
অনেকে বলেন, ‘ককটেল’ ছবিতে ডায়ানার সৌন্দর্য নাকি ম্লান করে দিয়েছে দীপিকা পাড়ুকোনকেও। প্রথম ছবি ‘ককটেল’ দিয়ে বলিউডে সাড়া জাগিয়েছিলেন ডায়ানা পেন্টি। সেটা ২০১২ সালের কথা। বলিউডে নয় বছরের ক্যারিয়ারে সাতটি ছবি মুক্তি পেয়েছে ডায়ানার। এর মধ্যে ‘ককটেল’-এর পর ডায়ানার প্রশংসিত ছবির তালিকায় যোগ হয়েছে ‘হ্যাপি ভাগ জায়েগি’। সেটা মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। এরপর থেকে ডায়ানা যেন আলোচনার বাইরে।
সম্প্রতি আবার আলোচনায় ডায়ানা। নতুন ছবি মুক্তিতেই এই আলোচনা। গতকাল ১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘সিদ্দাত’। এই ছবিতেই ঠোঁট মিলিয়েছেন গানের সেনসেশন ইয়োহানির কণ্ঠে। অভিনয় করেছেন ইরা চরিত্রে। ছবিটি মুক্তির প্রথম দিনই সমালোচকদের প্রশংসা পাচ্ছে। প্রশংসা পাচ্ছেন ডায়ানাও। ছবিতে ডায়ানার বিপরীতে অভিনয় করেছেন মোহিত রায়না। এই ছবি মুক্তির দিনই ডায়ানা নতুন ছবির ঘোষণা দিয়েছেন। পরিচালক সাব্বির খানের ‘অদ্ভুত’ ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিটি সুপারন্যাচারাল থ্রিলার। এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও ডায়ানা।
মুক্তির অপেক্ষায় আছে ডায়ানা অভিনীত মালয়ালম ছবি ‘স্যালুট’। ছবিতে তিনি থাকছেন মালয়ালম সুপারস্টার দুলকার সালমানের বিপরীতে। ডায়ানা ও দুলকার বছরটা শুরু করেছিলেন এই ছবির শুটিং দিয়ে। ছবিটি দুলকার ও ডায়ানার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এই ছবির প্রযোজক দুলকার নিজেই। অন্যদিকে ডায়ানা অনেক দিন পর মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন, তা-ও বড় বাজেটের ছবিতে। ছবির পরিচালক ‘মুম্বাই পুলিশ’খ্যাত রোশান অ্যান্ড্রুস। চিত্রনাট্য লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত যুগল ববি-সঞ্জয়। এই ছবির মাধ্যমেই দক্ষিণের ছবিতে অভিষেক হবে ডায়ানা পেন্টির। ছবিটা ভারতের বেশ কয়েকটি ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে। এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। সমালোচকেরা বলছেন, ছবি মুক্তি পেলে নতুন এক ডায়ানার দেখা মিলবে।

অনেকে বলেন, ‘ককটেল’ ছবিতে ডায়ানার সৌন্দর্য নাকি ম্লান করে দিয়েছে দীপিকা পাড়ুকোনকেও। প্রথম ছবি ‘ককটেল’ দিয়ে বলিউডে সাড়া জাগিয়েছিলেন ডায়ানা পেন্টি। সেটা ২০১২ সালের কথা। বলিউডে নয় বছরের ক্যারিয়ারে সাতটি ছবি মুক্তি পেয়েছে ডায়ানার। এর মধ্যে ‘ককটেল’-এর পর ডায়ানার প্রশংসিত ছবির তালিকায় যোগ হয়েছে ‘হ্যাপি ভাগ জায়েগি’। সেটা মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। এরপর থেকে ডায়ানা যেন আলোচনার বাইরে।
সম্প্রতি আবার আলোচনায় ডায়ানা। নতুন ছবি মুক্তিতেই এই আলোচনা। গতকাল ১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘সিদ্দাত’। এই ছবিতেই ঠোঁট মিলিয়েছেন গানের সেনসেশন ইয়োহানির কণ্ঠে। অভিনয় করেছেন ইরা চরিত্রে। ছবিটি মুক্তির প্রথম দিনই সমালোচকদের প্রশংসা পাচ্ছে। প্রশংসা পাচ্ছেন ডায়ানাও। ছবিতে ডায়ানার বিপরীতে অভিনয় করেছেন মোহিত রায়না। এই ছবি মুক্তির দিনই ডায়ানা নতুন ছবির ঘোষণা দিয়েছেন। পরিচালক সাব্বির খানের ‘অদ্ভুত’ ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিটি সুপারন্যাচারাল থ্রিলার। এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও ডায়ানা।
মুক্তির অপেক্ষায় আছে ডায়ানা অভিনীত মালয়ালম ছবি ‘স্যালুট’। ছবিতে তিনি থাকছেন মালয়ালম সুপারস্টার দুলকার সালমানের বিপরীতে। ডায়ানা ও দুলকার বছরটা শুরু করেছিলেন এই ছবির শুটিং দিয়ে। ছবিটি দুলকার ও ডায়ানার জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এই ছবির প্রযোজক দুলকার নিজেই। অন্যদিকে ডায়ানা অনেক দিন পর মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন, তা-ও বড় বাজেটের ছবিতে। ছবির পরিচালক ‘মুম্বাই পুলিশ’খ্যাত রোশান অ্যান্ড্রুস। চিত্রনাট্য লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত যুগল ববি-সঞ্জয়। এই ছবির মাধ্যমেই দক্ষিণের ছবিতে অভিষেক হবে ডায়ানা পেন্টির। ছবিটা ভারতের বেশ কয়েকটি ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে। এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। সমালোচকেরা বলছেন, ছবি মুক্তি পেলে নতুন এক ডায়ানার দেখা মিলবে।

নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
৪ ঘণ্টা আগে
সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১ দিন আগে