বুঝতে পারেননি! অভিনেতার কথায়, ‘আমরা একদম স্বাভাবিক ছিলাম। কিন্তু বুঝিনি যে সংলাপ বলতে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় নিচ্ছি!’
এদিন আর মাধবন আরও জানান সিনেমাটিতে তাঁর করা ফারহান চরিত্রটি বাবার থেকে যেমন বকা খেত, অভিনেতা ব্যক্তিগত জীবনেও তাঁর বাবার থেকে এমন বকা খেয়েছেন।
উল্লেখ্য, থ্রি ইডিয়টস মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় আমির খান, কারিনা কাপুর, বোমান ইরানি, আর মাধবন এবং শারমন যোশীকে দেখা গিয়েছিল।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘শয়তান’ সিনেমায় আর মাধবনের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটি ইতিমধ্যে শতকোটি রুপির বক্স অফিস ক্লাবে ঢুকেছে। সিনেমাটি নিয়ে কথা বলতে জনপ্রিয় পডকাস্ট বিয়ারবাইসেপস এর শোতে এসেছিলেন অভিনেতা। আর সেখানেই তাঁর অভিনীত বলিউড ইতিহাসের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এর বিষয়ে একাধিক অজানা ও মজার তথ্য প্রকাশ্যে আনলেন তিনি।
‘থ্রি ইডিয়টস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুকে ঘিরে, যে চরিত্রে দেখা গিয়েছিল আমির খান, আর মাধবন এবং শারমন যোশীকে। সিনেমাটির গল্প থেকে অভিনয় সবটাই দর্শকদের মন জয় করেছিল। সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছিল মধ্যরাতে মদ্যপান করে তিন অভিনেতা তাঁদের কলেজের ডিনের বাড়ির দরজায় গিয়ে প্রস্রাব করছেন।
এবার আর মাধবন জানালেন, সেই দৃশ্যের শুটিংয়ের সময় তাঁরা তিনজন সত্যিই মদ্যপান করেছিলেন। এই বিষয়ে আর মাধবন বলেন, ‘আমিরের পরিকল্পনা ছিল, মদ্যপান করে মাতলামি করার দৃশ্যে অভিনয় করবে না। বরং সত্যি মদ্যপান করে স্বাভাবিক অভিনয় করবে।’ তখন আমিরের কথাতেই তাঁরা তিনজন মদ্যপান করে শুটিং করতে যান।
মাধবন আরও জানান, সে রাতে তাঁরা ৮টা থেকে মদ্যপান শুরু করেন। কারণ তাঁদের শুটিং শুরু হওয়ার কথা ছিল রাত ৯টা থেকে। কিন্তু বেঙ্গালুরুর ঠান্ডা আবহাওয়া আর মদের নেশা যে মাথায় চড়ে বসবে তাঁরা বুঝতে পারেননি! অভিনেতার কথায়, ‘আমরা একদম স্বাভাবিক ছিলাম। কিন্তু বুঝিনি যে সংলাপ বলতে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় নিচ্ছি!’
এদিন আর মাধবন আরও জানান সিনেমাটিতে তাঁর করা ফারহান চরিত্রটি বাবার থেকে যেমন বকা খেত, অভিনেতা ব্যক্তিগত জীবনেও তাঁর বাবার থেকে এমন বকা খেয়েছেন।
উল্লেখ্য, থ্রি ইডিয়টস মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এতে মুখ্য ভূমিকায় আমির খান, কারিনা কাপুর, বোমান ইরানি, আর মাধবন এবং শারমন যোশীকে দেখা গিয়েছিল।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
২ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
৪ ঘণ্টা আগে