বিনোদন ডেস্ক

‘সন অব সরদার টু’ সিনেমার ‘পেহেলা তু দুজা তু’ গান প্রকাশের পর থেকে আলোচনায় অজয় দেবগন। এই গানে ফিঙ্গার ড্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হচ্ছেন অজয়। তৈরি হচ্ছে বিভিন্ন মিম ভিডিও। এবার অজয়ের নাচ নিয়ে মজা করলেন তাঁর স্ত্রী অভিনেত্রী কাজল দেবগন।
গত মাসের শেষ দিকে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’ সিনেমাটি। এখনো সেই সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি মা সিনেমার প্রমোশনের সময় অজয় দেবগনের নাচ নিয়ে জানতে চাওয়া হয় কাজলের কাছে। সে সময় মজা করে কাজল বলেন, ‘আমার মনে হয়, অজয় ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদের একজন। কারণ, তিনিই একমাত্র আঙুল দিয়ে নাচতে পারেন। আগে তো আমরা যেভাবে হাঁটতাম, চলতাম; সেভাবে গান তৈরি করা হতো। এখন তো দেখছি, শুধু আঙুলেই কাজ সারা যায়। এক, দুই, তিন-চার করে...।’
শুক্রবার ‘সন অব সর্দার টু’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ফিঙ্গার ড্যান্স নিয়ে ট্রলের জবাব দিয়েছেন অজয় দেবগন। তবে কঠিন কথায় নয়, তিনিও বলেছেন মজার ছলে। জানালেন, ট্রল হলেও কাজটা কঠিন ছিল তাঁর জন্য। অজয় বলেন, ‘অনেকে হয়তো আমাকে নিয়ে মজা করছেন, তবে আমার কাছে কিন্তু এটা ভীষণ কঠিন ছিল। তবে সেটা আমি করে দেখিয়েছি। তাই এবার আপনাদের আমাকে ধন্যবাদ বলার পালা।’
২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘সন অব সর্দার’। প্রথমবার ভারতের পাঞ্জাব শহরের গল্প থাকলেও এবার দেখা যাবে স্কটল্যান্ডের গল্প। প্রায় ৩ মিনিট দৈর্ঘ্যের ট্রেলারের পুরোটাজুড়ে দেখা গেল মজার সব সংলাপ ও দৃশ্য। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অজয় জানান, সন অব সর্দার সিনেমায় তাঁকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। বিজয় কুমার অরোরা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, রবি কিষাণ প্রমুখ। ২৫ জুলাই মুক্তি পাবে ‘সন অব সরদার টু’।

‘সন অব সরদার টু’ সিনেমার ‘পেহেলা তু দুজা তু’ গান প্রকাশের পর থেকে আলোচনায় অজয় দেবগন। এই গানে ফিঙ্গার ড্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রূপের শিকার হচ্ছেন অজয়। তৈরি হচ্ছে বিভিন্ন মিম ভিডিও। এবার অজয়ের নাচ নিয়ে মজা করলেন তাঁর স্ত্রী অভিনেত্রী কাজল দেবগন।
গত মাসের শেষ দিকে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’ সিনেমাটি। এখনো সেই সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি মা সিনেমার প্রমোশনের সময় অজয় দেবগনের নাচ নিয়ে জানতে চাওয়া হয় কাজলের কাছে। সে সময় মজা করে কাজল বলেন, ‘আমার মনে হয়, অজয় ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পীদের একজন। কারণ, তিনিই একমাত্র আঙুল দিয়ে নাচতে পারেন। আগে তো আমরা যেভাবে হাঁটতাম, চলতাম; সেভাবে গান তৈরি করা হতো। এখন তো দেখছি, শুধু আঙুলেই কাজ সারা যায়। এক, দুই, তিন-চার করে...।’
শুক্রবার ‘সন অব সর্দার টু’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ফিঙ্গার ড্যান্স নিয়ে ট্রলের জবাব দিয়েছেন অজয় দেবগন। তবে কঠিন কথায় নয়, তিনিও বলেছেন মজার ছলে। জানালেন, ট্রল হলেও কাজটা কঠিন ছিল তাঁর জন্য। অজয় বলেন, ‘অনেকে হয়তো আমাকে নিয়ে মজা করছেন, তবে আমার কাছে কিন্তু এটা ভীষণ কঠিন ছিল। তবে সেটা আমি করে দেখিয়েছি। তাই এবার আপনাদের আমাকে ধন্যবাদ বলার পালা।’
২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘সন অব সর্দার’। প্রথমবার ভারতের পাঞ্জাব শহরের গল্প থাকলেও এবার দেখা যাবে স্কটল্যান্ডের গল্প। প্রায় ৩ মিনিট দৈর্ঘ্যের ট্রেলারের পুরোটাজুড়ে দেখা গেল মজার সব সংলাপ ও দৃশ্য। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অজয় জানান, সন অব সর্দার সিনেমায় তাঁকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। বিজয় কুমার অরোরা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, রবি কিষাণ প্রমুখ। ২৫ জুলাই মুক্তি পাবে ‘সন অব সরদার টু’।

মারা গেছেন বিশ্ব সিনেমার প্রখ্যাত পরিচালক বেলা তার। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
১০ ঘণ্টা আগে
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১ দিন আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১ দিন আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
১ দিন আগে